টুকরো খবর
ডেঙ্গি অসমে, হত ১
দু’বছর পরে ফের গুয়াহাটি-সহ অসমে ফিরে এসেছে ডেঙ্গি আতঙ্ক। কাল গুয়াহাটিতে ডেঙ্গির প্রথম শিকার এক ছাত্রী। জিএনআরসি হাসপাতালে মারা যায় মালিগাঁওয়ের অনিসা সিংহ। আরও একজন ডেঙ্গি আক্রান্তের চিকিৎসা চলছে ওই হাসপাতালে। তার অবস্থাও ভাল নয়। গুয়াহাটি মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন ২৯ জন ডেঙ্গি রোগী।

রোগীর আত্মহত্যা
জামশেদপুরের টাটা মেন হাসপাতালে এক চিকিৎসাধীন রোগীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত রোগীর নাম বোধা মুর্মু (২৪)। আজ বেলা আড়াইটে নাগাদ তিনি হাসপাতালের চারতলা থেকে ঝাঁপ দেন। এই ঘটনাকে ঘিরে হাসপাতালে রোগীদের উপর নজরদারি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখায় মৃতের পরিজনরা।

ভুলো মন
সংক্রামক জীবাণুর হাত থেকে নিজেদের বাঁচাতে সব চেয়ে ভুলো মন ব্রিটিশরাই। পাঁচটি দেশের নাগরিকদের উপর সমীক্ষা চালিয়ে পাওয়া গিয়েছে এমন তথ্য।

স্বাস্থ্য শিবির
স্বাস্থ্য সচেতনতা শিবির আয়োজিত হল ঝাড়গ্রামের মানিকপাড়ায়। শুক্রবার দুপুরে ভারত সরকারের তথ্য-সম্প্রচার মন্ত্রকের অধীন ‘ক্ষেত্রীয় প্রচার নির্দেশালয় মেদিনীপুর শাখা’-র উদ্যোগে স্থানীয় কমিউনিটি হলে এই কর্মসূচি হয়। সহযোগিতায় ছিল মানিকপাড়ার নিবেদিতা গ্রামীণ কর্মমন্দির, মানিকপাড়া পঞ্চায়েত কর্তৃপক্ষ ও ব্লক স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য সচেতনতা সংক্রান্ত আলোচনায় যোগ দেন স্থানীয় স্বাস্থ্য সেবিকা, স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, স্ব-সহায়ক গোষ্ঠীর সদস্য, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। সঞ্চালনায় ছিলেন উদ্যোক্তা শাখার প্রবন্ধক আনন্দমোহন মণ্ডল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.