জামিনে মুক্তি জামাইয়ের
নিজস্ব সংবাদদাতা |
বিয়েতে মত না থাকায় প্রাপ্তবয়স্ক জামাইয়ের বিরুদ্ধে অপহরণের অভিযোগ জানান শ্বশুরবাড়ির লোকেরা। মুজফ্ফরপুরের ওই তরুণকে প্রথমে গ্রেফতার করলেও পরে জামিনে মুক্তি পান তিনি। |
আরজি কর হাসপাতালে গয়না, টাকা খোয়ালেন রোগিণীর পরিজনরা। অভিযোগ, বিনামূল্যে ওষুধ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিল ওই প্রতারক। সুযোগ বুঝে সোনার বালা, দুল ও টাকা নিয়ে পালায় সে। |
জোকার নষ্করপাড়ায় রমা মন্ডল (২০) নামে এক তরুণীর বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মানসিক অবসাদে রমা আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। |
ভেঙে পড়া বাড়ি মেরামতির দাবিতে পার্ক স্ট্রিট অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশি হস্তক্ষেপে শেষে অবরোধ উঠে যায়। পার্ক লেনের বাড়িটি কয়েক দিন আগেই বৃষ্টিতে ভেঙে পড়েছিল। |
বজবজ লোকাল ট্রেনে পরিত্যক্ত টিফিন কৌটোকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়াল বালিগঞ্জ স্টেশনে। রেল পুলিশ সুপার উৎপল নস্কর জানিয়েছেন, কৌটোয় অবশ্য বোমা পাওয়া যায়নি। |
ওভারহেড তার ছিঁড়ে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটল হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া শাখায়। শনিবার রাত ৯টা নাগাদ সমুদ্রগড় ও কালীনগর স্টেশনের মাঝে ওই তার ছিঁড়ে যায়। |
মহেশতলার বরকমতলায় একটি বাজি তৈরির কারখানায় শনিবার ভোরে আগুন লাগে। হতাহতের খবর নেই। দু’টি বাড়ি ভস্মীভূত হয়েছে। দমকলের ৫টি ইঞ্জিন আগুন নেভায়। |
বাড়ি থেকে বেরিয়ে শনিবার সকালে খুন হলেন বনগাঁর এক প্রৌঢ় পাঁউরুটি বিক্রেতা। দোষীদের দ্রুত ধরার দাবিতে প্রায় সাড়ে তিন ঘণ্টা যশোহর রোড অবরোধ করা হয়। |