মমতা টিভি-অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কথনভঙ্গি নকল করেছেন, সম্ভবত উদ্যমহীনতা ও দীর্ঘসূত্রতার দ্যোতক হিসেবে, তাঁর অতি ধীর কথা বলার ধরনটা ব্যবহার করেছেন। এই প্রসঙ্গে আর এক টিভি-প্রোগ্রামে অম্বিকেশ মহাপাত্র এসে বললেন, মমতার কাণ্ড দেখে লজ্জায় তাঁর মাথা হেঁট। বোঝা গেল, সাধারণ মানুষ হিসেবে তিনি মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করলে সেটা হয় ‘বাক্স্বাধীনতা’, আর মমতা মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করলে সেটা ‘অসৌজন্য’। জয় ডিকশনারির জয়। |