|
|
|
|
টুকরো খবর |
বিক্রমের আবেদন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শিলদা-কাণ্ডে ধৃত মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রমকে ‘রাজনৈতিক বন্দি’র মর্যাদা দেওয়ার আবেদন জানানো হল মেদিনীপুর আদালতে। শনিবার বিক্রমের আইনজীবী এই আবেদন জানান। কয়েক দিন আগেই বিক্রমকে শিলদা-কাণ্ডের মামলায় যুক্ত করা হয়েছে। শনিবার মেদিনীপুর আদালতে শিলদা মামলার দিন নির্দিষ্ট ছিল। এই মামলাটির পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী ৬ অক্টোবর। |
মন্ত্রীর বাড়িতে অপমৃত্যু, নালিশ ফেরানোর আর্জি
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রীর বাড়িতে পরিচারিকা অপমৃত্যুর ঘটনায় যাঁরা পুলিশি তদন্ত দাবি করেছিলেন, মৃতার সেই বাবা মা-ই অভিযোগ তুলে নিতে চাইলেন। শনিবার এই আর্জি জানিয়ে তাঁরা দাবি করেন, এসইউসি ও সংবাদমাধ্যমের কিছু লোক ভুল বুঝিয়ে অভিযোগ দায়ের করিয়েছিলেন। এসইউসি-র পাল্টা দাবি, তৃণমূল এই আবেদন জানাতে বাধ্য করেছে। মঙ্গলবার তৃণমূলের মন্ত্রী সৌমেন মহাপাত্রের পাঁশকুড়ার বাড়িতে পরিচারিকা মিঠু বেরার ঝুলন্ত দেহ মেলে। বৃহস্পতিবার তাঁর বাবা মা পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন, মিঠুকে খুন করা হয়েছে। কিন্তু এ দিন তাঁরাই তমলুকে পুলিশের সার্কেল ইনস্পেক্টরের অফিসে গিয়ে লিখিত ভাবে জানান, তাঁদের ভুল বোঝানো হয়েছিল। তাঁদের অভিযোগ নেই। এসইউসি-র সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের নেত্রী অনিতা মাইতির অভিযোগ, “তৃণমূলের লোকেরা পটাশপুরের বাড়ি থেকে মারধর করে তুলে এনে এই কাজ করিয়েছে।” মন্ত্রী অবশ্য বলেন, “আমার কিছু বলার নেই।” |
ধর্ষণ, গ্রেফতার |
পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার পলতাবেড়িয়া গ্রামের তপন ভুক্তা নামে ওই ব্যক্তিকে ধরা হয়। ধৃতকে শনিবার ঘাটাল আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। শুক্রবার সকালে মেয়েটির মা তপনবাবুর বিরুদ্ধে দাসপুর থানায় দায়ের করা অভিযোগে জানান, গত মঙ্গলবার দুপুরে তপনবাবু চকোলেটের লোভ দেখিয়ে পাশের বাড়ির শিশুটিকে বাড়িতে ডেকে ধর্ষণ করেন। |
|
|
|
|
|