টুকরো খবর |
কর্নাটকে গ্রেফতার লস্করের ঘনিষ্ঠ সাংবাদিক-সহ ১১ |
সংবাদসংস্থা • বেঙ্গালুরু |
সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে স্থানীয় এক ইংরেজি দৈনিকের সাংবাদিক-সহ ১১ জনকে গ্রেফতার করল পুলিশ। কর্নাটক পুলিশের ডিরেক্টর জেনারেল লালরোখুমা পচৌ জানিয়েছেন, ধৃতদের মধ্যে ছ’জনকে বেঙ্গালুরু ও পাঁচ জনকে উত্তর কর্নাটকের হুবলি থেকে ধরা হয়েছে। গত তিন মাস ধরে এদের গতিবিধি নজরে রাখছিলেন গোয়েন্দারা। ডিজি’র দাবি, প্রাথমিক ভাবে যে তথ্য মিলেছে, তাতে দেখা গিয়েছে সৌদি আরব থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা মদত জোগাচ্ছিল ধৃতদের। ইন্ডিয়ান মুজাহিদিন এবং হুজির সঙ্গেও তাদের যোগ ছিল। এদের ধরা সম্ভব হওয়ার রাজ্যে বড় ধরনের হিংসা এড়ানো সম্ভব হল বলেও মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি নিজের কলামে ইসলাম বিরোধী মন্তব্য করায় কন্নড় কাগজের এক লেখককে খুন করার ষড়যন্ত্র করেছিল ধৃতরা। তাদের কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও ল্যাপটপ মিলেছে। বেঙ্গালুরু পুলিশের কমিশনার জে পি মির্জি পরে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ল্যাপটপের তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে বিদেশি সন্ত্রাসবাদী মদতে রাজ্যে হামলার ছক কষেছিল এই ১১ জন। হুবলির বিজেপি সাংসদ প্রহ্লাদ জোশী, রাজ্যের একাধিক বিধায়ক, নামী সাংবাদিকের মতো উল্লেখযোগ্য ব্যক্তিদের খুন করারও পরিকল্পনা করেছিল তারা, যাতে রাজ্যে হিংসা ছড়িয়ে পড়ে। রাজ্য জুড়ে রাতভর তল্লাশি চালিয়ে ধরা হয়েছে এদের। মির্জি আরও জানান, ধৃতরা রাজ্যের বাইরেও সন্ত্রাসবাদী কার্যকলাপ ছড়ানোর পরিকল্পনা করছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। এ দিকে, দিল্লিতে ২০০৫ সালে সত্যম ও লিবার্টি সিনেমা হলে জোড়া বিস্ফোরণের ঘটনায় আদালতে দোষ স্বীকার করল বব্বর খালসা জঙ্গি জগতার সিংহ-সহ চার জন। এদের মধ্যে জগতার পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংহ খুনে যাবজ্জীবন সাজা খাটছেন।
|
মিলছে না খাবার, মৃত্যুই চায় ৬ অনাথ |
সংবাদসংস্থা • লখনউ |
বাবা-মা নেই। বেঁচে থাকার জন্য ন্যুনতম খাবারটুকুও অমিল। তাই জীবন শেষ করতে চেয়ে জেলাশাসকের কাছে আবেদন করল ছয় ভাই-বোন। উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে ১২৫ কিলোমিটার দূরে কনৌজে ঘটনাটি ঘটেছে। তিন ভাই এবং তিন বোনের সকলেরই বয়স ১৪ বছরের নীচে বলে জেলাশাসক দফতর সূত্রে খবর। কনৌজের জেলাশাসক সেলভা কুমারী খবরের সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ছয় ভাইবোনের মধ্যে সব থেকে বড় শিশুটি তাঁর দফতরে এসে আবেদনপত্রটি জমা দিয়ে যায়। সেলভা বলেন, “স্বেচ্ছামৃত্যুর ইঙ্গিত ছাড়াও চিঠিতে ওই শিশুরা জানিয়েছে, একটি জীবনবিমা থেকে প্রায় বেশ কিছু টাকা পাওয়ার কথা তাদের। অভিযোগ, সেই টাকা পাইয়ে দিতে বারো হাজার টাকা ঘুষ চেয়েছেন এক আধিকারিক।” এক বছর আগে তাদের বাবা-মা এক পথ দুর্ঘটনায় মারা যান। তার পর থেকেই অনাথ ছয় শিশু। তারা অভিযোগ করেছে, তাদের প্রায় আড়াই বিঘা জমি জবরদখল করেছে গ্রামেরই এক জন। অভিযোগের তদন্ত হবে বলে জানিয়েছেন জেলাশাসক।
|
হাজারিবাগে ধৃত ২ অস্ত্র ব্যবসায়ী |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
