এক সপ্তাহের মধ্যে তিনটি চুরির ঘটনা ঘটল সল্টলেকে। তার মধ্যে শনিবার রাতে জি-ডি ব্লকের একটি বাড়িতে সৌমিত্র বিশ্বাস নামে এক ব্যক্তির গলার সোনার হার আঁকশি দিয়ে টেনে চুরি করা হয়েছে বলে অভিযোগ।সৌমিত্রবাবু পুলিশকে জানান, তিনি দোতলার ঘরে ঘুমোচ্ছিলেন। মাথার কাছের জানলা খোলা ছিল। ঘুমের মধ্যে হঠাৎ গলায় টান অনুভব করেন। উঠে দেখেন, জানলা দিয়ে আঁকশি গলিয়ে কেউ তাঁর গলার হারে টান দিচ্ছে। তিনি চিৎকার করার আগেই দুষ্কৃতীরা হার নিয়ে পালায়। রবিবার সকালে পুলিশ এসে তদন্ত শুরু করে। সৌমিত্রবাবু যে-ঘরে শুয়ে ছিলেন, তার জানলার পাশে গ্যারাজের ছাদ। ওই ছাদে একটি টুল পাওয়া গিয়েছে। পুলিশের অনুমান, ওই টুলটিকেই কাজে লাগিয়েছিল দুষ্কৃতীরা। বুধবার এফ-ডি ব্লকের ব্যবসায়ীর বাড়ি থেকে টাকা ও সোনার গয়না চুরি হয়। শুক্রবার ই-সি ব্লকের একটি বাড়ি থেকে চুরি যায় ল্যাপটপ ও নগদ টাকা।
|
বধূ নির্যাতনের অভিযোগে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এক কনস্টেবলকে শনিবার গ্রেফতার করল অশোকনগর থানার পুলিশ। ধৃত মণীশ চক্রবর্তীর বাড়ি যাদবপুরে। তাঁর স্ত্রী, আইবি-র কনস্টেবল কেয়াদেবীর অভিযোগ, প্রথম স্ত্রীর কথা লুকিয়ে তাঁকে বিয়ে করেন মণীশ।
|
বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক কলেজ ছাত্রীর। রবিবার, বেহালায়। মৃতার নাম রাখি সাউ (২১)। মিলেছে একটি মোবাইল ফোন। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা।
|
মদ্যপ অবস্থায় চিকিৎসা করা এবং অভব্য আচরণের দায়ে রাজেশ ভট্টাচার্য নামে বাঙুর হাসপাতালের এক জুনিয়র ডাক্তারকে বরখাস্ত করা হয়েছে। কর্তৃপক্ষ জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে।
|
বাগুইআটির নারায়ণতলায় লরির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মৃতের নাম জানা যায়নি। রবিবার রাতে ওই দুর্ঘটনার পরে লরি নিয়ে চালক পালিয়ে যায়।
|
সিপিএম-তৃণমূল কাজিয়ায় রবিবার বিরাটির মহাজাতি বালক ও বালিকা বিদ্যালয়ে নির্বাচন স্থগিত হয়ে যায়। বাদানুবাদের জেরে কিছু ক্ষণের জন্য পথ অবরোধও হয়। |