আর্থিক উন্নয়নে গতি আনতে বারবার সংস্কারের পক্ষে সওয়াল করেছে শিল্পমহল। শেষ পর্যন্ত দফায় দফায় কেন্দ্রের সংস্কারের সিদ্ধান্ত টেনে তুলল শিল্পমহলের আস্থা সূচককে।
নয়া সংস্কার পর্ব ও তাকে ঘিরে বিতর্কের পরিপ্রেক্ষিতে ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শিল্প ক্ষেত্রের ২৪৫ জন সিইও-র মধ্যে সমীক্ষা চালিয়েছিল বণিকসভা অ্যাসোচ্যাম। বেশ কিছু আন্তর্জাতিক উপদেষ্টা সংস্থা যখন ভারতের আর্থিক বৃদ্ধির হার কম থাকবে বলেই হুঁশিয়ারি দিয়েছে, তখন অ্যাসোচ্যামের সমীক্ষায় ৭২% শিল্প-কর্তারই বক্তব্য, তা ৬ শতাংশের নীচে নামবে না। বস্তুত, এর আগে দেশীয় শিল্প-কর্তাদের এতটা আশাবাদী হতে দেখা যায়নি।
আর সেই আস্থা থেকেই ৯০% শিল্প-কর্তার মতে, কেন্দ্রীয় সরকারের কোনও রকম রাজনৈতিক সমস্যার আশঙ্কা নেই। সরকার তার পুরো মেয়াদই শেষ করবে। শুধু তাই নয়, গত দু’মাসে সংস্কার যে গতিতে চলেছে, তা অন্তত আগামী ছ’মাস বজায় থাকবে। বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনও এই সংস্কার পর্বে খুব একটা চাপ ফেলতে পারবে না, আশাবাদী তাঁরা। এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংহ নিজের দৃঢ় অবস্থান ধরে রেখে সংস্কার থেকে পিছু হটার পথে হাঁটবেন না বলেই মনে করছেন তাঁরা। বণিকসভাটির প্রেসিডেন্ট রাজকুমার ধুত বলেন, “ইঙ্গিত যথেষ্টই আশাব্যঞ্জক।” তবে প্রায় ৭১% শিল্প-কর্তার মতে, পুরো সুফল পেতে এখনও অন্তত তিন মাস সময় লাগবে। সে ক্ষেত্রে অবশ্য দুটি পদক্ষেপ জরুরি বলে মনে করছেন তাঁরা। প্রথমত, সুদের হার এখনও চড়া। তা কমলে সাধারণ ভাবে চাহিদা বাড়বে। এবং দ্বিতীয়ত, দু’একটি বড় লগ্নির পরিকাঠামো প্রকল্প চালু হলেও ভোগ্যপণ্যের চাহিদায় তার প্রভাব পড়বে। একইসঙ্গে ইউরোপে মন্দার জেরে রফতানি ক্ষেত্রও পুরোপুরি শঙ্কামুক্ত নয়, স্মরণ করিয়ে দিয়েছেন তাঁরা।
|
শিলিগুড়ির সেবক রোডের ধারে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে চাট খেতে দেখে উপচে পড়ল ভিড়। শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ তা দেখে পথচারী অনেকেই দাঁড়িয়ে পড়েন। ‘কুরকুরে চাট খাও, হেলিকপ্টার-এ যাও’ এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে চাট-উৎসব। এ বার পুজোয় শিলিগুড়ির ৫টি দোকানে নতুন স্বাদের চাট মিলছে। কলকাতা, দুর্গাপুর, আসানসোলের মতো শহরের সঙ্গে কুরকুরে এবং এবিপি গ্রুপের উদ্যোগে এ বার পুজোয় এই চাট উৎসব উপভোগ করতে পারছেন শিলিগুড়ির বাসিন্দারা। এ দিন তারই প্রচার করলেন অভিনেত্রী ঋতাভরী। কোন দোকানের চাট খেতে ভাল তা এসএমএস করে জানাতে হবে। ১০ জনকে হেলিকপ্টারে চড়ার সুযোগ করে দেওয়া হবে। সেরা চাটওয়ালাকে কলকাতার নামজাদা পুজো মণ্ডপে চাট বিক্রির সুযোগ করে দেওয়া হবে। এ সপ্তাহে বেশি ভোট পেয়ে সেরা ২ জন চাট বিক্রেতার হাতে এ দিন পুরস্কার দেন ঋতাভরী। অন্য দিকে এই একই অনুষ্ঠানের প্রচারে শনিবার দুর্গাপুরের সিটি সেন্টারে উপস্থিত ছিলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। |