|
|
|
|
|
|
তিনি বলেন
|
ওই বিপুল সংখ্যক বাস একবারে বাতিল করে
দিলে চূড়ান্ত হয়রানি হবে সাধারণ নাগরিকদের। |
সুভাষ দত্ত |
প্রসঙ্গ পুরনো বাণিজ্যিক গাড়ি |
|
|
|
|
|
আজ জন্মদিন হলে
অসীম দাস |
আজকের রাশি: কন্যা।
নক্ষত্র: হস্তা।
শুভ রং: সাদা, কালো ও আকাশি নীল।
এড়িয়ে চলুন: লাল, গেরুয়া ও কমলা।
শুভ সংখ্যা: ১, ৪ ও ৮।
এড়িয়ে চলুন: ৩ ও ৬।
আজ কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তার সুফল পেতে পারেন এবং নতুন সুযোগের সদ্ব্যবহার করতে পারেন। ব্যবসায়ীদের উপার্জন বাড়তে পারে। মায়ের ভুল চিকিৎসার আশঙ্কা। প্রেমে সংযমী হোন। বন্ধুকে ঘিরে দাম্পত্যে ভুল বোঝাবুঝি। বদহজম ও হার্টের সমস্যা। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
ভো-কাট্টা
নগরের আকাশ আজ কলঙ্কমুক্ত। শহর আজ বিশ্বকর্মার করতলগত। যন্ত্র হাতে দেড় লক্ষাধিক কর্মী তাঁর পদপ্রান্তে সমবেত। শহরের কলের চাকা বন্ধ। ধোঁয়া নেই। আকাশ তবু শূন্য নয়। পঙ্গপালের ঝাঁকের মত ফরফর করে উড়ছে ঘুড়ি, - নগরের আনন্দ। ভো-ম্মা-রা! ভো কাট্টা! ঘুড়ি আর ঘুড়ি। কলকাতায় আজ সব কাজ মুলতুবী, সুতো ধরে শহর আজ গগনচারী।
— আনন্দবাজার পত্রিকা, ১৭ সেপ্টেম্বর ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|