নিখোঁজ এক কলেজছাত্রীর দেহ উদ্ধার করল পুলিশ। সুদীপ্তা পাল (১৯) নামে ওই তরুণীকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ।
বুধবার সকালে কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বাড়ি বেরিয়েছিলেন কল্যাণী থানার সগুনা উত্তরপাড়া এলাকার বাসিন্দা সুদীপ্তা। তার পর থেকে তাঁর খোঁজ মিলছিল না। শনিবার দুপুরে হরিণঘাটার দক্ষিণ রাজাপুর গ্রামের একটি কলাবাগান থেকে সুদীপ্তার মৃতদেহ মেলে। তাঁর পরিবারের লোকজনের দাবি, তাকে খুন করা হয়েছে। হরিণঘাটা কলেজের বিএ (সাধারণ) প্রথম বর্ষের ছাত্রী সুদীপ্তার মা সবিতা পাল রবিবার দুপুরে হরিণঘাটা থানায় তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে দু’জন হরিণঘাটা কলেজেরই ছাত্র।
কল্যাণীর এসডিপিও চন্দ্রশেখর বর্ধন বলেন, ‘‘কী ভাবে মেয়েটিকে খুন করা হয়েছে, ময়না-তদন্তের রিপোর্ট পাওয়ার পর তা পরিষ্কার হয়ে যাবে। তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তারা পলাতক। তাদের হদিস পেতে তল্লাশি শুরু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”
সগুনা গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া এলাকায় বাড়ি সুদীপ্তাদের। বাবা, মা ছাড়াও বাড়িতে রয়েছেন বিবাহিত দিদি। সামান্য কিছু জমিতে চাষবাস করে সংসার চলে এই পরিবারের। সুদীপ্তার জ্যাঠতুতো দাদা সুবীর পাল বলেন, “প্রণয়ঘটিত কারণে বোনকে খুন করা হয়েছে বলে আমাদের ধারণা। কলেজে খোঁজ নিয়ে আমরা জেনেছি, হরিণঘাটার বিভিন্ন এলাকার বাসিন্দা ওই তিন যুবকের সঙ্গে বোনের মেলামেশা ছিল। মঙ্গলবার সকালে হরিণঘাটা বাসস্ট্যান্ডে তাদের এক জনের সঙ্গে বোনকে দেখাও গিয়েছিল।” হরিণঘাটা কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যান রত্না ঘোষ বলেন, ‘‘ওই মেয়েটি এবং অভিযুক্তদের মধ্যে দু’জন আমাদের কলেজের পড়ুয়া। শুনেছি মেয়েটির নিখোঁজের দিন থেকে অভিযুক্ত তিন যুবকও উধাও ছিল।” এই ঘটনাকে ঘিরেও এসএফআই এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে চাপানউতোর শুরু হয়েছে। এসএফআইয়ের নদিয়া জেলা সম্পাদক জাহাঙ্গির আলি বিশ্বাসের দাবি, “অভিযুক্ত তিন জনইটিএমসিপি-র সঙ্গে যুক্ত। ওই তিন জনকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।” যদিও টিএমসিপি-র নদিয়া জেলা সভাপতি জয়ন্ত পাল বলেন, “যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের সঙ্গে আমাদের সংগঠনের কোনও সম্পর্কই নেই। ঘটনাটি দুঃখজনক। আমরা পুলিশের কাছে দাবি জানাচ্ছি, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দিতে হবে।” টিএমসিপি পরিচালিত হরিণঘাটা কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক তন্ময় সাহা বলেন, “প্রথম বর্ষে ১৭০০ জন পড়ুয়া ভর্তি হয়েছেন। সকলকে চেনা সম্ভব নয়। সোমবার আমরা শোক মিছিল করব।” |