হাজারিবাগের চৌপারন জঙ্গল থেকে কাল আন্তর্জাতিক অস্ত্রকারবারী চক্রের দুই দালালকে বমাল পাকড়াও করেছে পুলিশ। রাজ্য পুলিশের মুখপাত্র রিচার্ড লাকড়া জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আমেরিকায় তৈরি একটি এম-১৬ রাইফেল, একটি পিস্তল, বুলেটপ্রুফ জ্যাকেট ও বেশ কিছু কার্তুজ। এ ছাড়াও ধৃতদের কাছ থেকে পাওয়া গিয়েছে নগদ ৯ লক্ষ টাকা এবং চারটি মোবাইল ফোন। পুলিশ জানিয়েছে, ধৃত ওই দু’জনই বিহারের বাসিন্দা। একজনের নাম অনিল যাদব। সে গয়ার বাসিন্দা। দ্বিতীয় জনের নাম প্রফুল্ল মালাকার। সে পটনার ভগবানগঞ্জের বাসিন্দা। বিহার-ঝাড়খণ্ড সীমানা সংলগ্ন বারাচট্টি-চৌপারন জঙ্গলে মাওবাদীদের অস্ত্র সরবরাহ করতে আসার কথা জেরার মুখে ধৃতরা কবুল করেছে বলে পুলিশের দাবি। এমনকী বিহার এবং ঝাড়খণ্ডের মাওবাদী জঙ্গিদের কাছে এর আগে তারা একে রাইফেল-সহ বহু আধুনিক অস্ত্র সরবরাহ করেছে বলেও স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, মাওবাদীদের হাতে যে আধুনিক অস্ত্র রয়েছে তার প্রমাণ আগেই মিলেছিল।
|
দরজা ভেঙে উদ্ধার দেহ |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক নার্সের মৃতদেহ। গত কাল রাতে গুয়াহাটির তরুণ নগর এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায় মৃতের নাম পূজা শইকিয়া (৪২)। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তরুণ নগরের একটি বাড়িতে থাকতেন পূজাদেবী। বাড়ির মালিক ডি এন পাঠক শুল্ক বিভাগের ইনস্পেক্টর। তিনি পুণেতে কর্মরত। গত ১৫ বছর ধরে বাড়ি রক্ষণাবেক্ষণের ভার ছিল পূজাদেবীর উপরেই। সোমবার হাসপাতালে রাত ডিউটির কাজ সেরে ভোরে বাড়ি ফেরেন তিনি। পড়শিরা জানান, তারপর থেকে তিনি আর বের হননি। গত কাল তাঁর ভাই দিদিকে ফোনে না পেয়ে রাতে ওই বাড়িতে হাজির হন। পড়শিদের সাহায্যে দরজা ভেঙে দেখা যায় পূজাদেবীর দেহ পড়ে রয়েছে। দেহে পচনও ধরেছে। পুলিশের সন্দেহ, এর পিছনে জমি মাফিয়াদের হাত থাকতে পারে। পুলিশ জানতে পেরেছে, গত কয়েকদিন ধরে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল।
|
ব্যবসায়ী পুত্র অপহৃত মেঘালয়ে |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
এক ব্যবসায়ীর ছেলেকে অপহরণ করল জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে মেঘালয়ের গারো পাহাড়ে। পুলিশ জানায়, আট জিএনএলএ জঙ্গি চোকপট এলাকা থেকে কোনু মহন্ত নামে এক তরুণকে অপহরণ করে। তার বাবা বাংলাদেশে কয়লা সরবরাহ করেন। সম্প্রতি গারো পাহাড়ের সব পেট্রোল পাম্প মালিক ও কয়লা ব্যবসায়ীকে জিএনএলএ একটি হুমকি চিঠি পাঠায়। তাতে ৫ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত তোলা হিসেবে দাবি করা হয়। পুলিশের সন্দেহ, টাকা না মেলায় ওই ব্যবসায়ী-পুত্রকে অপহরণ করা হয়েছে। যদিও পরিবারের দাবি, তাদের কাছে মুক্তিপণ চেয়ে এখনও কোনও
ফোন আসেনি।
|
মণিপুরে হত ২ জঙ্গি |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
গত ৪৮ ঘণ্টায় দুই জঙ্গিকে গুলি করে মারল মণিপুরের পুলিশ কম্যান্ডোরা। প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। পশ্চিম ইম্ফলের হারাওথেল কুকি গ্রামে জঙ্গি ও পুলিশের মধ্যে সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়। অন্য দিকে, গত কাল সন্ধ্যায় পূর্ব ইম্ফলে ইকো পার্কের কাছে কম্যান্ডোদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে এক জঙ্গি মারা যায়। মেলে একটি গ্রেনেড, একটি পিস্তল, বেশ কয়েকটি বোমা, পাঁচটি ডিটোনেটর।
