পুরনো একটি গাছ কাটার চেষ্টাকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়ল কংগ্রেস-তৃণমূল। শুক্রবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের দুর্গানগরে। বনকর্মীরা গাছের কাটা ডাল সহ ১ জনকে আটক করে। গাছ কাটার সরঞ্জাম আটক করা হয়। পুরসভা সূত্রের খবর, সকালে ওই এলাকায় পুরনো একটি গাছ কাটার খবর পেয়ে পুরসভার জঞ্জাল সাফাই বিভাগের দায়িত্বে থাকা মেয়র পারিষদ দুলাল দত্ত, বন বিভাগের ওয়ার্ডেন মিলন দত্ত। তাঁরা তৃণমূলের নেতা। মিলনবাবু বলেন, “স্থানীয় কয়েকজন ওই এলাকার কাউন্সিলরের সঙ্গে কথা বলে গাছ কাটা শুরু করেন বলে জানিয়েছেন। প্রায় পঞ্চাশ বছরের একটি গাছ এভাবে কেটে ফেলা যায় না। বন দফতরকে খবর দিয়েছি।” ৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর স্বপন চন্দ। তিনি বলেন, “ওই ব্যাপারে কিছু জানি না। তার পরেও আমার নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। তৃণমূল সংগঠন করতে না পেরে আমাকে হেয় করার চেষ্টা করছে।”
|
রাতের অন্ধকারে অবাধে কেটে নেওয়া হচ্ছে সরকারি গাছ। বৃহস্পতিবার রাতে ক্যানিং-বারুইপুর রোডের ধারে হেলিকপ্টার মোড়ের কাছে ৬-৭টি গাছ কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন রাস্তার ধারে গাছগুলি কাটা পড়ে আছে। পরে ক্যানিং থানার পুলিশ সেগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা বিমল নস্কর বলেন, “কয়েক বছর আগে সরকারিভাবে রাস্তার ধারে গাছগুলি লাগানো হয়েছিল। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেই সব গাছ কেটে নিচ্ছে।” স্থানীয় মাতলা ২ গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তম দাস বলেন, “এভাবে সরকারি গাছ কাটা অন্যায়। পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।” দক্ষিণ ২৪ পরগনার বনদফতরের ডিএফও লিপিকা রায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া বলে জানিয়েছেন।
|
চিমটে দিয়ে সাপ ধরলেন এক প্রৌঢ়া। সাপটি যে কতটা বিষধর, তা জানতেনই না তিনি। পরে বিশেষজ্ঞরা জানান, ওই সাপের এক কামড়েই যেতে পারত তাঁর প্রাণ।
|
নৈনিতালের কালাধুঙ্গিতে রাস্তার ধার থেকে একটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করলেন বনকর্মীরা। বনবিভাগ জানিয়েছে, গাড়ির ধাক্কায় সেটির মৃত্যু হয়েছে। |