টুকরো খবর |
ক্ষুরের ঘায়ে গলা রক্তাক্ত, তাতেও তাড়া হামলাকারীকে |
নিজস্ব সংবাদদাতা • বাগনান |
গলা দিয়ে তখন ক্ষুরের আঘাতে রক্ত ঝরে পড়ছে। ওই অবস্থাতেই ধাওয়া করলেন আক্রমণকারীকে। আশপাশের লোকজন হঠাৎ দেখলেন গলায় হাত দিয়ে রক্তাক্ত যুবক তাড়া করছেন যুবককে। হতভম্ব ভাব কাটতেই স্থানীয় বাসিন্দারা তাড়া করে ধরে ফেললেন আক্রমণকারী যুবককে।
বৃহস্পতিবার বিকেল। ঘটনাস্থল হাওড়ার বাগনানের নবাসন গ্রাম এলাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘প্রেমিকা’কে উত্ত্যক্ত করার অভিযোগেই মৃত্যুঞ্জয় হালদার নামে ওই ব্যবসায়ীর গলায় ক্ষুর চালিয়েছিলেন ‘প্রেমিক’ কৌশিক আইচ। পুলিশ ‘প্রেমিক-প্রেমিকা’, দু’জনকেই ধরেছে। ধৃতেরা যাদবপুর থানা এলাকার বাসিন্দা। আহত মৃত্যুঞ্জয়ের বাড়ি কুলপির চকদুলালপুর গ্রামে। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। পুলিশ সূত্রের খবর, মৃত্যুঞ্জয় ও তাঁর এক বন্ধু বাগান তৈরি সংক্রান্ত ব্যবসা করেন। ওই সংস্থাতেই চাকরি করেন কৌশিক ও তাঁর ‘প্রেমিকা’। কৌশিকের অভিযোগ, সম্প্রতি ‘প্রেমিকাকে’ কুপ্রস্তাব দিচ্ছিলেন মৃত্যুঞ্জয়বাবু। সেই ‘আক্রোশেই’ তিনি মৃত্যুঞ্জয়বাবুকে আক্রমণ করেছেন বলে পুলিশের প্রাথমিক ভাবে ধারণা। মৃত্যুঞ্জয়বাবুর অভিযোগ, “ওরা দু’জন বাগান তৈরির বরাত পাওয়া জায়গা দেখানোর নাম করে নবাসন গ্রামের কাছে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল। সেখানেই কৌশিক আমার গলায় ব্লেড চালিয়ে দেয়।”
|
কলেজে ভাঙচুর, ঘেরাও শিক্ষকেরা |
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্র নেতাকে চড় মারার অভিযোগ তুলে কলেজে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল টিএমসিপি-র বিরুদ্ধে। বৃহস্পতিবারের ওই ঘটনায় যদিও খানাকুলের রাজা রামমোহন মহাবিদ্যালয়ের ওই শিক্ষক সুরজিৎ গুপ্তর দাবি, তিনি ওই ছাত্রের অভব্য আচরণের প্রতিবাদ করেছিলেন মাত্র। ওই ঘটনার জেরে ক্ষিপ্ত ছাত্রেরা কলেজ গেটে তালা ঝুলিয়ে দেয়। রাত পর্যন্ত শিক্ষকদের ঘেরাও করে রাখে। শেষ পর্যন্ত কলেজ পরিচালন সমিতির সভাপতি পুড়শুড়ার বিধায়ক পারভেজ রহমনের মধ্যস্থতায় ঘেরাও ওঠে। ওই ঘটনার জেরে দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে সুরজিৎবাবু পরিচালন সমিতির কাছে চিঠি দিয়েছেন। কলেজ সূত্রের খবর, অধ্যক্ষ দেবব্রত মজুমদারের অবর্তমানে সুরজিৎবাবু কলেজের টিচার ইনচার্জের দায়িত্ব সামলাচ্ছেন। সুরজিৎবাবু বলেন, “এ দিন সন্দীপ দলুই-সহ কয়েকজন ছাত্র শারীরশিক্ষা বিভাগে অতিরিক্ত ভর্তি নেওয়ার দাবিতে আমার সঙ্গে কথা বলতে আসেন। সেটা সম্ভব নয় জানানোর পর সন্দীপ আমার প্রতি অত্যন্ত অশালীন ভাষা প্রয়োগ করে। আমি কেবল তারই প্রতিবাদ করেছি। কাউকে চড় মারিনি।” কলেজের টিএমসিপি নেতা দিনেশ রানার অবশ্য দাবি, “টিচার ইনচার্জ সন্দীপকে চড় মেরেছেন। তিনি অন্যায় স্বীকার না করায় আমরা ঘেরাও করি।” ওই কলেজের পরিচালন সমিতির সভাপতি পারভেজবাবু বলেন,“টিচার ইনচার্জ আমাকে ঘটনার কথা প্রাথমিকভাবে কিছু জানাননি।”
|
তারকেশ্বরে সিপিআই নেতাকে মারধর, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • তারকেশ্বর |
