টুকরো খবর
ক্লিস্টার্সের বিদায় হার ভূপতিদের
ফ্লাশিং মেডোয় তিনি তিন বারের চ্যাম্পিয়ন। তাই খুব স্বাভাবিক ছিল যখন মাস পাঁচেক আগে নিজের সবথেকে পছন্দের গ্র্যান্ড স্ল্যামকেই নিজের অবসরের মঞ্চ বেছে নিয়েছিলেন। কিন্তু টেনিসকে পাকাপাকি বিদায় জানানোর লগ্নটা যে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডেই চলে আসবে, সেটা বোধহয় বিশ্বের প্রাক্তন এক নম্বর নিজেও ভাবেননি। যে কারণে প্রিয় আর্থার অ্যাশ স্টেডিয়ামে ব্রিটিশ টিনএজার লরা রবসনের কাছে ৬-৭, ৬-৭ হারার পরে কিম ক্লিস্টার্স বলেই ফেলেছেন, “অবসর নেওয়ার এর থেকে আদর্শ জায়গা আর ছিল না। খালি বিদায় নেওয়ার দিনটা আজ না হয়ে পরের কোনও একটা দিন হলে আরও ভাল লাগত।” পুরুষদের ডাবলসের প্রথম রাউন্ডে অপ্রত্যাশিত ছিটকে গেলেন মহেশ ভূপতি-রোহন বোপান্নাও। অলিম্পিক বিতর্ক এবং ডেভিস কাপ দল থেকে বাদ পড়ার জের কি না বলা কঠিন, তবে অষ্টম বাছাই জুটি ৩-৬, ৬-৭ হারলেন অবাছাই অস্ট্রেলীয় জুটি ম্যাথু এবডেন-বার্নার্ড টমিচের কাছে। দ্বিতীয় রাউন্ডে বিদায় নিলেন জো উইলফ্রেড সঙ্গাও। অখ্যাত তরুণ মার্টিন ক্লিজানের কাছে হারলেন ৪-৬, ৬-১, ১-৬, ৩-৬। অন্য দিকে, মহেশের সঙ্গে জুটি ভেঙে যাওয়ার পর ব্রিটেনের কলিন ফ্লেমিংয়ের সঙ্গে মিক্সড ডাবলসে নতুন জুটি বেঁধে সানিয়া মির্জা প্রথম রাউন্ডে ৬-২, ৭-৬ হারালেন আন্দ্রিয়া পেটকোভিচ-এরিক বুটোর্যাক জুটিকে। পুরুষদের ডাবলসে সহজ জয় পেলেন লিয়েন্ডার পেজ-রাদেক স্টোপানেক জুটি। জার্মান জুটি ডাস্টিন ব্রাউন-ক্রিস্টোফার কাসকে তাঁরা হারালেন ৬-৩, ৬-৩।

শনিবার উদ্বোধন কাঞ্চনজঙ্ঘার ফ্লাডলাইটের
আগামী কাল শনিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ফ্লাড লাইটের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের শিলান্যাস করবেন তিনি। বেলা ১১ টা নাগাদ ওই মঞ্চ থেকেই ‘রিমোট কনট্রোল’-এর সাহায্যে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ফ্লাড লাইট উদ্বোধন করবেন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ কর্তৃপক্ষ। ক্রীড়া পরিষদের সচিব অরূপ রতন ঘোষ বলেন, “উদ্বোধন উপলক্ষ্যে সন্ধ্যায় উত্তরবঙ্গ উন্নয়ন একাদশের সঙ্গে মহকুমা ক্রীড়া পরিষদ একাদশের একটি ফুটবল ম্যাচ হবে।” ২০ সেপ্টেম্বর থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ফেডারেশন কাপ ফুটবল খেলা নিয়ে প্রস্তুতি চলছে। গ্রুপ-বি এবং গ্রুপ-সি’র ৮ টি দল এই মাঠে খেলবে। প্রতিদিন ২টি করে ম্যাচ হবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। ২৭ সেপ্টেম্বর সেমি ফাইনাল এবং ৩০ সেপ্টেম্বর ফাইনাল খেলা হবে কাঞ্চনজঙ্ঘার মাঠে। গ্রুপ-বি-তে রয়েছে মোহন বাগান, চার্চিল ব্রাদার্স, এয়ার ইন্ডিয়া এবং যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা প্রথম দল (কোয়ালিফাই-১)। গ্রুপ-সি’তে ইস্টবেঙ্গল, স্পোর্টিং ক্লাব দ্যা গোয়া, ওএনজিসি এবং যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা দ্বিতীয় দল (কোয়ালিফাই-২)। ২০ সেপ্টেম্বর মোহনবাগান বনাম চার্চিল ব্রাদার্স, এয়ার ইন্ডিয়া বনাম কোয়ালিফাই-১। ২১ সেপ্টেম্বর ওএনজিসি’র সঙ্গে খেলবে কোয়ালিফাই-২। ইস্টবেঙ্গল খেলবে গোয়ার সঙ্গে। ২২সেপ্টেম্বর মোহনবাগান খেলবে এয়ার ইন্ডিয়ার সঙ্গে, চার্চিল ব্রাদার্সের সঙ্গে খেলবে কোয়ালিফাই-১। ২৩ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল বনাম ওএনজিসি, গোয়া বনাম কোয়ালিফাই-২। ২৪ সেপ্টেম্বর মোহনবাগান-কোয়ালিফাই-১, এয়ার ইন্ডিয়া-চার্চিল ব্রাদার্স। ২৫ সেপ্টেম্বর ইস্ট বেঙ্গল বনাম কোয়ালিফাই-২ এবং ওএনজিসি বনাম গোয়া। ম্যাচ কখন হবে ৮ সেপ্টেম্বর বৈঠকে তা ঠিক হবে।

