বিনোদন: বেরোল বড়দের বই
ফের পটার লেখার ইঙ্গিত রোওলিংয়ের
ভোর থেকেই লাইন পড়েছিল। অবশেষে দোকান খুলল সকাল আটটায়। আর খোলা মাত্র প্রায় হটকেকের মতো বিক্রি হল ‘দ্য ক্যাজুয়াল ভেকেন্সি’। হ্যারি পটার-স্রষ্টা জে কে রোওলিংয়ের প্রথম বড়দের উপন্যাস।
রোওলিংয়ের নতুন বই বেরোনো মানেই দোকানের সামনে পটার ভক্তদের লম্বা লাইন। এই ছবিটা গত কয়েক বছর ধরেই গোটা ব্রিটেনে খুব পরিচিত। তবে তফাতটা হল, এ বার খুদেদের জন্য নয়। রোওলিংয়ের এই নতুন উপন্যাস পুরোপুরি বড়দের। আজ সকালে বিভিন্ন দোকানে ক্রেতাদের জন্য ছিল প্রাতরাশের ব্যবস্থাও। প্রকাশনা সংস্থা নাকি ইতিমধ্যেই লেখিকাকে আগাম বাবদ ১০ লক্ষ পাউন্ড দিয়েও রেখেছে।
সদ্যপ্রকাশিত ‘দ্য ক্যাজুয়াল ভেকেন্সি’ হাতে
এক বইয়ের দোকানের কর্মী। ছবি: এএফপি
তবে এ সবের মধ্যেই একটা প্রশ্ন কিন্তু উঠছেই। পটার জাদুকে কি ছাপিয়ে যেতে পেরেছে এ বছরের বেস্টসেলার ‘দ্য ক্যাজুয়াল ভেকেন্সি’? এ বিষয়ে যদিও মিশ্র প্রতিক্রিয়াই জানিয়েছে ব্রিটেনের সংবাদমাধ্যম। প্রকাশের আগে বইটির সমালোচনার কোনও অবকাশ পায়নি এ দেশের খবরের কাগজগুলি। কাল মাঝ রাতে বইটির কিছু কপি হাতে পেয়েছিল নামীদামি কয়েকটি সংবাদপত্র। আজ সকালে সেই সব কাগজে বেরিয়েছে রোওলিংয়ের নতুন বইয়ের সমালোচনা। কেউ বলেছে, অত্যন্ত সাধারণ মানের উপন্যাস ‘দ্য ক্যাজুয়াল ভেকেন্সি’। তবে কোনও কোনও সংবাদপত্র বইটির উচ্ছ্বসিত প্রশংসা করেছে। একটি সমালোচনায় তো আবার রোওলিংকে ব্রিটিশ সাহিত্যিক চার্লস ডিকেন্সের সঙ্গেও তুলনা করা হয়েছে।
তবে তাঁর বড়দের উপন্যাস নিয়ে যতই মাতামাতি হোক না কেন, তিনি যে ফের ছোটদের জন্য কলম ধরতে চান, তা জানিয়েছেন রোওলিং নিজেই। বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রোওলিং বলেছেন, তাঁর আগামী উপন্যাস ছোটদের জন্যই। আর সেটা লেখার কাজও প্রায় শেষের দিকে।
তবে কি হ্যারি পটার আর তার হগওয়ার্টসের বন্ধুরা ফিরে আসতে চলেছে?
খুব একটা ভাঙেননি রোওলিং। শুধু বলেছেন, “যদি কখনও একটা দারুণ ভাবনা মাথায় আসে, অবশ্যই লিখব। তবে ভাবনাটা অবশ্যই দারুণ হতে হবে। কারণ পটার ভক্তদের জন্য আমি যা খুশি, তা-ই লিখে দিতে পারব না।”


স্পেনের সান সেবাস্টিয়ান শহরে এক অনুষ্ঠানে
হলিউড অভিনেত্রী মনিকা বেলুচ্চি। এএফপি-র ছবি।


মুম্বইয়ে এক অনুষ্ঠানে অভিনেত্রী জিয়া খান। ছবি: পিটিআই



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.