টুকরো খবর
দুই ডাকাতিতে একই দল, দাবি পুলিশের
বরাহনগর ও কাশীপুরে একই সংস্থার দু’টি অফিসে ডাকাতির পিছনে একই দল আছে বলে দাবি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দাদের। অক্টোবরেও ওই সংস্থার একটি অফিসে ডাকাতি হয়। তখনকার সিসিটিভির ফুটেজের সঙ্গে বৃহস্পতিবারের ছবির হুবহু মিল আছে বলে পুলিশ জানায়। শুক্রবার ডাকাতি হওয়া অফিস দু’টিতে গিয়ে সব কর্মীর সঙ্গে কথা বলে পুলিশ। জেরা করা হয় নিরাপত্তা-কর্মীদেরও। দুষ্কৃতীরা ক্যামেরাটি ভেঙে দেওয়ায় বৃহস্পতিবার বরাহনগর অফিসের সিসিটিভি ফুটেজ মেলেনি। শুক্রবার ওই ফুটেজ উদ্ধার হলে দুষ্কৃতীদের দলটি চিহ্নিত হয়। গোয়েন্দারা জানান, ফুটেজে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের মুখ স্পষ্ট। পোশাক, চালচলন ও কথাবার্তা দক্ষিণ ভারতীয়দের মতো। পুলিশের অনুমান, একই ধরনের কোনও আর্থিক সংস্থার সঙ্গে রেষারেষির জেরেই এই ঘটনা।

আরএসপি-তৃণমূল সংঘর্ষে ধৃত ১১
এলাকা দখলকে কেন্দ্র করে আরএসপি-তৃণমূলের রাজনৈতিক সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ বাসন্তীর লেবুখালি থেকে দু’পক্ষের ১১ জনকে গ্রেফতার করে। উল্লেখ্য, শনিবার বিকেলে এলাকা দখলকে কেন্দ্র করে আরএসপি-তৃণমূলের মধ্যে গুলি ও বোমার লড়াইয়ে তেতে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর লেবুখালি গ্রাম। সেই ঘটনায় গুলি ও বোমার আঘাতে আরএসপি-র পাঁচ সমর্থক জখম হন। আগুনে পুড়ে যায় তিনটি বাড়ি। দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। জেলার পুলিশ সুপার প্রবীণকুমার ত্রিপাঠি বলেন, “দু’পক্ষের মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে আরএসপি-র ৬ জন ও তৃণমূলের ৫ জন সমর্থক রয়েছেন।’’

দুর্ঘটনায় মৃত্যু যুবকের
রাস্তার পাশে মিনিডোর উল্টে মৃত্যু হয়েছে এক যুবকের। শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ১১৭ নম্বর জাতীয় সড়কে ভুতো মোল্লার পোল বাসমোড়ের কাছে ওই দুর্ঘটনায় জখম হয়েছেন আরও ৫ জন। আহতদের কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম প্রভাকর রায় (৩০)। বাড়ি এলাকারই পাকুড়তলা গ্রামে। এ দিন বেলা সাড়ে ১১টা নাগাদ মিনিডোরটি কুলপি থেকে ৬ যাত্রীকে নিয়ে কাকদ্বীপের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোড়ের কাছে উল্টে যায় গাড়িটি। স্থানীয় বাসিন্দারা যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা প্রভাকরবাবুকে মৃত বলে ঘোষণা করেন। গাড়িটি আটক করেছে পুলিশ। চালক পলাতক।

আলোচনা শিবির
মৎস্যজীবীদের জন্য পরিচয়পত্র এবং তাঁদের নিরাপত্তা-সহ একাধিক দাবির ভিত্তিতে শুক্রবার আলোচনা শিবির হয়েছে। সন্দেশখালির বেড়মজুর পঞ্চায়েতের গাজিখালি গ্রামে অনুষ্ঠিত ওই শিবিরে সুন্দরবনের বিভিন্ন গ্রাম থেকে অন্তত দু’শো মৎস্যজীবী শিবিরে যোগ দিয়েছিলেন। উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী সমিতির সম্পাদক তুষার ঘোষ, জেলা সম্পাদক দেবাশিস বর্মন, সন্দেশখালির বিধায়ক নিরাপদ সর্দার-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিধায়ক বলেন, “মৎস্যজীবীদের দাবিগুলি বিধানসভায় মুখ্যমন্ত্রীর নজরে এনে যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, সেই ব্যবস্থা করব।”

কবিতা পাঠের আসর
বাইশে শ্রাবণ উপলক্ষে সম্প্রতি কবিতা পাঠের আসর বসেছিল বসিরহাটের আড়বেলিয়ায়। প্রকাশিত হয় শুভঙ্কর দাস সম্পাদিত ‘সুজনেষু’ এবং চয়ন মুখোপাধ্যায় সম্পাদিত ‘ং’ পত্রিকার বিশেষ সংখ্যা। কবি জলধি হালদারের সভাপতিত্বে উদ্বোধনী কবিতা পাঠ করেন গোলাম রসুল। এ ছাড়াও কবিতা পাঠ করেন অনুপ মণ্ডল, তপন বিশ্বাস, অয়ন বিশ্বাস, দেবযানী বসু, মাধবী বন্দ্যোপাধ্যায়, কৌস্তভ ইসলাম প্রমুখ।

কিশোরের মৃত্যু সুইমিং পুলে
হাওড়ার সালকিয়ায় শুক্রবার রাতে একটি সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে। অরিত্র কর (১৫) নামে ওই কিশোর অসুস্থ ছিল বলে পুলিশ জানায়। তার বাড়ি স্থানীয় কামিনী স্কুল লেনে। বাসিন্দাদের অভিযোগ, ওই সুইমিং পুলে সাঁতার কাটার সময় সংশ্লিষ্ট ক্লাবের প্রশিক্ষক বা কর্মকর্তা থাকেন না। এ দিনও ছিলেন না। এই নিয়ে বিক্ষোভও দেখায় জনতা। পরিস্থিতি সামলাতে লাঠি চালায় পুলিশ। গভীর রাতে তিন ক্লাবকর্তাকে আটক করা হয়। পুলিশ জানায়, অরিত্র দক্ষ সাঁতারু। রবিবার সাঁতার প্রতিযোগিতা থাকায় প্রস্তুতির জন্য অসুস্থতা সত্ত্বেও সে এ দিন বিকেলে পুলে নামে। তার পরেই অঘটন।

দুষ্কৃতী গ্রেফতার
মাদক এবং চোরাই মোটরবাইক-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সাদেক আলি সর্দারের বাড়ি পিঁফার খিদিরপুর গ্রামে। তার কাছ থেকে ৪ কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ব্যক্তিকে বসিরহাটের শশনিয়া রোড থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার সাদেককে বারাসত আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, সাদেকের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ ছিল। সম্প্রতি সে মোটরবাইক চুরি চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে।

অনুষ্ঠান
সম্প্রতি বসিরহাটের বেলেধান্যকুড়িয়ার একটি স্কুলে সৎচাষি মঙ্গল সমিতির অনুষ্ঠান হয়ে গেল। উপস্থিত ছিলেন এসডিও শ্যামল মণ্ডল, বিধায়ক এটিএম আবদুল্লা রনি, সংস্থার সভাপতি সত্যদুলাল মণ্ডল, সম্পাদক দ্যুতিরঞ্জন গাইন প্রমুখ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.