সত্তরোর্ধ্ব এক সিপিআই নেতাকে মাথায় রড দিয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে তারকেশ্বরের তেঘরি মোড়ের ঘটনা। নিতাইচরণ মালিক নামে তুল্যান গ্রামের বাসিন্দা ওই সিপিআই নেতা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় তৃণমূল নেতা অশোক রায়, জহর ধারা-সহ ৫ জন ঘটনায় অভিযুক্ত। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত জহর ধারাকে গ্রেফতার করেছে। বাকিরা পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত ২৮ ফেব্রুয়ারি বন্ধের দিন তুল্যান গ্রামের সিপিআই সমর্থকদের সঙ্গে তৃণমূল সমর্থকদের মারপিট হয়। সিপিআইয়ের পক্ষ থেকে তৃণমূলকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। নিতাইবাবুর অভিযোগ, ওই অভিযোগ তুলে নেওয়ার জন্য গত দু’মাস ধরে চাপ দিচ্ছে তৃণমূল। কিন্তু অভিযোগ না তোলায় তাঁর উপর এই হামলা। সিপিআইয়ের জেলা সম্পাদক প্রিয়রঞ্জন পাল অভিযোগ করেন, “বিনা প্ররোচনায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। পঞ্চায়েত ভোটের আগে তারা পরিকল্পিত ভাবে আতঙ্ক তৈরি করছে।” অন্যদিকে এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় বলে দাবি করে তৃণমূল নেতা ও তারকেশ্বর পুরসভার প্রধান স্বপন সামন্ত বলেন, “আমাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।”
|
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রহৃত চার ছাত্রী |
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
ইভটিজিং এর প্রতিবাদ করায় বেধড়ক মার খেতে হল চার ছাত্রীকে। বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে আরামবাগের খানপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরামবাগের খানপুর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের চার ছাত্রী এদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় স্কুলের অদূরেই কয়েকজন কিশোর তাদের উদ্দেশ্যে কটূক্তি করে। ছাত্রীদের মধ্যে একজন প্রতিবাদ করে। তখন প্রসেনজিৎ সিংহ নামে এক যুবক ওই ছাত্রীটিকে মারধর করতে থাকে। তাকে মারতে দেখে অন্যরা এগিয়ে এলে তাদের উপরেও চড়াও হয় বাকি ওই কিশোররা। হইচই শুনে স্থানীয় বাসিন্দাদের ছুটে আসতে দেখে তারা পালিয়ে যায়। ওই ছাত্রীরা বাড়ি পৌঁছে ঘটনা জানালে অভিভাবকরা স্কুলে যান। এরপর আহত ছাত্রীদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আরামবাগ মহাকুমা হাসপাতালে। স্কুলের পক্ষ থেকে প্রসেনজিৎ সিংহ, কার্তিক সিংহ এবং ছোট্টু মালিক নামে তিন কিশোরের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ১২ বছরের কার্তিক সিংহকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।
|
দুর্ঘটনায় মৃত্যু দুই বাইকআরোহীর |
নিজস্ব সংবাদদাতা • দাদপুর |
দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মেরে মৃত্যু হল দুই মোটরসাইকেল আরোহীর। বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে দাদপুরের গোবিন্দপুরে। পুলিশ জানায়, মৃতদের নাম সুদীপ্ত বসু রায়(৩৬) এবং শেখ সাবির (২৮)।
|
দুর্ঘটনা, জখম ১ |
ট্যাক্সি ও একটি পরিবহণ সংস্থার লরির সংঘর্ষে জখম হলেন ট্যাক্সির এক যাত্রী। বৃহস্পতিবার, বালিঘাট স্টেশনের কাছে। পুলিশ জানায়, লরিটি আটক হলেও চালক পলাতক। পরিবহণ সংস্থার এক জন গ্রেফতার হন। আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি। |
|