নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর নাম সুনীতা হালদার (১৮)। রঘুনাথগঞ্জ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সুনীতার এবারই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। বাপের বাড়ির দোতলার ঘরে তাঁর দেহ উদ্ধার হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুলাই সোনাটিকুড়ি কলোনীর বাসিন্দা সুনীতার বিয়ে হয় নবদ্বীপের প্রতাপগঞ্জ আনন্দপল্লির বাসিন্দা সুকুমার হালদারের। সুকুমার এতটি বেসরকারি বিমা সংস্থার কর্মচারী। বিয়ের পর থেকে বনিবনা হয়নি শ্বশুর বাড়িতে। নানা অজুহাতে শ্বাশুরবাড়িতে সুনীতার উপর নির্যাতন চালানো হত। মৃতার মেজ বৌদি বিশাখা হালদার বলেন, “বাবা নেই বলে দাদারা ঘটা করে ছোট বোন সুনীতার বিয়ে দেন। পাত্র-পাত্রী পরস্পরকে দেখেশুনে সম্মন্ধ করে বিয়ে হয়। কিন্তু বিয়ের পরই শ্বশুরবাড়িতে ‘পাত্রী’ পছন্দ নয় বলে নানা অজুহাত খাড়া করে সুনীতার উপর অত্যাচার চলছিল। দিন পনেরো আগে থেকে বাবার বাড়িতেই থাকছিল সুনীতা। রবিবার সকালে সুনীতাকে দুবার ফোন করেন তার স্বামী ও শাশুড়ি। হুমকি দিয়ে বলেন, “তোমাকে আর বাবার বাড়ি থেকে আসতে হবে না। আমরা আর তোমাকে নেবো না।” এতেই আতঙ্কিত সুনীতা আমাদের সব ঘটনা জানায়। আমরা শ্বশুরবাড়িতে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন ধরেনি। এতে আরও ভয় পেয়ে যায় সদ্য বিবাহিতা সুনীতা। এরপরই দোতলার ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে গামছা গলায় বেঁধে আত্মহত্যা করে।” তাকে সঙ্গে সঙ্গে মাইল খানেক দূরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত হলে ঘোষণা করা হয়। এরপরই সমস্ত ঘটনা পুলিশকে অভিযোগ করা হয়েছে স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে।
|
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
টানা আট দিন ধরে বন্ধ থাকার পর শনিবার নদিয়ার পলাশির কাছে মোলান্দি দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পঠন-পাঠন শুরু হল। গত ২১ সেপ্টেম্বর থেকে ওই স্কুল বন্ধ ছিল। শনিবার আনন্দবাজার পত্রিকায় স্কুল বন্ধের খবর ও ছবি প্রকাশের পর নড়েচড়ে বসে স্কুল শিক্ষা দফতর। ওই বিদ্যালয়ে যান কালীগঞ্জ ব্লক অবর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক অরুণ মল্লিক। তিনি স্কুলের শিক্ষক, গ্রাম শিক্ষা কমিটি ও অভিভাবকদের নিয়ে মিটিং করেন। অরুণবাবু বলেন, “আমি এলাকায় গিয়ে মিটিং করেছি। শনিবার স্কুল চালু হয়েছে। একজন শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। মিড-ডে মিলও চালু হচ্ছে।” তৃণমূলের দুই স্থানীয় পঞ্চায়েত সদস্যের হুমকির জেরে আট দিন ওই স্কুল বন্ধ ছিল বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি ছিল মিড-ডে মিলে উন্নত মানের খাবার দিতে হবে। পাশাপাশি একজন স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে।
|
নিজস্ব সংবাদদাতা • লালাগোলা |
অজ্ঞাত পরিচয় এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে লালগোলা থানার যশোইতলা পঞ্চায়েতের ফতেপুর গ্রামের একটি আমবাগানের মধ্যে গাছের ডালে গলায় দড়ির ফাঁস দেওয়া অবস্থায় ওই কিশোরীর মৃতদেহ ঝুলতে দেখেন গ্রামবাসীরা। ওই আমবাগানের মালিক ফতেপুর গ্রামেরই রাজকুমার দাস। পরে খবর পেয়ে পুলিশ ওই আমাবাগান থেকে মৃতদেহ উদ্ধার করে লালবাগে ময়নাতদন্তে পাঠায়। ওই কিশোরীকে শ্বাররোধ করে খুন করার পরে গাছের ডালে গলায় দড়ির ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
|
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
সুতি ব্লকের দুই বিডিও কে উড়ো চিঠি দেওয়া নিয়ে প্রাথমিক তদন্তের পর পুলিশ এই ঘটনাকে মাওবাদীদের কান্ড বলে মানছে না। পুলিশের মতে, স্থানীয় এলাকার কয়েকটি জায়গায় ভোট বয়কটের যে সব কান্ড ঘটছে তা থেকেই এই উড়ো চিঠি দেওয়া হয়েছে বলে সন্দেহ। গত শুক্রবার দুই বিডিও’র কাছে এই চিঠি গুলি আসে। তাতে এলাকার উন্নয়ন হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। তবে চিঠিতে দলের নাম হিসেবে যা লেখা হয়েছে তাও ভুল। মাওবাদীরা নিজের দলের নাম ভুল লিখে চিঠি দেবে তা বিশ্বাসযোগ্য নয় পুলিশের কাছে। তাই চিঠি দুটিকে সেভাবে গুরুত্বই দিচ্ছে না পুলিশ। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবির অবশ্য বলেন, “তবু তদন্ত করে দেখা হচ্ছে কে বা কারা এই চিঠি কান্ডে জড়িত।
|
বাজ পড়ে মারা গেছেন চার জন। তাঁদের নাম ডোমকলের মোমিনপুরের ইমামন বেওয়া (৬০), ইসলামপুরের পমাইপুরের জালাল শেখ (৫২), আলমপুরের ইরফান শেখ (৫৪) এবং নওদার সর্বাঙ্গপুরের আনন্দ বিশ্বাস (৫৫)।
|
বছর পঞ্চাশের মন্টু শেখ নামে এক ব্যক্তির মৃতদেহ মিলল সামশেরগঞ্জ থানার দোগাছি গ্রাম পঞ্চায়েত লাগোয়া এক পুকুরের জলের মধ্যে রবিবার সকালে। তাঁর বাড়ি সাহেবনগর গ্রামে।
|
প্রায় ২ লক্ষ টাকা জাল নোট সহ নিউ ফরাক্কা স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে শনিবার রাতে দুই ব্যক্তিকে গ্রেফতার করল ফরাক্কা থানার পুলিশ। ধৃতদের নাম বাপ্পা সরকার ও রবিউল শেখ। বাপ্পার বাড়ি মালদহের বৈষ্ণবনগর থানার শবদলপুর গ্রামে। অন্যজন রবিউলের বাড়ি বৈষ্ণবনগরের সুখপাড়া গ্রামে। |