নান্টুর বিরুদ্ধে অনাস্থায় ফ্রন্ট |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
কংগ্রেস থেকে তৃণমূলে যাওয়া শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান নান্টু পালের বিরুদ্ধে অনাস্থা আনবে বামফ্রন্ট। রবিবার শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে ওই কথা জানান সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য অশোক ভট্টাচার্য। তিনি জানান, দু-একদিনেই বামফ্রন্টের ১৭ জন কাউন্সিলর পুরসভার কমিশনারকে চিঠি দিয়ে অনাস্থার কথা জানাবেন। অশোকবাবু বলেন, “চেয়ারম্যান অনৈতিক কাজ করেছেন। তাঁর উপরে যেখানে দায়িত্ব সভায় আইন মেনে কাজ চালানোর। সেখানে তিনিই আইন ভেঙে দলবদল করেছেন। তাঁর ওই পদে থাকার অধিকার নেই।” সম্প্রতি নান্টুবাবু কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। এ নিয়ে শুক্রবারের বোর্ড মিটিংয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে সরব হন কংগ্রেস ও সিপিএম কাউন্সিলরা। বিক্ষোভে বোর্ড মিটিং ভন্ডুল হয়ে যায়। এর পরই এদিন জেলা বামফ্রন্টের বৈঠকে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনার সিদ্ধান্ত নেন বামফ্রন্ট। তৃণমূলের জেলা মহাসচিব কৃষ্ণ পাল বলেন, “কংগ্রেসের বিষয় নিয়ে অশোকবাবুর মাথাব্যথা কেন? তাঁরা আসলে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছেন। মানুষ আগেই তাদের পরিত্যাগ করেছেন। এটাও মেনে নেবেন না।” নান্টুবাবু বলেন, “উন্নয়নের কাজ বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে সিপিএম। সে জন্য এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে তাঁরা।” দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি (সমতল) শঙ্কর মালাকার বলেন, “সিপিএম কি করবে সেটা তাদের ব্যাপার। আমরা নান্টু পালের সদস্যপদ খারিজ করার পক্রিয়া শুরু করেছি।” অশোকবাবু জানান, ১২ অক্টোবর পুরসভার পরিস্থিতি নিয়ে নাগরিক কনভেনশন করবেন তারা। গ্যাসের দামবৃদ্ধি নিয়ে ৮ অক্টোবর মাটিগাড়া আইওসি’র অফিসে বিক্ষোভ দেখাবেন তাঁরা।
|
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
পুজোর আগে বকেয়া মেটানো না হলে ওল্ড হাসিমারা এলাকার জল সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিল হাসিমারা পাম্প স্টেশনের কর্মীরা। ডিসেম্বর থেকে স্টেশনের তিন অস্থায়ী কর্মীর বেতন বন্ধ। পঞ্চায়েত সমিতির তরফেই পাম্প স্টেশনের অস্থায়ী কর্মীদের বেতন দেওয়া হলেও গত বছরের ডিসেম্বর মাসের পরে সমিতি বেতন দিতে উদ্যোগী হয়নি বলে অভিযোগ। পুজোর আগে জল বন্ধ হয়ে গেলে বিপাকে পড়বেন ওল্ড হাসিমারার কয়েক হাজার বাসিন্দা। কালচিনির বিডিও চন্দ্রসেন খাতি বলেন, “দীর্ঘ কয়েক মাস থেকে ওল্ড হাসিমারার তিন জন অস্থায়ী কর্মী বেতন পাচ্ছেন না বলে অভিযোগ শুনেছি। পাম্প স্টেশনটির অবস্থা নিয়েও কর্মীরা অভিযোগ জানিয়েছে। ” কর্মীদের বেতন পঞ্চায়েত সমিতি থেকে হলেও অর্থ আসে সংশ্লিষ্ট দফতর থেকে। কেন বেতন দিতে দেরি হচ্ছে তা নিয়ে তিনি আধিকারিকের সঙ্গে কথা বলেছেন বলে বিডিও জানান।
|
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
স্কুল পরিচালন সমিতির নির্বাচনে সবগুলি আসনে জয়ী হলেন বাম প্রার্থীরা। রবিবার ঘটনাটি ঘটে বিধাননগরের সন্তোষিনী হাইস্কুলে। স্কুল সূত্রের খবর, এ দিন ওই স্কুলে নির্বাচনের পর গণনা হয়। ৬টির আসনের সব কয়টিই দখল করেছেন বামফ্রন্ট প্রভাবিত প্রার্থীরা। কংগ্রেস ও তৃণমূল জোটের প্রার্থীরা কোনও আসন পায়নি। সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য অশোক ভট্টাচার্য বলেন, “ওই স্কুলের পরিচালন সমিতি আগে ডানপন্থিদের দখলে ছিল। এবারে আমরা পেলাম। মানুষ এখন আর কংগ্রেস-তৃণমূলকে পছন্দ করছেন না তা প্রমাণিত হল।”
|
গ্রেফতার দুই অনুপ্রবেশকারী |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অনুপ্রবেশের অভিযোগে ২ বাংলাদেশী তরুণকে গ্রেফতার করল পুলিশ। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে ভক্তিনগর থানার ঘোঘোমালি এলাকায়। পুলিশ জানায়, ধৃতদের নাম নুল আলম এবং মহম্মদ এরশাদ হোসেন। তাদের বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জে। তারা বালুরঘাটের হিলি সীমান্তের কাটাতার টকপে ভারতে প্রবেশ করেছে বলে পুলিশকে জানিয়েছে। আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য তারা ঘোঘোমালি এলাকায় যায়। ভক্তিনগর থানার টহলদারি ভ্যান তাদের সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে।
|
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলকে হারিয়ে সবকটি আসন দখল করলেন বাম প্রার্থীরা। রবিবার ধূপগুড়ি ব্লকের গাদং ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝাড়শালবাড়ি সমবায় সমিতির নির্বাচন হয়। ৬ টি আসনে প্রার্থী দেয় তৃণমূল, বিজেপি এবং বামফ্রন্ট। সবকটি আসনে জয়ী হন বাম প্রার্থীরা। |