টুকরো খবর
পাক জেলে তালিবান হানার আশঙ্কা
২৬/১১ কাণ্ডে ধৃত লস্কর জঙ্গিরা পাকিস্তানের যে সব কারাগারে রয়েছে, সেখানে হামলা চালাতে পারে পাক তালিবান। আজ এই মর্মে এক সতর্কবার্তা জারি করেছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টে বলা হয়েছে, নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’-এর ষোলো জন সদস্য ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বড় মাপের হামলা চালাতে পারে বলে গোয়েন্দাদের কাছে খবর এসেছে। হামলার সব থেকে আশঙ্কা রয়েছে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে। মুম্বই হানার অন্যতম চক্রী জকিউর রহমান লখভি-সহ সাত জঙ্গি এই জেলে বন্দি। এর আগে ভারতীয় গোয়েন্দাদের একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, লখভি ও তার সঙ্গীদের কাছে মোবাইল ফোন রয়েছে এবং জেলের ভেতর থেকেই তারা অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছে। আর একটি গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, রাওয়ালপিন্ডির পার্ল কন্টিনেন্টাল হোটেল ও বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর লাগোয়া চাকলালা বিমানঘাঁটিতেও হামলার আশঙ্কা রয়েছে। পাকিস্তানি তালিবানের এক নেতা আনিসুর রেহমান ওরফে পীর ফারুক আফগান সীমান্ত বরাবর সেনাঘাঁটিতেও হামলার ছক কষছে বলে খবর। পাক তালিবান প্রধান আজিজ মেহসুদ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কর্মরত চিনা কূটনীতিক ও ইঞ্জিনিয়ারদের উপর হামলাচালাতে পারে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন।

প্রতারণার দায়ে লন্ডনে জেলে গেলেন ভারতীয়
ভিসার মেয়াদ বাড়ানোর নামে বেআইনি ব্যবসা চালানোর দায়ে এক ভারতীয়কে চার বছর ন’মাসের কারাদণ্ড দিল ব্রিটেনের এক আদালত। ওই ভারতীয়ের নাম ভাবিন শাহ। সাজার মেয়াদ শেষ হওয়ার পরে তাঁকে ব্রিটেন থেকে নির্বাসন দেওয়া হবে বলে রায় দিয়েছে আদালত। এ ছাড়াও ১ লক্ষ ৯০ হাজার পাউন্ডের জরিমানা করা হয়েছে তাঁকে। অনাদায়ে আরও দু বছর ন’মাসের কারাদণ্ড ভোগ করতে হবে ভাবিনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লন্ডনের ওয়াটফোর্ডের বাসিন্দা ভাবিন বেশ অনেক দিন ধরেই ভিসার মেয়াদ বাড়ানোর নামে বেআইনি ব্যবসা চালাতেন। ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদনকারীদের কাছ থেকে প্রায় ৩০০০ পাউন্ড থেকে ৫০০০ পাউন্ড পর্যন্ত ‘চাজর্র্’ নিতেন তিনি। যদিও তাঁর কাছে এই কাজের জন্য কোনও আইনি বৈধতা ছিল না। তা সত্ত্বেও আবেদনকারীদের আবেদনের সমর্থনে তাঁদের নামে জালি ব্যাঙ্ক চেক এবং অন্যান্য ভুয়ো নথিপত্র ব্রিটেনের ভিসা দফতরে জমা দিতেন তিনি। এই সংক্রান্ত কিছু তথ্যও সম্প্রতি ভাবিনের কম্পিউটার থেকে উদ্ধার করেছে পুলিশ। আর্থিক তদন্ত থেকে জানা গিয়েছে, এই ভুয়ো ব্যবসা থেকে আয় হওয়া অন্তত ৩ লক্ষ পাউন্ড ইতিমধ্যেই তাঁর ভারতীয় অ্যাকাউন্টে জমা দিয়েছেন ভাবিন। এই ব্যবসায়ে তাঁর অপর সঙ্গী জন মাসিহকেও দু বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

দশলাখি সাড়া
দশ লাখ ছুঁয়েছে মিট রোমনির ‘ফলোয়ার’। ট্যাম্পা ফ্লোরিডার কনভেনশনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হওয়ার তিন দিনের মধ্যে টুইটারে এই সাড়া।

ওয়ারসি বাদ
ডেভিড ক্যামেরনের মন্ত্রিসভায় অন্তর্বর্তী রদবদলে বাদ পড়লেন সয়িদা ওয়ারসি। পাক বংশোদ্ভূত ওয়ারসি ছিলেন ব্রিটেনে প্রথম এশীয় মহিলা ক্যাবিনেট মন্ত্রী।

থ্যাচারের কোট
ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের ৭টি কোট নিলাম হল ৭৩,১২৫ পাউন্ডে। দক্ষিণ কোরিয়ার এক অজ্ঞাত ব্যক্তি একাই কিনেছেন ৫টি কোট।

মরক্কোয় মৃত ৪২
মারাকেশ থেকে মরক্কোর দক্ষিণ-পূর্বে যাচ্ছিল বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল খাদে। মারা গিয়েছেন অন্তত ৪২ জন।

জোলিকে পিট
অ্যাঞ্জেলিনা জোলির জন্য আড়াই লাখ পাউন্ডে (২ কোটি ২১ লাখ টাকা) একটি আস্ত শ্যুটিং রেঞ্জ কিনে দিয়েছেন ব্র্যাড পিট।

বাতিল বিমান
কেবিন ক্রু-রা ধর্মঘটে। ১৯০টি উড়ান বাতিল করেছে জার্মান বিমানসংস্থা লুফৎহানসা। বন্ধ বেশ কিছু দূরপাল্লার উড়ান।

কাবুলে নিহত ২০
আত্মঘাতী হামলায় আফগানিস্তানে মঙ্গলবার অন্তত কুড়ি জন নিহত হয়েছেন। জখম পূর্ব আফগানিস্তানের এক গভর্নর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.