টুকরো খবর
শিলিগুড়িতে নয়া এএসপি পদ সৃষ্টির আর্জি পুলিশের
কমিশনারেটের বাইরে শিলিগুড়ি মহকুমার তিনটি থানা নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ)-এর পদ তৈরির প্রস্তাব পাঠাল দার্জিলিং জেলা পুলিশ। ইতিমধ্যে ওই তিনটি থানা নিয়ে অস্থায়ী ভাবে মহকুমা পুলিশ আধিকারিকের পদ তৈরি করা হয়েছে। সেখানে এক আইপিএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তিন থানা নিয়ে একটি সিআই পদও তৈরি করা হয়েছে। দার্জিলিংয়ের পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেন, “ফাঁসিদেওয়া, নকশালবাড়ি এবং খড়িবাড়ি ওই তিনটি থানা নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) পদের প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। আশা করছি, শীঘ্রই ওই প্রস্তাব পাশ হয়ে যাবে। আপাতত অস্থায়ী ভাবে মহকুমা পুলিশ আধিকারিকের পদ তৈরি করে সেখানে অফিসার নিয়োগ করা হয়েছে। বাগডোগরা থানা শিলিগুড়ি কমিশনারেটের অন্তর্ভূক্ত হওয়ায় সিআই নকশালবাড়ি পদ তৈরি করা হয়েছে। ওই সিদ্ধান্তের ফলে আইনশৃঙ্খলার উন্নতি হবে।” পুলিশ সূত্রের খবর, গত ৫ অগষ্ট দার্জিলিং জেলার শিলিগুড়ি থানা, প্রধাননগর থানা, মাটিগাড়া থানা, বাগডোগরা থানা এবং জলপাইগুড়ির ভক্তিনগর থানা নিয়ে শিলিগুড়ি কমিশনারেট তৈরি হয়। কিন্তু দার্জিলিং থেকে ওই তিন থানার দূরত্ব বেশি হওয়ায় নানা কাজে সমস্যা হচ্ছিল বলে অভিযোগ। ঘন ঘন থানার পুলিশ কর্তারা দার্জিলিং যাওয়ায় নজরদারির কাজে সমস্যা হচ্ছিল বলেও অভিযোগ ওঠে। এ ছাড়াও স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন, এলাকায় বড় কোনও আইনশৃঙ্খলার অবনতি হলে বড় ধরণের কোনও অপরাধ হলে চট উচ্চপদস্থ আধিকারিকদের পাওয়া যাবে না। জেলা সিপিএমের পক্ষ থেকে ওই তিনটি থানাকেও কমিশনারেট-এর অন্তর্ভূক্ত করার দাবি তোলা হয়। জেলার এক পুলিশ এক কর্তা জানান, সে সমস্ত দিক লক্ষ্য রেখেই অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) এবং সিআই নকশালবাড়ির পদ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়।

