টুকরো খবর
শিখ জঙ্গিরা বাড়ছে পশ্চিমে, দাবি পাক যোগেরও
ইউরোপ এবং উত্তর আমেরিকার নানা দেশে মুঠি শক্ত করছে শিখ বিচ্ছিন্নতাবাদী সংগঠন। উদ্দেশ্য পঞ্জাবে নতুন করে জঙ্গি কার্যকলাপ শুরু করা। এবং এই কাজে তাদের সাহায্য করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। সম্প্রতি বিভিন্ন নিরাপত্তা সংস্থার তরফে এই দাবি করা হয়েছে। প্রসঙ্গত, স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহও গত মাসে লোকসভায় জানিয়েছিলেন, পঞ্জাবে জঙ্গি কার্যকলাপের পিছনে যে আইএসআইয়ের হাত রয়েছে তার প্রমাণ ভারতের কাছে রয়েছে।নিরাপত্তা সংস্থাগুলি জানিয়েছে, খলিস্তান গড়ার জন্য আন্দোলনের নাম করে বিদেশে বসবাসকারী শিখদের থেকে অর্থ সংগ্রহ করছে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলি। সেই সঙ্গে তরুণ প্রজন্মের মধ্যে তারা ভারত-বিরোধী ভাবধারা ঢোকাচ্ছে। চিন্তার বিষয়, যে কোনও ভারত-বিরোধী সমাবেশেই পাক-বংশোদ্ভূত জনতা উপস্থিত থাকেন। নিরাপত্তা সংস্থাগুলির আক্ষেপ, সংশ্লিষ্ট দেশগুলির সরকারি উদারনীতির জন্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। দিন কয়েক আগে লন্ডনে জঙ্গি হামলার মুখে পড়েন অপারেশন ব্লু স্টার-এর নেতৃত্বে থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কে এস ব্রার। খলিস্তানি জঙ্গিরাই হামলা ঘটিয়েছে বলে পরে দাবি করেন ব্রার। এর পর থেকেই বিদেশের মাটিতে শিখ জঙ্গিদের কার্যকলাপ নতুন করে সামনে আসে। সেই সূত্রেই উঠে এসেছে এই তথ্য। নিরাপত্তা সংস্থাগুলি জানিয়েছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন বব্বর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই) এবং খলিস্তান কম্যান্ডো ফোর্স (কেসিএফ) বিভিন্ন পশ্চিমী দেশে সক্রিয় ভাবেই কাজ করছে। অপারেশন ব্লু স্টারের বিকৃত ফুটেজ দেখিয়ে শিখ যুবসম্প্রদায়ের মগজধোলাইয়ের চেষ্টা করছে। এবং এই দু’টি দলের সদস্যদের উৎসাহ দিচ্ছে আইএসআই। মূলত আমেরিকা, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও বেলজিয়ামের শিখ যুবসম্প্রদায়কে নিশানা করছে এরা। ব্রারের উপরে হামলা এবং এ বছর লন্ডনে ১৫ অগস্টের অনুষ্ঠানে ঝামেলা এরই ফলশ্রুতি, জানিয়েছে নিরাপত্তা সংস্থাগুলি।

ইমরানের মিছিল আটকে দিল সেনা
আত্মঘাতী হামলার ভয়ে শেষ পর্যন্ত নড়েচড়ে বসল পাক সেনা। উপজাতি অধ্যুষিত ওয়াজিরিস্তানের সীমানায় তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খানের শান্তিমিছিল আটকাল তারা। ফলে মার্কিন ড্রোন বিমানের হামলার প্রতিবাদে দক্ষিণ ওয়াজিরিস্তানের কোটকাই গ্রামে যে সমাবেশের আয়োজন করা হয়েছিল তা বাতিল করতে বাধ্য হলেন ইমরান। ইমরান টুইটারে জানান, পাক সেনারা আত্মঘাতী হামলার বিষয়ে সতর্ক করে মিছিল এগিয়ে নিয়ে যেতে নিষেধ করে। ইমরানের মতে, “অহেতুক প্রাণহানি হোক তা চাইনি। তাই বাধ্য হয়ে ফেরে এলাম।” তবে ড্রোন হামলার বিরুদ্ধে বিশ্ববাসীকে তিনি যে জানাতে চেয়েছিলেন, মিছিলের মাধ্যমে সেই উদ্দেশ্য সফল হয়েছিল বলেই মনে করছেন তিনি।

ল্যাপটপ ফেটে মৃত্যু
ল্যাপটপের চার্জ বন্ধ করতে ভুলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। সারা রাত ধরে চার্জ হয়েছিল ল্যাপটপের ব্যাটারি। কোনও ভাবে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে তা থেকে আগুন ধরে যায় ঘরে। ঘুমের মধ্যে এ ভাবেই অগ্নিদগ্ধ হয়ে আজ মারা গেলেন বাংলাদেশের আইনমন্ত্রী কোয়ামরুল ইসলামের ভাগ্নে শওকত মাসুদ।

নিলামে বন্ড
জেমস বন্ড ছবির ৫০ বছর উপলক্ষে নিলাম হল বন্ড ছবিতে ড্যানিয়েল ক্রেগের ব্যবহৃত সাঁতারের পোশাক, গাড়ি-সহ নানা সরঞ্জাম। উঠল ১৬ লক্ষ ডলারেরও বেশি।

ম্যাডোনার মেয়ে
বিলাসবহুল জীবন ছেড়ে যেতে উৎসুক ম্যাডোনার ১৬ বছরের মেয়ে। বাইরে থেকে বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় সে। পড়াশোনার যাবতীয় খরচও সে নিজেই বইতে চায়।

রোওলিংয়ের আশ্বাস
বড়দের জন্য তাঁর লেখা বই প্রকাশিত হয়েছে মাত্র ক’দিন আগেই। এরই মধ্যে পটার স্রষ্টা জে কে রোওলিং জানিয়ে দিলেন, পরের বইটি তিনি ছোটদের জন্যই লিখবেন।

পুতিন ৬০
৬০ বছরে পা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গে বন্ধু ও পরিবারের সঙ্গেই দিনটা কাটান তিনি। জন্মদিনের শুভেচ্ছা জানান তাঁর সমর্থকেরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.