রাজ্য জুড়ে বাস ধর্মঘটের জের, নাকাল যাত্রীরা |
ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য ভাড়া বাড়ানোর দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্য জুড়ে অনির্দিষ্ট কালের জন্য বেসরকারি বাস ধর্মঘটের জেরে তীব্র সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের। আজ কলকাতায় পথে নামেনি প্রায় ৩৭ হাজার বাস। এ দিকে, ধর্মঘটে যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে রাস্তায় বেশি সংখ্যায় সরকারি বাস নামানো হয়েছে। বেসরকারি বাস না থাকায় সরকারি বাসগুলিতে উপচে পড়ছে ভিড়। ধর্মঘটে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন ও মিনিবাস সংগঠন সামিল না হলেও তাদের পক্ষ থেকে জানানো হয়েছে ভাড়া বাড়ানো না হলে ২০ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ২৩ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত ধর্মঘট করা হবে। অন্য দিকে, রাজ্যের অন্যান্য জেলার চিত্রটাও প্রায় একই রকম। রাস্তায় বাসের সংখ্যা তো কমই, পাশাপাশি বন্ধ দূরপাল্লার বাসও।
|