পরের এশিয়াড খেলে অবসরের ভাবনা লি-র |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
লিয়েন্ডার পেজ ২০১২-র গোড়ায় ৩৯ বছর বয়সে তাঁর তেত্রিশ বছর বয়সি পার্টনার রাদেক স্টেপানেককে কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জেতার স্বাদ দিয়েছিলেন। বিশ্বসেরা ডাবলস জুটি ব্রায়ান ভাইদের হারিয়ে অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়ন হয়ে। আর বছরের শেষের দিকে চিরসবুজ লিয়েন্ডার তাঁর চেক পার্টনারকে দিলেন প্রথম বার এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল (পেশাদার সার্কিটে যে টুর্নামেন্টকে সেই বছরের সেরা আট সিঙ্গলস প্লেয়ার ও ডাবলস জুটির বিশ্বচ্যাম্পিয়নশিপ ধরা হয়) খেলার সুযোগ।
রবিবার টোকিওয় জাপান ওপেন ফাইনালে ফেভারিট লিয়েন্ডার-রাদেক জুটি অপ্রত্যাশিত ভাবে অস্ট্রিয়ান-ব্রাজিলীয় জুটি আলেকজান্দার পেয়া-ব্রুনো সোয়ারেসের কাছে ৩-৬, ৬-৭ (৫-৭) হেরে গেলেও ৩০০ এটিপি পয়েন্ট পাওয়ার দৌলতে লন্ডনে ৫-১২ নভেম্বর অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে খেলার টিকিট পেয়ে গেলেন। চতুর্থ ডাবলস টিম হিসাবে ৫২৬৫ পয়েন্ট পেয়ে। লিয়েন্ডার অবশ্য এর আগে আরও ১২ বার এই টুর্নামেন্ট খেলেছেন। চার বারের রানার আপও। যার মধ্যে তিন বার মহেশ ভূপতির সঙ্গে। ভূপতি-বোপান্না জুটিও টুর্নামেন্টে খেলার দৌড়ে আছে।
এ দিনই টোকিও থেকে লিয়েন্ডার সাংহাই চলে গিয়েছেন। বছরের শেষ ১০০০ এটিপি পয়েন্টের মাস্টার্স টুর্নামেন্ট খেলতে। বিশ্বের সমস্ত তারকা সিঙ্গলস ও ডাবলস প্লেয়ার এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। যেখানে লিয়েন্ডার-রাদেক জুটি চতুর্থ বাছাই এবং প্রি-কোয়ার্টার ফাইনালে ‘বাই’ পেয়েছেন। খেলছেন রজার ফেডেরারও। এখানেই তাঁকে খুনের হুমকি দিয়েছেন এক চিনা ব্লগার। সেই হুমকি উড়িয়ে দিয়ে সপরিবার সাংহাইয়ে পৌঁছে গিয়েছেন ফেডেরার। তবে সেই হুমকি নিয়ে টেনিসমহলে জল্পনা তুঙ্গে। তার কাছাকাছি না হোক, ভারতীয় টেনিসমহলে কিন্তু আর একটা ব্যাপার নিয়ে কম জল্পনা চলছে না। ঊনচল্লিশ বছর বয়সি লিয়েন্ডারের টেনিস ভবিষ্যৎ। লিয়েন্ডার তাঁর ঘনিষ্ঠমহলে বলে দিয়েছেন, ২০১৪ পর্যন্ত তিনি পেশাদার সার্কিটে পুরোদমে খেলবেন। এবং আগামী বছরেও (২০১৩) সাকির্টে তাঁর পার্টনার রাদেক স্টেপানেকই। এ দিন মুম্বই থেকে লিয়েন্ডারের বাবা ভেস পেজ মোবাইলে বললেন, “লিয়েন্ডারের মতে, ও এই বয়সেও রাদেকের থেকে ডাবলস খেলার ব্যাপারে এত কিছু খুঁটিনাটি শিখতে পারছে যেটা গত তেইশ বছরে ওর আগের ঊননব্বই জন পার্টনারের কারও থেকে শেখার সুযোগ ঘটেনি।” মহেশ ২০১৩-য় নেস্টরকে নিয়ে সার্কিটে খেলবেন। বোপান্না তাঁর পুরনো পাকিস্তানি পার্টনার আইসাম কুরেশিকে একসঙ্গে খেলার প্রস্তাব দিয়েও প্রত্যাখাত হয়েছেন। ডাবলস সার্কিটে সঙ্গীহীন স্বদেশীয় বোপান্নার দিকে সাহায্যের হাত বাড়াতে পারেন কি লিয়েন্ডার? ভেস পেজ জানাচ্ছেন, ভবিষ্যতে মহেশ-বোপান্নার সঙ্গে কোনও ব্যাপারে জড়াবেন না বলে লিয়েন্ডার প্রতিজ্ঞা করেছেন। বরং সব ঠিকঠাক চললে ২০১৪ এশিয়াডে (দক্ষিণ কোরিয়ার ইনচিওনে) আরও একবার দেশের প্রতিনিধিত্ব করবেন লিয়েন্ডার।
আর ডেভিস কাপে? লিয়েন্ডারের মুখপাত্র যিনি সেই ভেস পেজ বললেন, “লিয়েন্ডার আরও দু’বছর পেশাদার সার্কিটে খেলবে যখন, তার মধ্যে ডেভিস কাপের জন্য সময় বের করতে পারলে অবশ্যই প্লেয়ার হিসেবে ভারতীয় দলে থাকবে। অন্তত ২০১৪ পর্যন্ত। তার পরে নন প্লেয়িং ক্যাপ্টেন হলেও হতে পারে। যদি এআইটিএ ওকে সে ভাবে চায়।” সোমদেব দেববর্মন থেকে বিষ্ণু বর্ধন, য়ুকি ভামব্রি থেকে দ্বিবীজ শরণ ভারতের তরুণ প্রজন্মের ডেভিস কাপ দলের সব সদস্যই যে রকম লিয়েন্ডার-শিবিরের, তাতে ভবিষ্যতে বেকবাগান রো-র মহাতারকাকে নতুন ভূমিকায় দেখা যেতেই পারে। |