|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
ফুটেছে কল্পরূপের অস্তিত্ব-বিষাদ |
মৃণাল ঘোষ |
সম্প্রতি বিড়লা অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল ‘রিফ্লেকশন’ নামে চার জন ভাস্কর ও আট জন চিত্রীর একটি দলের সম্মেলক প্রদর্শনী। চঞ্চলকৃষ্ণ দে, নারায়ণ সূত্রধর, পার্থপ্রতিম সিকদার ও মনোজকুমার প্রজাপতি প্রত্যেকের ভাস্কর্যেই কল্পরূপের ভিতর দিয়ে অস্তিত্বের অন্তর্লীন বিষাদকে অনুধাবনের প্রয়াস ছিল। |
|
অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সঞ্জীব সেন ও রবীনকুমার মণ্ডলের ছবিতে দেশীয় ঐতিহ্যের অনুশীলন দৃষ্টি আকর্ষণ করে। স্বাভাবিকতার আঙ্গিককে নানা ভাবে বিন্যস্ত করেছেন আনন্দ দাস ও দীপক রায়। সঞ্জয় দাস, সৌমেন সাহা ও প্রত্যুষা মুখোপাধ্যায় এঁকেছেন নিসর্গ-ভিত্তিক ছবি।
|
প্রদর্শনী
চলছে
সিমা:আর্ট ইন লাইফ ২০ অক্টোবর পর্যন্ত।
কেমোল্ড: ‘মিনিয়েচার ১০১’ আজ শেষ।
জি সি লাহা: শুভদীপ চক্রবর্তী আজ শেষ।
বিড়লা অ্যাকাডেমি: সমর, অর্পিতা প্রমুখ কাল শেষ।
অ্যাকাডেমি: রুমা, সৌমেন প্রমুখ ২ অক্টোবর পর্যন্ত।
চন্দ্রিমা সেন ২ অক্টোবর পর্যন্ত।
তমোজিৎ, সুমনা প্রমুখ ২ অক্টোবর পর্যন্ত।
|
|
|
|
|
|