এক সময় ২৪ ঘণ্টা স্বাস্থ্য পরিষেবা মিলত। ছিল ১০টি শয্যা, চিকিৎসক, ফার্মাসিস্ট, নার্সরা আবাসনে থেকে দিনরাত স্বাস্থ্য পরিষেবা দিতেন। কিন্ত বর্তমানে হাসপাতালের স্বাস্থ্য পরিসেবা বলতে হাতেগোনা চার ঘণ্টা। এক জন চিকিৎসক দিয়ে হাসপাতাল চালান হচ্ছে। নেই ফার্মাসিস্ট। অভিযোগ, ওই চিকিৎসক না আসলে চতুর্থ শ্রেণির কর্মীরা চালান। এতে স্বাস্থ্য পরিষেবা পেতে নিয়মিত হয়রানির শিকার হতে হচ্ছে এলাকার বাসিন্দারা। ডুয়ার্সের আলিপুরদুয়ার ২ ব্লকের তুরতুরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবার এমন হাল নিয়ে ক্ষোভ বাড়ছে। বাসিন্দাদের ক্ষুব্ধ বাসিন্দারা তুরতুরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ২৪ ঘণ্টা স্বাস্থ্য পরিসেবা দেবার দাবি জানিয়েছেন। দফায় দফায় ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি দিয়েও কোনও কাজ হয়নি। দ্রুত সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলন নামার হুমকি দিয়েছেন বাসিন্দারা। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বপন সরকার বলেন, “হাসপাতালে ২৪ ঘণ্টা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।” বাসিন্দারা জানান, ৫০ হাজারেরও বেশি মানুষ এই স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল। অথচ পরিষেবা মেলে ৪ ঘন্টা। পরিষেবার জন্য যশোডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যেতে হয়। সিপিএমের আলিপুরদুয়ার-২ জোনাল কমিটির সদস্য দেবাশিস শিকদার জানিয়েছেন, দ্রুত এই হাসপাতালে ২৪ ঘন্টার পরিষেবা চালু করা দরকার। আমরা বেশ কয়েকবার স্মারকলিপি দিয়েছি। কাজ না হলে আন্দোলনে নামল। কংগ্রেস নেতা সুবোধ দাস জানান, গত কয়েক মাস ধরে তুরতুরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা তলানিতে ঠেকেছে। স্বাস্থ্য দফতর ব্যবস্থা না নিলে আন্দোলনে নামল। |