টুকরো খবর
নারোড়া-কাণ্ডে ফেরার আসামির ৩১ বছর জেল
নারোড়া পাটিয়া হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত সুরেশ ওরফে শেহজাদ নেতালকরকে আজ ৩১ বছর কারাবাসের সাজা দিল আদালত। এ বছর ২৯ অগস্ট এই মামলার অন্য দুই প্রধান অভিযুক্ত মধু কোডনানি, বাবু বজরঙ্গি এবং অন্য আরও সাত অভিযুক্তের সঙ্গেই দোষী সাব্যস্ত করা হয়েছিল নেতালকরকেও। কিন্তু নির্দেশ থাকা সত্ত্বেও সে দিন আদালতে হাজিরা দেননি তিনি। ফলে তাঁকে ‘ফেরার’ ঘোষণা করে আদালত। বিশেষ আদালতের বিচারক জ্যোৎস্না যাজ্ঞিক বিশেষ তদন্তকারী দল (সিট)-কে একটি দল গঠন করে নেতালকরকে ধরার নির্দেশ দেন। মহারাষ্ট্রের ছ’টি শহরে হানা দিয়ে, অবশেষে তাঁর মোবাইল ফোনের টাওয়ারের অবস্থান থেকে খোঁজ মেলে নেতালকরের। গত কাল তিনি গ্রেফতার হন। আজ তাঁকে আদালতে পেশ করা হয়। আদালতে উপস্থিত নেতালকর অবশ্য ২০০২ সালে নারোড়া এলাকায় ৯৭ জনকে হত্যার ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা এক রকম স্বীকার করে নেন। আদালতে রায় ঘোষণার দিন অনুপস্থিত থাকার কারণ হিসেবে তিনি বলেন, ছেলেমেয়ের বিয়ের কাজে ব্যস্ত ছিলেন। বিচারক জানান, এই মামলার রায় ঘোষণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আজ শুধু তাঁর সাজা ঘোষণা করা হচ্ছে। নতুন করে বিচার করা হচ্ছে না। আদালতের রায় অনুযায়ী, প্রথমে ভারতীয় দণ্ডবিধির ৩২৬ ধারা অনুযায়ী ১০ বছর এবং তার পরে আরও ২১ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে তাঁকে।

গুলিবিদ্ধ এএসপি-র স্বামী, তদন্তের নির্দেশ গগৈয়ের
এক এএসপির স্বামীর গুলিবিদ্ধ মৃতদেহ মিলল গাড়িতে। কাল রাতে কামাখ্যায় তালবেতাল মন্দিরের কাছে একটি গাড়ির মধ্যে টাটা মোটরসের অন্যতম আঞ্চলিক ম্যানেজার নীলোৎপল লাহনের দেহ মেলে। সামনের আসনে বসা নীলোৎপলের মাথার একদিক থেকে গুলি ঢুকে, অন্য দিকের কাচ ভেদ করে বের হয়ে গিয়েছে। তিনি এএসপি লীনা দোলের স্বামী। লীনাদেবী ও নীলোৎপলবাবুর দুই সন্তান রয়েছে। ঘটনায় লীনা দেবীর সার্ভিস রিভলভার ব্যবহার করা হয়েছে বলে পুলিশ জানায়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই পুলিশ মনে করছে। তবে আজ মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ঘটনাটি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় অন্য এক আইপিএস অফিসার, মুকেশ অগ্রবালের নামও জড়িয়ে গিয়েছে। গত বছর লীনা দেবী স্বরাষ্ট্র বিভাগ ও রাজ্য মহিলা কমিশনে লিখিত অভিযোগ করে জানান, আইজি মুকেশ অগ্রবাল তাঁকে অশ্লীল এসএমএস পাঠাচ্ছেন ও কুপ্রস্তাব দিচ্ছেন। ঘটনা আদালত অবধি গড়ায়। মুকেশবাবুর বিরুদ্ধে ওঠা অভিযোগও খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আন্দামান-নিকোবরে দাবি আলাদা বিধানসভার
তেলেঙ্গানা জট এখনও মেটেনি। তারই মধ্যে আন্দামান-নিকোবরের জন্য পৃথক বিধানসভা গঠনের দাবিতে মুখর হল ওই এলাকার সব রাজনৈতিক দল। বিজেপি, সিপিএম, ডিএমকে, তৃণমূল, আরজেডি এবং টিডিপি-র প্রতিনিধিরা গতকাল দলমত নির্বিশেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এই দাবি জানান। কেন্দ্রকে দেওয়া স্মারকলিপিতে তাঁরা অভিযোগ করেছেন, লেফটেন্যান্ট গভর্নরের শাসনে এলাকার উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছে। প্রশাসক হিসেবে তিনি সম্পূর্ণ ব্যর্থ। বিদ্যুৎ থেকে পানীয় জল, ন্যূনতম পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ। এলাকার প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেতা মনোরঞ্জন ভক্তের কথায়, “সুনামির পর পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছিল। তা এখন একেবারেই থেমে গিয়েছে। আমাদের দাবি ওই এলাকার জন্য পুদুচেরির ধাঁচে বিধানসভা গঠন করা হোক।”

