ক্যশিয়ারের বিরুদ্ধে লক্ষাধিক টাকা নয়ছয়ের অভিযোগ তুললেন খোদ বিডিও। খড়্গপুর মহকুমার সবং ব্লকের ঘটনা। ক্যাশিয়ার দেবাশিস চক্রবর্তীর বিরুদ্ধে থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেন বিডিও দীপাঞ্জন দে। পুলিশ জানায়, অভিযুক্ত ক্যাশিয়ার পলাতক। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অরিন্দম দত্ত বলেন, “অভিযুক্ত ক্যাশিয়ারকে সাসপেন্ড করা হবে। বিভাগীয় তদন্তও শুরু হবে।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ব্লক অফিসের উন্নয়ন তহবিলের প্রায় সাড়ে ১৬ লক্ষ টাকা অফিসের ভল্টে রাখা ছিল। বৃহস্পতিবার উন্নয়ন খাতে সেই অর্থ খরচের জন্য ভল্ট খুলতেই দেখা যায় পড়ে রয়েছে মাত্র ৩ লক্ষ ৩২ হাজার টাকার মতো। ক্যাশিয়ারকে জিজ্ঞেস করা হলেও বাকি টাকার খোঁজ দিতে পারেননি তিনি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ক্যাশিয়ারকে উপযুক্ত ব্যাখ্যা দেওয়ার জন্য সময়ও দেওয়া হয়েছিল। এমনকি টাকা ফিরিয়ে দিলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না বলেও আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও লাভ হয়নি। ক্যাশিয়ার উধাও হওয়া টাকার সন্ধান বা টাকা ফেরত কোনটাই দিতে পারেননি। এরপরেই ৩ অগষ্ট থানাতে অভিযোগ দায়ের করেন বিডিও। অভিযোগ দায়ের হওয়ার পরের দিন থেকেই অফিসে আসা বন্ধ করে দেন অভিযুক্ত ক্যাশিয়ার। পুলিশ জানিয়েছে, পলাতক ওই ক্যাশিয়ারের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সন্ধান পেলেই গ্রেফতার করা হবে।
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক কোবরা জওয়ানের। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে গোয়ালতোড় থানা এলাকার মহালিসাই জঙ্গলের কাছে। মৃতের নাম ঠাকুরদাস মিশ্র (২৬)। বাড়ি গোয়ালতোড় থানা এলাকার পিয়াশালা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কয়াবাঁধ গ্রামে। ঠাকুরদাসবাবু কোবরা বাহিনীর ২০৭ ব্যাটেলিয়ানের গোয়েন্দা বিভাগের জওয়ান ছিলেন। বর্তমানে তিনি পিঁড়াকাটা ক্যাম্পে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, বুধবার তথ্য সংগ্রহ করতেই গোয়ালতোড়ে গিয়েছিলেন তিনি। স্থানীয় কয়েকজনের সঙ্গে গোয়ালতোড়-হুমগড় রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই পা পিছলে পাশের একটি বড় খালে পড়ে যান বলে সঙ্গীদের দাবি। জলের স্রোত বেশি থাকায় বেশ কিছুটা ভাসতে ভাসতে চলে যান। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে গোয়ালতোড় গ্রামীণ হাসপাতালেনিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, “এক জওয়ানের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতদেহ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।”
|
গোদাপিয়াশাল এমজিএম হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতা হল বুধবার। পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় যোগদান করেন। ছাত্রীদের মধ্যে ছিল কাবাডি প্রতিযোগিতা আর ছাত্রদের নিয়ে ফুটবল। কবাডি প্রতিযোগিতায় দ্বাদশ শ্রেণির ছাত্রীরা জয়ী হন। তবে ফুটবলে জয়লাভ করেছে দশম শ্রেণির ছাত্রেরা। ক্রীড়া শিক্ষক সুকুমার দাস বলেন, “স্বাস্থ্য ও মন ভালো রাখার পাশাপাশি পড়ুয়াদের প্রতিভার বিকাশ ঘটাতে সাহায্য করে এই প্রতিযোগিতা।”
|
বদলি হয়ে গেলেন খড়্গপুরের মহকুমাশাসক সুদত্ত চৌধুরী। তাঁর জায়গায় দায়িত্বে এলেন আর বিমলা। সুদত্তবাবু প্রায় দু’বছর খড়্গপুরের মহকুমাশাসকের দায়িত্ব পালন করেছেন। ২০১০ সালের ২৯ অক্টোবর তিনি এই পদে যোগ দিয়েছিলেন। প্রশাসন সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর দফতরে তাঁর বদলি হয়েছে। বৃহস্পতিবার সুদত্তবাবু নতুন মহকুমাশাসককে দায়িত্ব বুঝিয়ে দেন। |