মার্কিন প্রশাসনের হাত থেকে নাতি ইন্দ্রাশিসকে ফেরত পাওয়ার জন্য রবিবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে অনুরোধ জানালেন ঠাকুর্দা নির্মলকৃষ্ণ সাহা ও ঠাকুমা সোনারানি সাহা।
বালুরঘাটের বাসিন্দা নির্মলকৃষ্ণবাবু ছেলে দেবাশিস বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার চাকরি নিয়ে জুলাই মাসে পৌঁছন নিউ জার্সির পার্সিপ্যানি শহরে। তাঁর দাবি, ৯ অগস্ট তিন ফুট উঁচু খাট থেকে খেলতে খেলতে বেকায়দায় পড়ে গিয়ে চোট পায় এক বছরের ইন্দ্রাশিস। কিন্তু যে হাসপাতালে শিশুটির চিকিৎসা হয়, সেখানকার ডাক্তারেরা মনে করেন, মারধরে আহত হয়েছে শিশুটি। হাসপাতাল থেকেই খবর যায় ‘নিউ জার্সি চাইল্ড প্রোটেকশন টিম’-এর কাছে। তারা এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দেবাশিস ও তাঁর স্ত্রী পামেলাকে। এখনও সে ব্যাপারে ওই ‘চাইল্ড প্রোটেকশন টিম’ তদন্ত করছে। তাদেরই করা একটি আবেদনের প্রেক্ষিতে ইন্দ্রাশিসকে বাবা-মা’র থেকে আলাদা রাখার নির্দেশ দিয়েছে আদালত। এ ব্যাপারে পরবর্তী শুনানি আগামী ১ নভেম্বর।
রবিবার সন্ধ্যায় কলকাতায় রাজভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পরে নির্মলকৃষ্ণবাবু বলেন, “নাতিকে ফিরে পেতে নিউ জার্সিতে আইনি লড়াই চালানোর জন্য প্রচুর টাকার প্রয়োজন। অর্থসাহায্য এবং নাতিকে ফিরিয়ে আনার ব্যাপারে রাষ্ট্রপতিযাতে ব্যবস্থা নেন, সেই অনুরোধই করেছি। উনি দিল্লি ফিরে বিদেশমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন।” নির্মলকৃষ্ণবাবুদের সঙ্গে রাজভবনে গিয়েছিলেন কংগ্রেসের দুই সাধারণ সম্পাদকওমপ্রকাশ মিশ্র, মায়া ঘোষ এবং বালুরঘাটের ব্লক কংগ্রেস সভাপতি রণতোষ তোকদার। ওমপ্রকাশবাবু জানিয়েছেন, নির্মলবাবু বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে ইন্দ্রাশিসের চিকিৎসা করানোরও আবেদন জানিয়েছেন রাষ্ট্রপতির কাছে। |