শর্মিলার নিমন্ত্রণ রাষ্ট্রপতিকেও
আর ক’দিন পরেই ছেলের বিয়ে। তাই আজ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে নিমন্ত্রণ করে এলেন শর্মিলা ঠাকুর। এই মাসেরই ১৬ তারিখ অভিনেত্রী করিনা কপূরের সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়তে চলেছেন পটৌডির বর্তমান নবাব সইফ আলি খান। প্রায় পাঁচ বছরের প্রেমের সম্পর্ক অবশেষে পেতে চলেছে মধুর পরিণতি। রাষ্ট্রপতি ভবনে বসেই শর্মিলা ঠাকুরের সঙ্গে আজ প্রায় ১৫ মিনিট কথা বলেন প্রণববাবু। ছেলের বিয়ের জন্য জানান শুভেচ্ছাও। তবে বিশেষ সূত্রের খবর, এই বিয়েতে হয়তো উপস্থিত থাকতে পারবেন না তিনি। অক্টোবর মাসের ১৬ তারিখ দিল্লিতে সইফ-করিনার বিয়ের অনুষ্ঠান। আর তার দু’দিন পরেই মুম্বইয়ে অতিথি আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে।

প্রধান খুন বিহারে
পারিবারিক অনুষ্ঠান থেকে ফেরার পথে ঔরঙ্গাবাদের কর্মা পঞ্চায়েতের প্রধানকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। কাল রাতে ঘটনাটি ঘটনাটি ঘটেছে দাউদপুর থানার জিনুরিয়া গ্রামে। নিহতের নাম সুদেশ সিংহ। স্থানীয় গ্রামবাসীরা পুলিশকে জানিয়েছে, এলাকায় খ্যাত ওই প্রধানের কোনও শত্রু ছিল না। এলাকার প্রাক্তন বিধায়ক, আরজেডি নেতা সত্যদেও সিংহ জানান, “সুদেশ সিংহ এলাকায় জনপ্রিয় ছিলেন। কেন তাঁকে খুন করা হল বুঝতে পারছি না।” থানা সূত্রে খবর, সুদেশ পাশের এলাকায় পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে খুন করা হয় তাঁকে। পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

আবার ডাইনি অপবাদে খুন
ডাইনি অপবাদে ফের দুই মহিলাকে হত্যা করা হয়েছে। ধুবুরির গোসাইগাঁও এলাকার ঘটনা। পুলিশ জানায়, কাপ্রা সোরেন ও দুলসু হেমব্রম নামে দুই মহিলা দিন দশেক ধরে নিখোঁজ ছিলেন। কাল রাজেন্দ্রপুরের বাসিন্দা স্বপন মার্ডি পুলিশের কাছে আত্মসমর্পণ করে জানায়, কাপ্রাকে সে-ই হত্যা করেছে। তার অভিযোগ, কাপ্রা মন্ত্রতন্ত্র করে তাকে হত্যার ছক কষছিলেন। তাই প্রাণ বাঁচাতে কাপ্রাকে কুপিয়ে পুঁতে রাখে স্বপন। অন্য দিকে, কাশিয়াবাড়ি গ্রামের কাছে বুড়াছড়া নদীর জল থেকে দুলসুর দেহ উদ্ধার করা হয়। তবে তাঁকে কে কীভাবে খুন করেছে তা স্পষ্ট নয়। দু’টি ঘটনা নিয়েই তদন্ত চলছে।