মোহন সমর্থককে ‘ক্ষমা’ করে দিলেন সুব্রত
মধুরেণ সমাপয়েৎ। আদালত চত্বরে সুব্রত-সঞ্জয়। ছবি: শঙ্কর নাগ দাস
চার বছর আগে যাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন, সেই সুব্রত ভট্টাচার্যের পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে নিলেন এক মোহনবাগান সমর্থক। সুব্রতও সেই সবুজ-মেরুন ভক্ত সঞ্জয় মুখোপাধ্যায়কে বুকে জড়িয়ে নিয়ে বললেন, নিজের দল না জিতলে সমর্থকেরা উত্তেজিত হয়ে পড়েন। বিক্ষোভ দেখানোটাও খুব স্বাভাবিক। ২০০৮ সালে সুব্রত চিরাগের কোচ থাকাকালীন ৮ অগস্ট মোহনবাগানের সঙ্গে একটা ম্যাচ ড্র করে। ম্যাচ শেষে সবুজ-মেরুন ড্রেসিংরুমে ফুটবলারদের সঙ্গে দেখা করতে যান মোহনবাগানের ‘ঘরের ছেলে’ সুব্রত। সেখানেই কিছু মোহনবাগান সমর্থক তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখান। ধাক্কাধাক্কিও হয়। ঘটনার জেরে পুলিশে অভিযোগ করেন সুব্রত। সেই রাতেই পুলিশের হাতে গ্রেফতার হন সঞ্জয়। ব্যাপারটা আদালত পর্যন্ত গড়ালেও শুনানির তারিখ পিছতে থাকে। শেষ পর্যন্ত চার বছর পরে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে সেই মামলার নিষ্পত্তি হল। তাঁর বিরুদ্ধে মামলা খারিজ করার জন্য হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন সঞ্জয়। বিচারপতি কনোয়ালজিৎ সিংহ আলুহওয়ালিয়া এ দিন সুব্রতর কাছে জানতে চান, তিনি সঞ্জয়কে ক্ষমা করেছেন কিনা। সুব্রত সঙ্গে সঙ্গে বলেন, অভিযুক্তকে তিনি ক্ষমা করেছেন। সঞ্জয়ও নিজের দোষ স্বীকার করে নিলে মামলা খারিজ হয়ে যায়।

