টুকরো খবর |
‘নো-এন্ট্রি’তে লরি, বিবাদে প্রহৃত পুলিশই
নিজস্ব সংবাদদাতা |
‘নো-এন্ট্রি’তে লরি ঢোকার প্রতিবাদ করেছিলেন ট্রাফিক পুলিশ অফিসার। সেই ‘অপরাধে’ তাঁকে চাপা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে চালক। ব্যর্থ হওয়ায় লরি থেকে নেমে অফিসারকে বেধড়ক মারার অভিযোগ উঠল লরির মালিকের বিরুদ্ধে। ছিঁড়ে দেওয়া হল অফিসারের উর্দিও। শুক্রবার সকালে, বালি থানার লিলুয়া স্টেশন রোড মোড়ে। লরিমালিক বাদল সামন্ত গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, সওয়া আটটা নাগাদ লিলুয়া স্টেশন রোড মোড়ে ডিউটি করছিলেন বালি ট্রাফিক গার্ডের এএসআই অমিতকুমার দাস। তখন জি টি রোড ছিল ‘নো-এন্ট্রি’। তার মধ্যেই জয়সোয়াল হাসপাতালের দিক থেকে ছ’চাকার লরিটি আসছিল। অমিতবাবু ওই লরিটিকে আটকান। পুলিশ জানায়, লরিটিতে চালকের পাশেই মালিক বাদল সামন্ত বসেছিলেন। অমিতবাবু পথ আটকালে তিনি দাবি করেন, যেতে দিতে হবে। অভিযোগ, ওই অফিসার রাজি না হলে লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার এবং পিষে দেওয়ার হুমকি দেন বাদল। বচসা শুরু হতেই লরি থেকে লাঠি হাতে নেমে অমিতবাবুকে মারতে শুরু করেন মালিক। মাথা বাঁচাতে গিয়ে ডান হাতে চোট পান ওই অফিসার। তাঁর উর্দি ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। কিছুটা দূরে কয়েক জন ট্রাফিক পুলিশকর্মী দাঁড়িয়েছিলেন। তাঁরাই বাদলকে ধরে ফেলেন। অমিতবাবুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাওড়া সিটি পুলিশের কমিশনার অজেয় রাণাডে বলেন, “চালকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে।”
|
দুর্ঘটনায় মৃত্যু বেড়ে পাঁচ |
খিদিরপুর রোডে বৃহস্পতিবার রাতে ট্রেলার ও মিনিট্রাকের সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল পাঁচ। ওই রাতে হাসপাতালে মারা যান চার জন। শুক্রবার ভোরে হাসপাতালে মৃত্যু হয় আরও এক জনের। দুর্ঘটনা ঘিরে বেশি রাতে হাসপাতালে সাময়িক উত্তেজনা ছড়ায়। দুই গাড়ির চালক রবিন্দর সিংহ ও ধীরজ খানকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, রাত সাড়ে এগারোটা নাগাদ বিদ্যাসাগর সেতু থেকে নামা একটি ট্রেলারের সঙ্গে ফার্লং গেটের কাছে একটি মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। মৃতেরা সবাই খিদিরপুরের গার্ডেনরিচের বাসিন্দা বলে জানায় পুলিশ। রেষারেষি করতে গিয়ে দুর্ঘটনা বলে অভিযোগ। মৃতেরা হলেন শেখ কামালউদ্দিন (৪৫), সরফরাজ আলম (২৬), মহম্মদ মুস্তাফা আহমেদ (৩৪), মহম্মদ মজিদ খান (৫৬) ও নিয়াজ আহমেদ। আহত হয়ে চার জন এসএসকেএমে ভর্তি। তাঁদের তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
|
সল্টলেকে চুরি |
ফের চুরি সল্টলেকে। এ বার ইসি ব্লকে। ১৯০ নম্বর বাড়ির একতলার ভাড়াটে শিবনারায়ণ তিওয়ারীর ঘর থেকে ল্যাপটপ, মোবাইল ও মানিব্যাগ খোয়া যায়। তিনি জানান, ঘরের বিছানায় সেগুলি রাখা ছিল। তিনি শৌচাগার থেকে বেরিয়ে দেখেন সেগুলি নেই। পুলিশে তিনি চুরির অভিযোগ দায়ের করেছেন। পুলিশের দাবি, বিষয়টি তাদের জানা নেই।
|
বৃদ্ধার ঝুলন্ত দেহ |
এক বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার, হরিদেবপুরের নস্করপাড়ায়। মৃতার নাম নমিতা পাত্র (৬৭)। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা।
|
গাঁজা-সহ গ্রেফতার |
জেলে কাজে ঢোকার সময়ে দশ প্যাকেট গাঁজা-সহ ধরা পড়লেন এক কর্মী। শুক্রবার, দমদম সেন্ট্রাল জেলে। ধৃত অখিল মাইতি জেলের টেকনিশিয়ান। জেল সুপার দেবাশিস মুখোপাধ্যায় জানান, অখিলবাবুকে সাসপেন্ড করা হয়েছে।
|
চোর সন্দেহে ধৃত |
মোবাইল-চোর সন্দেহে গ্রেফতার হল এক যুবক। শুক্রবার, শিয়ালদহ থেকে। ধৃতের নাম মহম্মদ রাজা। মিলেছে ৩টি ফোন।
|
মাদক-সহ গ্রেফতার |
মাদক-সহ এক পাচারকারী গ্রেফতার হল। শুক্রবার, পর্ণশ্রী থেকে। পুলিশ জানায়, গণেশ অধিকারী ওরফে অশোক নামে ওই যুবকের কাছে ৩৫ গ্রাম ব্রাউন সুগার মিলেছে।
|
স্নাতকের ফল |
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি (পার্ট টু অনার্স) পরীক্ষায় পাশের হার যথাক্রমে ৯৮.৭৮% ও ৯৯.২৯%। জেনারেলে যথাক্রমে ৮০.১৩%, ৯৫.৪৩%।
|
মহিলা উদ্ধার |
জোর করে দুই মহিলাকে দেহ ব্যবসায় নামানোর অভিযোগে শুক্রবার নাগেরবাজারে তিন জনকে গ্রেফতার করেছে সিআইডি। দুই মহিলাকে উদ্ধার করা হয়েছে।
|
মমতাকে তির |
কেন্দ্রের নীতির বিরোধিতা করায় প্রশংসা করলেও রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্মের সমালোচনা করলেন সিপিআই (এম-এল) লিবারেশনের নেতা দীপঙ্কর ভট্টাচার্য।
|
জমি প্রতারণা |
প্রতারণার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, সল্টলেকে জমি দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছিল তারা।
|
সল্টলেকে ছিনতাই |
সল্টলেকে ফের মহিলার হার ছিনিয়ে নিয়ে পালাল এক দুষ্কৃতী। শুক্রবার রাত পৌনে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে বি-ই ব্লকে।
|
ছাত্রীর অপমৃত্যু |
কেষ্টপুর সবুজপল্লিতে বিএ প্রথম বর্ষের এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। মৃতার নাম দীপিকা নস্কর (১৯)। সুইসাইড নোট মিলেছে।
|
শ্লীলতাহানির নালিশ |
শুক্রবার রাসবিহারী অ্যাভিনিউয়ে এক মহিলার শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত পলাতক। |
|