|
|
|
|
গ্রাস মোড়ে বোনাস বৃদ্ধি |
বাগানে বৈঠকে দীপা-শঙ্কর |
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের গ্রাসমোড় চা বাগানের বোনাস বৃদ্ধির বিষয়ে বাগান কর্তৃপক্ষের সাথে বৈঠক করলেন কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সি এবং বিধায়ক শঙ্কর মালাকার। শুক্রবার সকাল ১০ টা নাগাদ গ্রাসমোড় বাগানে দীপা দেবী এবং শঙ্করবাবু পৌঁছন। তবে বাগান কর্তৃপক্ষের সাথে আলোচনার পরেও বোনাস বৃদ্ধির দাবি মিটবে কি না তা স্পষ্ট হয়নি। গত বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ি থেকে কালচিনি যাবার পথে গ্রাসমোড় চা বাগানের শ্রমিকদের জাতীয় সড়ক অবরোধে আটকে পড়েছিলেন দীপা দেবী ও শঙ্করবাবু। সে সময় তারা শ্রমিকদের দাবি অনুযায়ী, ১৬ শতাংশ বোনাসের বদলে ২০ শতাংশ হারে তা দেওয়ার দাবিতে বাগান কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে জানিয়েছিলেন। প্রতিশ্রুতি মেনেই তাঁরা শুক্রবার গ্রাস মোড়ে যান। |
|
ছবি: দীপঙ্কর ঘটক। |
গ্রাস বাগানের উপদেষ্টা রূপক দেবের সাথে বেশ কিছুক্ষণ আলোচনাও করেন তাঁরা। কিন্তু চলতি বছরে গ্রাস মোড়ের উৎপাদন কম হওয়ায় ১৬ শতাংশের বেশি হারে বোনাস দেওয়া কার্যত অসম্ভব বলে কংগ্রেস নেতৃত্বদের জানিয়ে দেন রূপকবাবু। সেই সঙ্গে ১৬ শতাংশ হারে দুর্বল চা বাগানগুলিতে বোনাস দেওয়ার বিষয়ে সমস্ত চা বাগান শ্রমিক সংগঠনগুলিও সম্মত হয়েছিলেন বলে জানান তিনি। এর পরে দীপা দাশমুন্সি ও শঙ্কর মালাকার গ্রাস মোড় চা বাগানের মালিকপক্ষকে শ্রমিক অসন্তোষের বিষয়টি লিখিত আকারে জানাতে অনুরোধ করেন। সেই ভিত্তিতে কলকাতায় গ্রাস মোড় চা বাগানের মালিক প্রতিনিধিদের সাথে এবিষয়ে ফের একবার বৈঠক করবেন বলে জানান তাঁরা। গ্রাস মোড় চা বাগানে শ্রমিকদের সভা করে কর্তৃপক্ষের সাথে তাদের কি কথা হয়েছে তাও সংক্ষেপে জানান তাঁরা। পরে সাংসদ দীপা দেবী বলেন, “গ্রাসমোড় চা বাগানের উৎপাদন কমে গিয়েছে বলে জেনেছি। তবুও বোনাস যাতে বাড়ানো যায়, সে নিয়ে বাগান মালিকের সাথেও কথা বলব।” |
|
|
|
|
|