টুকরো খবর
আগাম ‘মার্জনা’ চাইলেন বিমান
সাম্রাজ্যবাদের বিরোধিতায় বামেদের ‘মহামিছিল’কে কেন্দ্র করে শনিবার কলকাতায় যানজট হবে বলে আগাম ‘মার্জনা’ চাইলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। ট্রেন, বিমানযাত্রীদের কাছে বিমানবাবুর অনুরোধ, তাঁরা যেন সেই দিন এক ঘণ্টা সময় হাতে রেখে বার হন। সাম্রাজ্যবাদ-বিরোধী ‘মহামিছিল’ শনিবার, ১ সেপ্টেম্বর দুপুর ১টায় রানি রাসমণি অ্যাভিনিউ থেকে শুরু হবে। ধর্মতলা, লেনিন সরণি, মৌলালি, এজেসি বোস রোড, এপিসি রোড, দীনেন্দ্র স্ট্রিট দিয়ে গিয়ে শেষ হবে উত্তর কলকাতার দেশবন্ধু পার্কে। সেখানে সভা হবে। বিমানবাবু বলেন, “ওই দিন যাঁরা বিমান ও ট্রেন ধরবেন, তাঁদের অসুবিধা হতে পারে। তাঁদের কাছে আগাম মার্জনা ভিক্ষা চাইছি।” তাঁর কথায়, “সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজপথ দিয়েই মিছিল করতে হবে। লক্ষ মানুষের সমাবেশ হবে। ফলে, কিছু অসুবিধা হবে।” বুদ্ধদেব ভট্টাচার্য কি মিছিলে যোগ দেবেন? বিমানবাবু বলেন, “ওঁর শরীর ভাল নয়। শুরুতে যেতে পারেন। মিছিলে হাঁটতে পারবেন না।” মিছিলে অ্যাম্বুল্যান্স পড়লে তা ছেড়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন বিমানবাবু।

সার্জেন্টকে মারের ঘটনায় ধৃত দুই
ট্রাফিক সার্জেন্টকে মারধরের ঘটনায় দুই যুবক গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার, গোপালনগর থেকে। ধৃতদের নাম অরুণ সিংহ এবং টু্ন্নু মুখোপাধ্যায়। পুলিশ জানায়, হেলমেট না পরে মোটরবাইক চালানোর অভিযোগে বুধবার ধৃতদের আটকেছিলেন টালিগঞ্জ ট্রাফিক গার্ডের সার্জেন্ট অনুজকুমার চাকলাদার। অভিযোগ, এর পরে লোক জুটিয়ে ওই সার্জেন্টকে মারধর করেন অরুণ এবং টুন্নু। এ দিন ধৃতেরা আলিপুর আদালত থেকে জামিন পান। অন্য দিকে, এক অটোচালককে ক্ষুর মারার ঘটনায় বুধবার রাতে এক যুবক গ্রেফতার হয়েছে। ধৃতের নাম রাশেদ। পুলিশ জানায়, সোমবার এন্টালি-পদ্মপুকুর এলাকায় নিয়ম ভেঙে অতিরিক্ত যাত্রী তুলতে না চাওয়ায় মহেশ সাউ নামে এক অটোচালককে ক্ষুর মারা হয়। সেই ঘটনায় রাশেদই মূল অভিযুক্ত বলে পুলিশের দাবি। বৃহস্পতিবার শিয়ালদহ আদালত ধৃতকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজত দেয়।

চারটি মৃতদেহ উদ্ধার
রবীন্দ্র সরোবর থেকে বৃহস্পতিবার এক ব্যক্তির দেহ উদ্ধার হল। মৃত হিরণ্ময় চক্রবর্তী (৬৮) কেন্দ্রীয় পূর্ত দফতরের কর্মী ছিলেন। ২৮ অগস্ট থেকে নিখোঁজ ছিলেন তিনি। এ দিনই সকালে পড়তে গিয়ে নিখোঁজ এক স্কুলছাত্রীর দেহ মেলে সাঁতরাগাছির ঝিলে। মৃত পমি মেউর (১৫) উত্তর শানপুরের বাসিন্দা। দুপুরে বেহালার মণ্ডলপাড়ার একটি পুকুরে নেপাল মাইতি নামে এক রিকশাচালকের দেহ মেলে। বুধবার রাতে বেলেঘাটার রাসমণি বাজারের একটি পুকুরে রবি চৌধুরী নামে এক ব্যক্তির দেহ মেলে।

বেতনের দাবিতে
বেতন, বার্ষিক ‘ইনক্রিমেন্ট’-এর দাবিতে বৃহস্পতিবার সিএসটিসি-র কর্মীদের একাংশ নিগমের এমডি-র কাছে বিক্ষোভ দেখান। কর্তৃপক্ষকে স্মারকলিপিও দেন। নিগমের সিপিএম-প্রভাবিত কর্মী সংগঠনের সম্পাদক রামপ্রসাদ সেনগুপ্ত বলেন, “অগস্টের শেষেও জুলাইয়ের বেতন পাইনি। মুসলিম কর্মীরা ঈদের অগ্রিম পাননি।” পরিবহণমন্ত্রী মদন মিত্র বলেন, “শীঘ্র ওই সব বকেয়া দেওয়ার চেষ্টা হচ্ছে।”

ভাঙা হল অবৈধ অংশ
অবৈধ নির্মাণ ভাঙল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার, ৬৭ নম্বর ওয়ার্ডের পিকনিক গার্ডেন রোডের একটি চারতলা বাড়ির। পুরসভা সূত্রে খবর, কাঁটাপুকুর এলাকায় কলোনির জমিতে মাস ছয়েক ধরে অবৈধ নির্মাণ চলছিল। পুর-কমিশনার খলিল আহমেদ বলেন, “নিদিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই অংশ ভাঙা হয়েছে।”

‘ধর্ষণ’, গ্রেফতার
নাবালিকাকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার হলেন এক জন। ধৃত বিমান বিশ্বাসের বাড়ি ওয়াটগঞ্জ থানা এলাকায়। পুলিশ জানায়, ওই বালিকাকে (১০) প্রায়ই নিজের বাড়িতে নিয়ে যেত বিমান। বুধবার সে অসুস্থ হয়ে পড়লে পরিজনেরা বিষয়টি জানতে পারেন। পুলিশ জানায়, ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে।

পুড়ে মৃত তরুণী
আগুনে পুড়ে মৃত্যু হল এক তরুণীর। বৃহস্পতিবার, চিৎপুর থানা এলাকায়। মৃত শামা পরভিনের (২০) বাড়ি বি টি রোডে। পুলিশ জানায়, পরিচারিকার কাজ করতেন শামা। আরজিকরে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.