জবরদস্তি চাঁদা রুখতে পুলিশকে সক্রিয় হওয়ার অনুরোধ করল জেলা মাচের্ন্ট চেম্বার অফ কমার্স। রবিবার সংগঠনের তরফে জানানো হয়েছে, সম্প্রতি একটি ঘটনায় বাসিন্দাদের তরফে অভিযোগ পেয়ে পুলিশ চাঁদার জুলুমের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করে। তাও কয়েকটি এলাকায় গোলমাল চলছে বলে অভিযোগ পেয়েছে সংগঠন। তাই সংগঠনের তরফে পুলিশের কাছে ওই আর্জি জানানো হয়। চাঁদার জুলুমের পুনরাবৃত্তি ঘটলে আগামী দিনে পথ অবরোধ, ব্যবসা বনধের হুমকি দিয়েছে ওই সংগঠন। মালদহ মাচের্ন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উজ্জল সাহা বলেন, “পাকুয়াহাটে দাবিমতো চাঁদা না দেওয়ায় এক ট্রাক চালককে একটি ক্লাবের ছেলেরা বেধড়ক পিটিয়েছে। চাঁদার জুলুমবাজি মালদহ মাচের্ন্ট চেম্বার অফ কমার্স করবে না। ব্যবসায়ীরা পথে নেমে আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছেন। যদি চাঁদার জুলুমবাজি বন্ধ না হয়, তবে জেলার সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে ও জাতীয় সড়ক অবরোধ করা হবে।” গত শুক্রবার জেলার বামনগোলা থানার পাকুয়াহাটে একটি ক্লাবের ছেলেরা ট্রাক ও গাড়ি থামিয়ে জোর করে দুর্গাপুজোর চাঁদা আদায় করে বলে অভিযোগ ব্যবসায়ীদের। আড়াইশো টাকা চাঁদা না দেওয়ায় ওই পুজো কমিটির ছেলেরা শুক্রবার এক সিমেন্ট বোঝাই ট্রাক চালককে মারধর করেছে বলে অভিযোগ। রক্তাক্ত ট্রাক চালক মাটিতে লুটিয়ে পড়লে বাসিন্দারা তাঁকে হাসপাতালে ভর্তি করান। প্রতিবাদে বাসিন্দারা পাকুয়াহাট -নালাগোলা রাজ্যে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। অভিযুক্ত ৬ জনকে পুলিশ গ্রেফতার করলে বাসিন্দারা অবরোধ তুলে নেন। জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “চাঁদার জুলুম রুখতে কড়া নজরদারি শুরু হয়েছে। যেখানে চাঁদার জুলুমের অভিযোগ আসছে সেখানেই পুলিশ ব্যবস্থা নিচ্ছে।”
|
আগুনে মৃত্যু মা, ২ মেয়ের |
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
অগ্নিদগ্ধ হয়ে এক মহিলা ও তার দুই মেয়ের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় করণদিঘির ডালখোলার নিশীথপুরে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম রাইমুনা বেগম (৩০), আখতারি খাতুন (৭) ও সাবিস্তা খাতুন (২)। আহত হয়েছে রাইমুনা বেগমের ছেলে হেসামুদ্দিন। মৃত রাইমুনা বেগমের স্বামী মহম্মদ ইসমাইল খেত মজুরের কাজ করেন। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। সন্ধ্যায় ইসমাইলবাবুর বাড়ি থেকে আগুন, ধোঁয়া বার হতে দেখে এলাকার লোকেরা ছুটে যান। সেই সময় মৃত তিনজন আগুনের কোপে পড়ে যান। বাড়ির বেড়া তিনজনকে বার করা হয়। ততক্ষণে তিনজন মারা যান। গুরুতর আহত হেসামুদ্দিনকে ডালখোলার একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে উনান থেকে আগুন লেগেছে। তবে এর পিছনে আত্মহত্যা বা অন্য কোনও কারণ রয়েছে কী না তা দেখা হচ্ছে।
|
বন্ধ ডেয়ারি চালুর উদ্যোগ |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
বন্ধ কোচবিহার ডেয়ারি চালুতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দফতর। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ডেয়ারির পরিকাঠামো -সহ সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য মিল্ক ফেডারেশনের একটি প্রতিনিধি দল কোচবিহারে আসছেন। রবিবার দফতরের মন্ত্রী নূরে আলম চৌধুরী ওই কথা জানান। মন্ত্রী বলেন, ‘‘বন্ধ হয়ে থাকা ডেয়ারি কীভাবে চালু করা যায় তা নিয়ে চিন্তাভাবনা চলছে। অক্টোবর মাসের প্রথমে একটি প্রতিনিধি দল ডেয়ারির পরিস্থিতি খতিয়ে দেখতে আসবেন।” ৯০ দশকে কোচবিহারের চকচকায় অনগ্রসর কল্যাণ দফতরের উদ্যোগে ওই ডেয়ারি চালু হয়। পরে নানা কারণে বন্ধ হয়ে যায়। গত শনিবার মন্ত্রী কোচবিহারে আসেন।
|
পঞ্চায়েত ভোটে জেলায় কংগ্রেসকে টেক্কা দিতে ব্লকে ব্লকে অভিযান শুরু করছে তৃণমূল মহিলা কংগ্রেস। রবিবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ সরকার বলেন, “৫ অক্টোবর হরিশ্চন্দ্রপুর থেকে কংগ্রেসের বিরুদ্ধে জেলা মহিলা তৃণমূল অভিযান শুরু করবে। ব্লক ব্লকে অভিযান শেষ হওয়ার পর বুথে বুথে অভিযান চালানো হবে।” রাজ্যের মা মাটি মানুষের সরকার রাজ্যের মানুষের জন্য কি কাজ করেছে ও কি কি কমর্সূচি গ্রহণ করছে সেই বার্তা গ্রামে পৌঁছে দেওয়া হবে।
|
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
ইসলামপুরের গুঞ্জুরিয়ার মাংস ব্যবসায়ী খুনের ঘটনার মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ মজাম্মিল। ওই খুনের ঘটনায় জড়িত এখনও পর্যন্ত তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। গত ২৪ সেপ্টেম্বর আলি মহম্মদ (৪২ ) নামের মাংস বিক্রেতার গলার নালি কাটা দেহ উদ্ধার হয়। প্রথমে নিহতের স্ত্রী সাজান বেগমকে এবং মহম্মদ মাস্টার নাম্ েএক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল জানান, অবৈধ সম্পর্কের জেরেই খুন হয়েছে বলে মনে করা হচ্ছে। ধৃত দুই ব্যক্তির সঙ্গে নিহতের স্ত্রীর সম্পর্ক ছিল বলে জানা যাচ্ছে। তদন্ত চলছে।
|
এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে চাকুলিয়া থানার সাগরপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম শান্তি হেমব্রম (২৫ )। শনিবার রাত থেকেই তিনি বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। এ দিন সকালে একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখে বাসিন্দারা পুলিশে খবর দেন। |