|
|
|
|
|
|
তিনি বলেন
|
এখানে অনেকেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।
দীর্ঘ দিন ঝোপজঙ্গল সাফ করা হয় না। পোকামাকড়
থেকে সাপ, সবই রয়েছে। |
রীতা সিংহ |
প্রসঙ্গ পুলিশ আবাসনে মশার আস্তানা |
|
|
|
|
|
আজ জন্মদিন হলে
অসীম দাস |
আজকের রাশি: মিথুন।
নক্ষত্র: পুনর্বসু।
শুভ রং: লাল, সাদা ও গেরুয়া। এড়িয়ে চলুন বেগুনি ও বাদামি।
শুভ সংখ্যা: ২, ৭ ও ৯। এড়িয়ে চলুন ৫ ও ৮।
আজ চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে থাকায় এবং রাশির দ্বাদশে বৃহস্পতি ও কেতুর সহাবস্থানের জন্য স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে দুশ্চিন্তায় থাকতে পারেন। দূর ভ্রমণের পরিকল্পনা বাতিল করা উচিত, নইলে অঘটনের আশঙ্কা। ব্যবসায়ীরা গোপন শত্রু থেকে সাবধান থাকুন। প্রশাসনিক পদাধিকারীদের বদলির সম্ভাবনা রয়েছে। মায়ের উপরে বোনের প্রভাবের জন্য সংসারে অশান্তি বাড়তে পারে। কোলেস্টেরল ও ফ্যাটি লিভার থাকলে সাবধান। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
মেডিক্যালে ছাত্র কম
ডাক্তারিতে অধুনা ছাত্রীদের আগ্রহ বাড়িয়াছে। কলকাতার মেডিকেল কলেজগুলিতে মোট ৪০০ আসন। ১১০ জনই ছাত্রী। ছাত্রদের ঝোঁক ইঞ্জিনীয়ারিংয়ে। অনেকের মতে, মেডিকেলের ভারী পাঠক্রম ও কলেজে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকা ইহার কারণ। মেডিকেলে জেলাওয়ারী আসন সংরক্ষণ শিক্ষার মান নীচুর অন্য কারণ।
— আনন্দবাজার পত্রিকা, ১১ সেপ্টেম্বর ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|