|
|
|
|
|
|
|
ইসকুলে মুশকিল |
উত্তর দিচ্ছেন পুষ্পা মিশ্র |
|
বাবা-মা যে স্কুলে শিক্ষকতা করেন, সেখানেই পড়ি। ভাল রেজাল্ট করি কিন্তু অনেক বন্ধু ভাবে, রেজাল্টের জন্য বাবা ও মা’র অবদান বেশি। কী করব?
উৎসব আদক। তৃতীয় শ্রেণি, ভবানীপুর লিটিল হার্ট কে জি স্কুল, উদায়নারায়ণপুর
দেখো উৎসব, যে সমস্ত ছাত্রের বাবা-মা ওই একই বিদ্যালয়ে পড়ান, সেই ছাত্রদেরই কম-বেশি এ ধরনের ভাবনার শিকার হতে হয়। তোমাকে দুটো জিনিস মনে রাখতে হবে, এক) অন্যের ভাবনার উপর তোমার হাত নেই। তুমি কেবল তোমার ভাবনা নিয়ন্ত্রণ করতে পারো, অন্যের নয়। দুই) পরীক্ষা ছাড়া বিদ্যালয়ের অন্যান্য শিক্ষামূলক ক্রিয়াকলাপ, যেমন ডিবেটিং, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা ইত্যাদিতেও যদি তুমি ভাল করো, তা হলে লোকের চিন্তায় পরিবর্তন আসবে। আর মোক্ষম অস্ত্র তো তোমার হাতেই আছে। বোর্ডের পরীক্ষায় তো কারও হাত নেই। সেগুলোতে ভাল করতে পারলে লোকে আর এ সব ভাববে না। ততদিন মন দিয়ে পড়াশোনা করে যাও।
আমার ক্লাসে একটি মেয়ে মিথ্যে করে আমার নাম লিখে এবং মিথ্যে কথা বলে আমায় দিদিমণির কাছে বকা খাওয়ায়। দিদিমণি আমার কথা শোনেন না, এমনকী আমার বাবা-মাও আমার কথা শোনেন না। কী করব? রূপসা গুঁই। পঞ্চম শ্রেণি, রাজকুমারী মেমোরিয়াল গার্লস স্কুল, বরানগর
রূপসা, সত্যি তোমার সমস্যা জটিল। আচ্ছা, বলো তো, ওই মেয়েটির কি কোনও কারণে তোমার উপর রাগ আছে? মনে হয়, আছে। কারণ ছাড়া তো মানুষ কোনও কাজ করে না। তাই ওকে জিজ্ঞেস করো। রাগ হয়ে থাকলে, ঝগড়া মিটিয়ে নাও। দেখবে মেয়েটি তোমার খুব বন্ধু হয়ে গিয়েছে। সেটা না পারলে যতটা পারো ওকে এড়িয়ে চলো। তবে, প্রথম উপায়টা বেশি ভাল।
আমার ফুটবল খেলতে খুব ভাল লাগে। কিন্তু খেলার সময় বল মারলে বল অন্য টিমের কাছে চলে যায়। বন্ধুরা রাগ করে আর পায়ের জোর বাড়াতে বলে। কী করব?
শেখ সোহেল আক্তার। সপ্তম শ্রেণি, সেন্ট পলস স্কুল
সোহেল, বন্ধুরা তো ঠিক কথাই বলে। তুমি যদি ভাল ফুটবলার হতে চাও, তা হলে তো পায়ের জোর বাড়াতেই হবে। টেলিভিশনে দেখোনি, মারাদোনা পা দিয়ে কী রকম ফুটবল লোফালুফি করে অভ্যাস করতেন। তোমাকেও আরও প্র্যাক্টিস করতে হবে। আর কী ধরনের বিশেষ অভ্যাস করতে হবে, সেটা তো কোনও ফুটবলারই বলতে পারবেন। তাঁদের কারও কাছে থেকে পরামর্শ নাও।
|
খামে ভরো মুশকিল
পড়াশোনা, শিক্ষক বা বন্ধুদের নিয়ে তোমার যা মুশকিল, জানাও আমাদের।
চিঠির উত্তর দেবেন সাইকো-অ্যানালিস্ট পুষ্পা মিশ্র, বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ।
চিঠিতে তোমার নাম আর ক্লাস জানাতে ভুলো না। খামের উপরে লেখো:
ইসকুলে মুশকিল, রবিবারের আনন্দমেলা,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১ |
|
|
|
|
|
|
|