টুকরো খবর
বিচার করতে পুনর্বহাল পাক বাহিনীতে
দুর্নীতির দায়ে সামরিক আদালতে বিচারের জন্য তিন অবসরপ্রাপ্ত জেনারেলকে পুনর্বহাল করল পাক সেনাবাহিনী। এই ধরনের পদক্ষেপ প্রায় নজিরবিহীন। পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে এ কথা জানিয়েছেন দুর্নীতি-বিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (ন্যাব) এক অফিসার। সেনার ন্যাশনাল লজিস্টিকস সেলে (এনএলসি) বিপুল দুর্নীতির তদন্তে নেমেছিল ন্যাব। কয়েক জন আমলার সঙ্গে এই কেলেঙ্কারিতে অভিযুক্ত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল খালিদ মুনির, লেফটেন্যান্ট জেনারেল আফজল মুজফ্ফর ও মেজর জেনারেল খালিদ জাহির আখতারও। তাঁরা তিন জনেই অবসর নিয়েছেন। ন্যাব জানিয়েছে, প্রথমে তাদের সঙ্গে সহযোগিতা করতে রাজি হয়নি সেনাবাহিনী। এনএলসি-র নথিপত্র দিতেও রাজি হয়নি তারা। তখন আসরে নামেন ন্যাবের চেয়ারম্যান ফাসি বোখারি। বোখারি নিজে প্রাক্তন নৌসেনা প্রধান। সেনাপ্রধান পারভেজ আশফাক কিয়ানির সঙ্গে কয়েক বার বৈঠক করেন তিনি। তার পরে ওই তিন প্রাক্তন অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে সেনা। এই কেলেঙ্কারির জেরে এনএলসি-র আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন উঠেছে। সেনা না সরকার, এই সংস্থার নিয়ন্ত্রণ কার হাতে, তা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।

হক্কানি গোষ্ঠীকে নিষিদ্ধ করবে আমেরিকা
হক্কানি গোষ্ঠীকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তকমা দিতে চলেছে মার্কিন প্রশাসন। এক মার্কিন দৈনিকে আজ এই খবর প্রকাশিত হয়েছে। গত ১০ অগস্ট হক্কানি প্রসঙ্গে সিদ্ধান্ত নিতে ওবামা প্রশাসনকে ৩০ দিন সময় দিয়েছিল মার্কিন কংগ্রেস। এই সপ্তাহান্তেই শেষ হচ্ছে সেই সময়সীমা। আমেরিকার ওই দৈনিকটি জানিয়েছে, বৃহস্পতিবার রাতেই ওবামা প্রশাসনের চার শীর্ষ অফিসার স্বীকার করে নিয়েছেন, হক্কানিদের নিষিদ্ধ ঘোষণার পথেই হাঁটতে চলেছেন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন। সাম্প্রতিক কালে আফগানিস্তানে মার্কিন সেনার উপর বেশ কিছু হামলার ঘটনায় জড়িত হক্কানি গোষ্ঠী। গত সপ্তাহে ড্রোন হানায় পাকিস্তানে নিহত হন হক্কানি নেতা বদরুদ্দিন হক্কানি। হক্কানিদের বিরুদ্ধে সেনার এই সাফল্যের পরই তাদের নিষিদ্ধ ঘোষণা করা নিয়ে চাপ বাড়ছিল প্রশাসনের অন্দরে। তাই প্রত্যাশামতোই কিছু দিনের মধ্যে হক্কানিদের বিরুদ্ধে পদক্ষেপ করতে চলছে ওবামা প্রশাসন।

ট্যুইটে বিয়ে
রেজিস্ট্রি করে বিয়ে এখন পুরনো ‘ফ্যাশন’। তাই ট্যুইটারে বিয়ে সারলেন তুর্কি যুগল। আইপ্যাডে লিখলেন ‘ইভেট’ অর্থাৎ হ্যাঁ। পরে অনুষ্ঠানের ছবি ট্যুইটারে তাঁরা দেন।

পিছিয়ে বোল্ট
বিজ্ঞানীদের তৈরি রোবট চিতা।
উসেইন বোল্টের রেকর্ড চুরমার। তাঁর ঘণ্টায় ৪৫.৫ কিমি গতির রেকর্ড টপকে গেল যন্ত্র-চিতা। রোবটটি বানিয়েছে বস্টন ডায়নামিকস ও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক।

জেলে ‘হ্যারি-সঙ্গী’
রাজকুমার হ্যারির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছেন এই দাবিতে সম্প্রতি খবরে আসেন এক ব্রিটিশ মহিলা। ২১৬৭২ পাউন্ডের ভুয়ো চেক দিয়ে এখন তিনি জেলে।

দেহের স্তূপ
ফের উদ্ধার দেহ। দামাস্কাসের কাছে জামালকা থেকে শিশু ও মহিলা-সহ ২৩টি দেহ মিলেছে। কাতানা থেকে উদ্ধার হয়েছে আরও ২২টি মৃতদেহ।

প্রথম মহিলা
মায়ানমারে প্রথম কোনও মহিলা মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রিত্ব পেলেন। সমাজকল্যাণ ও পুনর্বাসন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল চিকিৎসক মায়াত মায়াত ওহন খিনকে।

ডাকাতের হাত
ছয় মুখোশধারী ডাকাত অবাধে লুঠপাট চালাল শহরের এক গির্জায়। কুকড়ি দেখিয়ে তারা সন্ন্যাসিনীদের থেকে ৭ লক্ষ টাকা, ক্যামেরা ও মোবাইল চুরি করে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.