|
বুন্ডুতে ধৃত দুই জঙ্গি |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
রাঁচির বুন্ডু থানা এলাকা থেকে আজ দুই কট্টর মাওবাদীকে পাকড়াও করল যৌথ বাহিনী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ল্যান্ডমাইন ও ক্যানবোমা। আজ সকালে সিআরপি জওয়ানদের নিয়ে বুন্ডুতে অভিযান চালায় রাঁচি জেলার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ত্রিভুবন সিংহ মুন্ডা এবং গণেশ মুন্ডা। ত্রিভুবনকে গ্রেফতার করা হয়েছে বুন্ডুর পর্তো এলাকা থেকে। আরাডি জঙ্গল থেকে ধরা হয়েছে গণেশ মুন্ডাকে।
|
আত্মঘাতী পুলিশ |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
গুমলা থানার পুলিশ লাইনের একটি গাছে আজ সকালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে এক পুলিশকর্মীর মৃতদেহ। ওই পুলিশকর্মীর নাম ইগনুস আইন্ড (৩০)। তিনি গুমলা থানার কনস্টেবল ছিলেন। গুমলা জেলা পুলিশের কর্তারা জানিয়েছেন, কিছু দিন ধরেই শারীরিক অসুস্থতার কারণে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন ওই কনস্টেবল। এ দিন তাঁর পকেটে কিছু ওষুধও পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ইগনুস আত্মহত্যা করেছেন।
|
হাউসবোটে আগুন |
সংবাদসংস্থা • তিরুঅনন্তপুরম |
আগুনে পুড়ে গেল দু’টি হাউসবোট। কেরলের আলাপ্পুঝার ঘটনা। মারা গিয়েছেন হাউসবোটের এক কর্মী। রান্নার গ্যাস থেকেই বিপত্তি বলে অনুমান।
|
বৃষ্টির কবলে |
সংবাদসংস্থা • শিমলা |
চলতি বর্ষায় হিমাচলপ্রদেশে মারা গিয়েছেন ২৬ জন। ভেঙে পড়েছে ১৮৯২টি বাড়ি। সম্পত্তির ক্ষতি ৮০০ কোটিরও বেশি। জানিয়েছেন রাজ্যেরই এক মন্ত্রী।
|
দুর্ঘটনায় মৃত্যু |
সংবাদসংস্থা • রাজামুন্দ্রি |
নিয়ন্ত্রণ হারিয়ে লরিকে ধাক্কা মারল অ্যামোনিয়া গ্যাস ভর্তি গাড়ি। এর পরই গ্যাস থেকে বিস্ফোরণ হয় গাড়িটিতে। মারা গিয়েছেন ৩ জন। অন্ধ্রপ্রদেশের ঘটনা।
|
জলে প্রতিবাদ |
সংবাদসংস্থা • হরদা |
বাঁধের জল ডুবিয়ে দিচ্ছে গ্রাম। তাই যথাযথ পুনর্বাসনের দাবিতে বুধবার থেকে কোমর-জলে দাঁড়িয়ে সত্যাগ্রহ শুরু করেছেন গ্রামবাসীরা। মধ্যপ্রদেশের ঘটনা।
|
উঠল নিষেধাজ্ঞা |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
এক সঙ্গে বহু এসএমএস পাঠানোর উপর নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র। অসম নিয়ে গুজব রুখতে ১৭ অগস্ট ‘বাল্ক এসএমএস’ বন্ধের নির্দেশ দেওয়া হয়।
|
বাড়ল হেফাজত |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
গীতিকা শর্মা আত্মহত্যা মামলায় গোপাল কাণ্ডার সহযোগী অরুণা চাড্ডাকে ফের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল দিল্লির আদালত। এ বার ১১ সেপ্টেম্বর পর্যন্ত।
|
বিদ্যুৎস্পৃষ্ট ৩ |
সংবাদসংস্থা • লখনউ |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক শিশুকন্যা-সহ তিন জন মহিলা। আহত আরও দুই। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা এখন স্থিতিশীল।
|
অস্ত্রপ্রসারে নিয়ন্ত্রণ |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দেশে বেআইনি অস্ত্রপ্রসার রুখতে নিম্ন আদালতগুলিকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। |
|