ইউরোপ যুদ্ধ জিতলেন দু’ভোটে, বর্ষসেরা ইনিয়েস্তা
ইনিয়েস্তাকে মেসির অভিনন্দন। পিছনে রোনাল্ডো। ছবি: রয়টার্স
স্পেনকে ইউরো চ্যাম্পিয়ন করার পিছনে যাঁর ভূমিকা সবচেয়ে বেশি সেই আন্দ্রে ইনিয়েস্তাকেই ফুটবল সাংবাদিকরা বেছে নিলেন ইউরোপের এ বছরের সেরা ফুটবলার হিসেবে। মোনাকোর গ্রিমাল্ডি ফোরামে ইনিয়েস্তা পিছনে ফেলে দিলেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। ইউরোপের ৫৩ জন ফুটবল সাংবাদিকের মধ্যে তাঁকে ভোট দিয়েছেন ১৯ জন। স্পেনীয় সুপার কাপ রিয়াল মাদ্রিদের হাতে ওঠার পর দিন অমীমাংসিত থেকে গেল মেসি বনাম রোনাল্ডো ভোটের লড়াই। ১৭টি করে ভোট পেয়েছেন দুই তারকাই। একই অনুষ্ঠানে এই বছরের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপের জন্য লটারিও হল। যেখানে গ্রুপ অফ ডেথ-এ ম্যাঞ্চেস্টার সিটি। তাদের সঙ্গে আছে রিয়াল মাদ্রিদ, আয়াখ্স এবং ডর্টমুন্ড। তবে সহজ গ্রুপ পেল এসি মিলান, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, আর্সেনাল। গত বারের চ্যাম্পিয়ন চেলসির গ্রুপে রয়েছে জুভেন্তাস। বার্সেলোনার গ্রুপে আছে বেনফিকা।

দারুণ শুরু অনির্বাণের
রয়্যাল লাইথাম ওপেনে তাঁর চাঞ্চল্যকর হোল-ইন-ওয়ন নিয়ে গল্ফ দুনিয়ায় চর্চা এখনও থামেনি। তার মধ্যেই আবার নজর কাড়লেন অনির্বাণ লাহিড়ী। এ বার কনকনে ঠান্ডা আর বৃষ্টি উপেক্ষা করে ইউরোপীয় মাস্টার্সের প্রথম রাউন্ডে পাঁচ-আন্ডার ৬৬ স্কোর করে শুরুতেই লিয়ারবোর্ডে দ্বিতীয় স্থানে উঠে এসে। এ দিন কঠিন পরিস্থিতির মধ্যে দশ নম্বর টি থেকে শুরু করে বিশ্বের ২১৭ নম্বর অনির্বাণ নিজের প্রথম নয় হোলের মধ্যেই চারটি বাড়ি পেয়ে যান। এর পরে ফিরতি নয়ের প্রথম হোলটাই আবার বার্ডি। “আমি সেরা ফর্মে নেই। কিন্তু অসম্ভব একাগ্র আর আত্মবিশ্বাসী লাগছে।” বলেছেন অনির্বাণ। তবে অনির্বাণ মনে করেন ভাগ্য তাঁকে সাহায্য করেছে, “আমি ভাগ্যবান ছিলাম। সকালে যখন শুরু করি, আবহাওয়া তুলনায় অনেক ভাল ছিল। পরের দিকে খারাপ হয়ে যায়।” গগনজিৎ ভুল্লার ৭২, চিরাগ কুমার ৭৭ স্কোর করলেন।

ধোনি বনাম কোহলি
মহেন্দ্র সিংহ ধোনি বনাম বিরাট কোহলি! এক দিনের ক্রিকেটে বর্ষসেরার লড়াই এখন টিম ইন্ডিয়ার অধিনায়কের সঙ্গে তাঁর নিজের দলের অন্যতম সেরা ব্যাটসম্যানেরও। আইসিসি বর্ষসেরার চুড়ান্ত তালিকায় ধোনি-কোহলির পাশাপাশি রয়েছেন লাসিথ মালিঙ্গা এবং কুমার সঙ্গকারা। সচিন তেন্ডুলকর রয়েছেন ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’-এর দৌড়ে। যদিও সেরা টেস্ট বা টি-টোয়েন্টি ক্রিকেটারের তালিকায় নেই ভারতের একজনও।

হলদিয়ায় শুরু রাজ্য স্তরের টেবিল টেনিস
ছবি: আরিফ ইকবাল খান।
আজ, শুক্রবার শেষ হচ্ছে ইন্ডিয়ান অয়েল আয়োজিত টেবিল টেনিস প্রতিযোগিতা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘সরোজ ঘোষ মেমোরিয়াল স্টেট র‌্যাঙ্কিং টেবিল টেনিস’ নামে রাজ্য স্তরের এই প্রতিযোগিতা। হলদিয়া টাউনশিপের আইওসি এমপ্লয়িজ ক্লাবে এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে প্রায় ৩০০ জন যোগ দিয়েছেন এক সঙ্গেই দশটি টেবিলে সাব-জুনিয়র থেকে সিনিয়র লেভেলে খেলা চলছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.