জাতীয় সড়কে গাড়ি থেকে টাকা (টোল) নেওয়া বন্ধের প্রতিবাদে রবিবার থেকে ডানকুনি টোলপ্লাজার সামনে মঞ্চ বেঁধে অবস্থান-বিক্ষোভে বসলেন শ্রমিকেরা। সদ্য কাজ হারানো ওই শ্রমিকদের দাবি, অবিলম্বে তাঁদের কাজের নিশ্চয়তা দিতে হবে। দ্রুত মেটাতে হবে বকেয়া। একই দাবিতে আন্দোলন চলছে পালসিট টোলপ্লাজাতেও। |
গত শনিবার জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই) ডানকুনি এবং পালসিট টোলপ্লাজায় গাড়ি থেকে টাকা নেওয়া (টোল) বন্ধ করার বিজ্ঞপ্তি দেয়। রবিবার সকাল ৮টা থেকে তা কার্যকর করা হয়। ফলে, পুজোর মুখে ডানকুনি টোলপ্লাজার ১৫৫ জন কর্মী সমস্যায় পড়েছেন। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের একটি সংস্থাকে টাকা আদায়ের বরাত দেওয়া হচ্ছে। তবে, ওই কর্মীদের তারা কাজে বহাল রাখবে কি না, তা পরিষ্কার নয়। এ দিন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় মিছিল করে আইএনটিটিইউসি। তাতে সামিল হয় সিটুও। বিকেল থেকে আইএনটিটিইউসি-র নেতৃত্বে এক্সপ্রেসওয়ের ধারে মঞ্চ বেঁধে শুরু হয় অবস্থান-বিক্ষোভ।
ডানকুনির মতোই পালসিট টোলপ্লাজাতেও কাজ করতেন ১৫৫ জন। টোল আদায় বন্ধের সিদ্ধান্তে রীতিমতো বেকায়দায় পড়েছেন তাঁরাও। এ দিন ওই টোলপ্লাজা চত্বরে মিছিল করেন শ্রমিকরা। সেখানেও মঞ্চ বেঁধে শুরু হয়েছে অবস্থান। |