সরকারি উদ্যোগে দশকর্মা ভাণ্ডার শিলিগুড়িতে
এবার সরকারি উদ্যোগে তৈরি হবে ‘দশকর্মা ভাণ্ডার’। সব কিছু ঠিকঠিক থাকলে আগামী কিছুদিনের মধ্যে শিলিগুড়ি শহরের কিরণচন্দ্র শ্মশানঘাটে তৈরি হতে চলছে সরকারি উদ্যোগে প্রথম চালু হবে ওই ধরণের ভাণ্ডার। চলতি সপ্তাহে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) বোর্ড মিটিঙে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসজেডিএ-র চেয়ারম্যান তথা শহরের বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য বলেন, “২৪ ঘণ্টা ওই ভান্ডারটি খোলা রাখার ব্যবস্থা করা হবে। কোনও সমবায় সংস্থার মাধ্যমে ভান্ডারটি পরিচালনা করা হবে।” এসজেডিএ সূত্রের খবর, সম্প্রতি উত্তরবঙ্গ পুরোহিত উন্নয়ন সমিতির সদস্যরা সংস্থার চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। শ্মশানঘাটের বর্তমান অবস্থা তাঁরা জানিয়ে পুরোহিতদের বসার জায়গা, সঠিক স্নানের ব্যবস্থা, পানীয় জল, শৌচগারের পাশাপাশি দশকর্মা ভান্ডারের বিষয়টি চেয়ারম্যান রুদ্রবাবুকে জানান। তিনি পুরসভার সঙ্গে কথা বলে বিষয়টি সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন। এর পরেই গত বোর্ড মিটিঙে রুদ্রনাথবাবু নিজেই বিষয়টি তোলেন। পসব মিলিয়ে প্রায় ৮০ লক্ষ টাকার মত শ্মশানঘাটে খরচ হবে বলেও ঠিক হয়েছে। পুরোহিত উন্নয়ন সমিতির সভাপতি কালীকুমার চক্রবর্তী বলেন, “আশা করি তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে।” শ্মশানঘাটের গেটের ডান দিকে নতুন করে রেজিস্ট্রেশন অফিস তৈরি করা হবে। এর পিছনেই পুরসভা থেকে নিয়োগ করা কর্মীদের থাকার ঘরের ব্যবস্থা থাকবে। বসার জায়গা তৈরি হবে। তার সামনে একটি গ্রিলে ঢাকা বিশ্রামাগার রয়েছে। তার সামনেই দেহের স্নানের ব্যবস্থা হতে পারে। নদীর দিকে শৌচাগার, স্নানের ব্যবস্থা থাকবে।

শিশুমৃত্যুর তদন্ত শুরু
ওদলাবাড়ির শিশুর মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করল মালবাজার থানার পুলিশ। গত ১৩ অগস্টখ দক্ষিণ ওদলাবাড়ির কালিবাড়ির বাসিন্দা ঝুটন পালের ৩ বছরের ছেলে আকাশের দেহ বাড়ি থেকে সামান্য দূরে ঝোরা থেকে উদ্ধার হয়। ঘটনার ১৭ দিন পরেও পুলিশ তদন্ত শুরু না করা এবং লিখিত অভিযোগ নিতে টালবাহানার অভিযোগ তুলে গত বুধবার ওদলাবাড়ির বাসিন্দারা ৫ ঘণ্টা রাজ্য ও জাতীয় সড়ক দফায় দফায় অবরোধ করে বিক্ষোভ দেখান। ওই দিন সন্ধ্যায় আকাশের বাবা ঝুটন পাল আকাশকে খুন করা হয়েছে বলে মালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আন্দোলনের ডাক
কয়লা কেলেঙ্কারি-সহ বিভিন্ন দুর্নীতি, মূল্যবৃদ্ধি, সামাজিক নিপীড়ন এবং সন্ত্রাসের বিরুদ্ধে আজ, শুক্রবার দেশ জুড়ে জেলভরো আন্দোলনের ডাক দিয়েছে সিপিআই (এমএল) লিবারেশন। সেই মতো ওই দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ারের মতো মহকুমা শহরেও তারা আন্দোলনে সামিল হবেন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন তাঁরা।

কফি উৎসব
‘কফি ফেস্টিভ্যাল’ হচ্ছে শিলিগুড়িতে। বৃহস্পতিবার শিলিগুড়ির বিধানরোডে একটি হোটেলের ‘কাফে’-তে তা শুরু হয়। ‘কাফে কফি ডে’-এর উদ্যোগে এই উৎসব হচ্ছে। শহরের উদ্যোক্তাদের ৪ টি ‘কাফে’-তে উৎসব চলছে। কাফেগুলির ৩ টি শপিংমলে ও একটি হোটেলে। উৎসাহীরা কফি তৈরির বিভিন্ন প্রক্রিয়া জানতে পারছেন। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত উৎসব চলবে।

আগুন
গ্যাস সিলিণ্ডার ফেটে একটি বাড়ির আংশিক পুড়ে গিয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার লেকটাউনে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় কেউ জখম হয়নি।

আইনমনন্ত্রীর সওয়াল
হাইকোর্ট যে দিন নির্দেশ দেবে, সে দিন থেকেই অস্থায়ী সার্কিট বেঞ্চ চালু করতে পারবে সরকার। জলপাইগুড়িতে বৃহস্পতিবার এই দাবি করেছেন আইনমন্ত্রী মলয় ঘটক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.