সেক্টর ফাইভে শুক্রবার ছুরিবিদ্ধ হলেন তথ্যপ্রযুক্তি সংস্থার এক কর্মী। পুলিশ জানায়, আহত ইরফান রেজা খান হাসপাতালে ভর্তি। ধৃত জগৎ আনন্দ ও ঋষভ আনন্দ নামে দুই যুবক হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ছাত্র। এ দিন তাদের বিধাননগর এসিজেএম আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
|
অরবিন্দ সেতুর উপরে এক ভিন্ রাজ্যের ব্যবসায়ীর লুঠ হওয়া টাকার একাংশ উদ্ধার করলেন তদন্তকারীরা। এই ঘটনায় ধৃতদের মধ্যে রয়েছেন মানিকতলা থানার দুই ও দমদম থানার এক পুলিশকর্মীও। পুলিশ জানায়, লুঠ হওয়া ৪৩ লক্ষ টাকার মধ্যে ১৪ লক্ষ টাকা আপাতত মিলেছে। এর আগে প্রায় ৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। ধৃত পুলিশকর্মীদের বাড়ি থেকেই বেশিরভাগ টাকা পাওয়া গিয়েছে। মাস খানেক আগে ভরদুপুরে অরবিন্দ সেতুর উপরে গাড়ি থামিয়ে চেন্নাইয়ের এক ব্যবসায়ীর টাকা লুঠ হয়। গত কয়েক দিন ধরে মানিকতলা থানার ধৃত অফিসার সুনীল দাসকে নিয়ে ডানলপ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হানা দিয়ে টাকা উদ্ধার করা হয়।
|
ফের ছিনতাই বিধাননগরে। পুলিশ জানায়, শুক্রবার ১৪ নম্বর ট্যাঙ্কের কাছে এটিএম থেকে টাকা তুলে বেরোনোর সময়ে এক মহিলার টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে পালায় দুই দুষ্কৃতী। স্থানীয়েরা এক জনকে ধরে পুলিশে দেন। বুধবার, দশমীর দিন আইবি ব্লকে এক মহিলার হার ছিনতাই করে দু’জন। তিনি গলায় আঘাতও পান।
|
স্বামীর সঙ্গে কলকাতায় ঠাকুর দেখতে এসে নিখোঁজ হলেন এক মহিলা। মেহেরুন্নিসা শেখ নামে ওই মহিলার বাড়ি হাওড়ার বাঁকড়ায়। পুলিশ জানায়, নবমীর রাতে স্বামী শেখ শাহ আলমের সঙ্গে ঠাকুর দেখতে আসেন তিনি। ভবানীপুরের কাছে ভিড়ের চাপে আলাদা হয়ে যান। এর পর থেকে আর খোঁজ মেলেনি মেহেরুন্নিসার। ওই রাতে ভবানীপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
বিমানবন্দরের ভিতরেই অসুস্থ হয়ে শুক্রবার মৃত্যু হল যাত্রীর। বিমানবন্দর সূত্রের খবর, মৃতের নাম জি কে বিশ্বাস (৬৫)। বাড়ি মধ্যমগ্রামে। এ দিন বিকেলে তিনি দিল্লি যাওয়ার উড়ান ধরতে এসে অসুস্থ হয়ে পড়েন। বিমানবন্দরের চিকিৎসকের পরামর্শে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান ওই যাত্রী। |