দুর্ঘটনায় মৃত মহিলা
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা। আহত হয়েছেন আরও আট জন। দক্ষিণ ত্রিপুরার শান্তিবাজার থেকে ৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে একটি যাত্রীবাহী গাড়ি গত কাল আগরতলা আসছিল। বিশ্রামগঞ্জ সংলগ্ন পাথালিয়াঘাটে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান এক মহিলা যাত্রী। নিহত যাত্রীর নাম কৃষ্ণা দেববর্মা (৫০)। তিনি বনমালিপুরের বাসিন্দা।

কেবল ফেটে ব্যাহত ডিভিসি-র উৎপাদন
চন্দ্রপুরায়, ডিভিসি প্রকল্প এলাকায় বিদ্যুতের কেবল ফেটে আগুন ধরে যায়। এই ঘটনায় আহত হয়েছেন একজন নিরাপত্তা রক্ষী। কেবল লাইনের বিপর্যয়ে সকাল সাতটা নাগাদ বিদ্যুৎ প্রকল্পের তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। উৎপাদন চালু করতে দ্রুত কেবল মেরামতির কাজ শেষ করার চেষ্টা চলছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আহত নিরাপত্তা রক্ষীকে ছেড়ে দেওয়া হয়েছে।

ফের ডুবল মাজুলি
দ্বিতীয় দফার বন্যার ধাক্কা না কাটতেই, ফের ডুবল মাজুলি। গত কাল রাত থেকে আজ অবধি নতুন করে মাজুলির ৪০ টি গ্রামে ব্রহ্মপুত্রের জল ঢুকে পড়ে। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে নিমাতিঘাটে ব্রহ্মপুত্র ফের বিপদসীমার উপর দিয়ে বইছে। ডিব্রুগড়েও বিপদসীমা পার করেছে লুইত। আগামী ২৪ ঘণ্টায় উজানি অসম ও অরুণাচলে আরও বৃষ্টির পূর্বাভাস থাকায় আতঙ্ক বাড়ছে। আজকের হিসেবে অসমের ১৪টি জেলা বানভাসি। ডুবেছে মোট ১১০০ গ্রাম। নিহতের সংখ্যা ৪০।

জয়ার চমক
স্ত্রী জয়া বচ্চনের উদ্যোগে জন্মদিনে বিরাট চমক পেতে চলেছেন অমিতাভ বচ্চন। ৭০ ছুঁই ছুঁই বচ্চন অবশ্য বছরের আর পাঁচটা দিনের মতোই কাটাতে চান নিজের জন্মদিন।

হেফাজতেই রেড্ডি
জগন্মোহন রেড্ডির জামিনের আবেদন খারিজ করে দিয়ে তাঁকে হেফাজতেই রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলা চলছে তাঁর বিরুদ্ধে।

ভ্যান ডাকাতি
টাকা নেওয়া হচ্ছিল এটিএমের জন্য। রক্ষীদের চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে ভ্যান থেকে ৬৫ লক্ষ টাকা লুঠ করল ৪ ডাকাত। কাজ সেরে মোটরবাইকে চম্পট দেয় তারা।

অভিযুক্ত রেলকর্মী
মদ্যপ অবস্থায় মহিলা যাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল রাজধানী এক্সপ্রেসের এক রেলকর্মীর বিরুদ্ধে। গ্রেফতার তিনি।

সাংবাদিক হত্যা
উত্তরপ্রদেশে খুন এক সাংবাদিক। রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে। শুক্রবার সকালে তাঁর দেহ মেলে ধমায়ুরে।

গুলির আওয়াজ
উত্তরপ্রদেশের মদ ব্যবসায়ী পন্টি চাড্ডার বাড়ি থেকে গুলির শব্দ শুনে ছুটে যায় পুলিশ। জানা যায়, চাড্ডার এক আত্মীয় ভুল করে বন্দুক চালিয়েছিল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.