ভুল বরাত আর মুনাফা তোলার হিড়িকে তাল কাটল বাজারে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
টানা চার দিনে ৪৮০ পয়েন্ট ওঠার পর শুক্রবার ১১৯.৬৯ পয়েন্ট পড়ল সেনসেক্স। সূচক নেমে এল ১৮ হাজারের ঘরে। দাঁড়াল ১৮৯৩৮.৪৬ অঙ্কে। বিশেষজ্ঞদের মতে, এর কারণ মূলত দু’টি। এক, লাগাতার উঠতে থাকা বাজারে মুনাফা ঘরে তোলার তাড়া। আর দুই, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) ব্রোকিং সংস্থা এমকে গ্লোবাল ফিনান্সিয়াল সার্ভিসেস-এর ভুল বরাত। লেনদেন চলাকালীন জানা যায়, ৬৫০ কোটি টাকার শেয়ার বিক্রির বরাত দিয়েছে এমকে গ্লোবাল। হঠাৎই এনএসই-র সূচক নিফটি পড়ে যায় প্রায় ৯০০ পয়েন্ট। মিনিট পনেরোর জন্য বন্ধ করে দেওয়া হয় লেনদেন। যার প্রভাব পড়ে সেনসেক্সের উপরেও। সংশ্লিষ্ট মহলের অবশ্য দাবি, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই বিভ্রাট। এবং তা লগ্নিকারীদের মধ্যে আতঙ্ক তৈরি করেনি। তবে সংস্থাটিকে আপাতত সাসপেন্ড করেছেন এনএসই কর্তৃপক্ষ।
|
মায়ানমারের মাছ আনতে উদ্যোগী মমতা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যে চাহিদা থাকায় মায়ানমার থেকে মাছ আনার কথা ভাবছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে ইতিমধ্যে কেন্দ্রের সঙ্গে কথাও হয়েছে। পুজোর সময় রেশনে চিনি ও আটা ঠিকমতো সরবরাহ করার ব্যাপারেও নির্দেশ দিয়েছেন মমতা। মূল্যবৃদ্ধি নিয়ে শুক্রবার মহাকরণে টাস্ক ফোর্সের বৈঠক হয়। মুখ্যমন্ত্রী ছাড়াও কৃষিমন্ত্রী রবিরঞ্জন ভট্টাচার্য ও কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায় ছিলেন। কৃষিমন্ত্রী জানান, রাজ্যে মাছের চাহিদা থাকায় মুখ্যমন্ত্রী মায়ানমার থেকে মাছ আনতে বলছেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে তাঁর। কৃষিমন্ত্রী জানান, রাজ্যে চিনির দাম বাড়তে পারে। তাই রেশন ব্যবস্থা ঠিক রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে পাঁচ বছরে কী ভাবে আরও মাছ, কৃষিপণ্য উৎপাদন করা যায়, টাস্ক ফোর্সকে তার রূপরেখা তৈরি করতে বলেছেন মুখ্যমন্ত্রী।
|
অসমীয়ায় শংকর
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
অসমীয় ভাষায় শংকরের আত্মপ্রকাশ। সেই বিবেকানন্দের হাত ধরেই। আজ গুয়াহাটি গ্রন্থমেলায় শংকরের অনুবাদ-গ্রন্থ, ‘অচিন-অজান বিবেকানন্দ’ প্রকাশিত হয়। হাজির ছিলেন সাহিত্যিক নিরূপমা বরগোহাই, নগেন শইকিয়া, প্রশান্ত রাজগুরু ও অশ্বিনী বেজবরুয়া। প্রকাশক সঞ্জয় সান্যালের কথায়, বিবেকানন্দের উপরে অসমীয় ভাষায় গবেষণামূলক গ্রন্থ ছিল না। শংকরের বইটি সেই অভাব পূরণ করবে। সেই সঙ্গে শংকরের সাহিত্য, গবেষণা ও বিবেকানন্দের জীবন সম্পর্কেও অসমের মানুষ জানতে পারবেন।
|
সুপ্রিম কোর্টের নির্দেশ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
গোয়ায় এ বার আকরিক লোহা পরিবহণও বন্ধ রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। চার সপ্তাহের মধ্যে সেখানে বেআইনি খনন নিয়ে রাজ্যকে রিপোর্টও জমা দিতে বলেছে শীর্ষ আদালত। ফলে গোয়ার খনিগুলি চালু হতে অন্তত আরও ১৮ মাস লাগবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। উল্লেখ্য, গোয়ায় আগেই আকরিক লোহা খননে স্থগিতাদেশ জারি করেছে কেন্দ্র ও রাজ্য।
|
সহারার আর্জি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আবার সুপ্রিম কোর্টে গেল সহারা গোষ্ঠী। লগ্নিকারীদের ২৪ হাজার কোটি টাকা ফিরিয়ে দিতে সহারাকে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। তা পুনরায় বিবেচনা করার জন্যই শুক্রবার আবেদন করেছে তারা।
|
চিদম্বরমের বৈঠক
সংবাদসংস্থা • মুম্বই |
আজ শনিবার মুম্বইয়ে রিজার্ভ ব্যাঙ্ক, সেবি-সহ নানা আর্থিক প্রতিষ্ঠানের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন পি চিদম্বরম। ফের অর্থমন্ত্রী হয়ে প্রথম মুম্বইয়ে আসছেন তিনি। |