প্রাক্তন আবাসনমন্ত্রী গৌতম দেবের আমলে কোটায় জমি ও ফ্ল্যাট বিলির প্রক্রিয়ায় বেনিয়ম হয়েছে কি না, তার তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি জে এন পটেল এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এই জনস্বার্থ মামলার শুনানি হয়। দু’পক্ষের বক্তব্য শুনে ডিভিশন বেঞ্চ রাজ্যকে বিষয়টির তদন্ত করতে বলে এবং কোনও বেনিয়ম মিললে আইনানুগ ব্যবস্থার নির্দেশ দেয়। ডিভিশন বেঞ্চের এই নির্দেশের আধ ঘণ্টা পরেই পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। রাজ্যের জিপি অশোক বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চকে তাদের নির্দেশ প্রত্যাহার করার আবেদন জানান। তিনি বলেন, ইতিমধ্যেই সরকার প্রাক্তন আবাসনমন্ত্রীর আমলে কোটায় দেওয়া সমস্ত জমি ও ফ্ল্যাট নিয়ে একটি কমিশন তৈরির কথা ভাবছে। ডিভিশন বেঞ্চ জানায়, আগামী শুক্রবার পুনরায় এ বিষয়ে শুনানি হবে। বাম আমলেই তিমির চক্রবর্তী নামে এক ব্যক্তি (রাজ্য আবাসন পর্ষদের প্রাক্তন কর্মী) জনস্বার্থের মামলা করেন। আবেদনে তিনি বলেন, প্রাক্তন আবাসনমন্ত্রী তাঁর আমলে কোটায় অনেক জমি ও ফ্ল্যাট বিলি করেছেন। তার মধ্যে কিছু কলকাতায়, কিছু আসানসোলের কন্যানগরেও রয়েছে। আবেদনে তিনি বেশ কয়েক জনের নামও উল্লেখ করেন। এত দিন পরে সেই মামলার শুনানি হল। ইতিমধ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, ২০১০-এর অক্টোবরের পরে তৎকালীন আবাসনমন্ত্রীর আমলে কোটায় দেওয়া জমি বা ফ্ল্যাট বিলির বিষয়টি খতিয়ে দেখা হবে। এই খতিয়ে দেখার কাজও শুরু হয়। যাঁরা ওই কোটায় জমি বা ফ্ল্যাট পেয়েছিলেন, কিছু কিছু ক্ষেত্রে রাজ্য সরকার বিষয়টি খতিয়ে দেখে তাঁদের তা দেওয়ার ব্যাপারে সবুজ সঙ্কেত দেয়। আবার বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগের দিন, ২৮ ফেব্রুয়ারি যাঁদের জমি দেওয়া হয়েছিল, এমন কিছু জমি খারিজ করে দেওয়া হয়।
|
পঞ্চায়েত ভোটে দলীয় প্রার্থী তালিকায় যুবদের প্রাধান্য দেওয়ার দাবি করেছেন সাংসদ ও যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী মৌসম বেনজির নূর। দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে আগামী বুধবার নজরুল মঞ্চে যুব কংগ্রেসের প্রথম পঞ্চায়েতিরাজ সম্মেলনে এই দাবিই জানাতে চান মৌসম। শুক্রবার মৌসম এ কথা জানিয়ে বলেন, “স্বচ্ছ পঞ্চায়েত গড়তে যুবদের ভূমিকা বেশি থাকুক, এটাই চান রাহুল গাঁধী। পঞ্চায়েতে যুব কংগ্রেস থেকে যাতে অনেক বেশি প্রার্থী দাঁড় করানো যায়, সে জন্য কংগ্রেস নেতৃত্বের কাছে দাবি জানাব।” বিভিন্ন জেলা থেকে যুব প্রার্থী খোঁজার কাজ তাঁরা ইতিমধ্যেই শুরু করেছেন বলে মৌসম জানিয়েছেন। পাশাপাশি পঞ্চায়েত ভোটের জন্য প্রস্তুতিও তাঁরা শুরু করেছেন। ইতিমধ্যেই শরিক তৃণমূল পঞ্চায়েত ভোটে ‘একা চলবে’ বলে ঘোষণা করেছে। এই প্রেক্ষাপটে কংগ্রেসের রণকৌশল নিয়ে পঞ্চায়েতিরাজ সম্মেলনে আলোচনা হবে। সম্মেলনে দলের রাজ্য ও দিল্লির শীর্ষ নেতাদের অনেকেরই উপস্থিত থাকার কথা বলে মৌসম জানিয়েছেন। |