টুকরো খবর
বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য ভর্তুকি ঘোষণা করল কেন্দ্র
দেশেই বৈদ্যুতিক গাড়ি তৈরিতে উৎসাহ জোগাতে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্র। কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের মতে, ২০২০ সালের মধ্যে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির বাজার তৈরির জন্য সার্বিক ভাবে ২০ থেকে ২৩ হাজার কোটি টাকা লগ্নির প্রয়োজন। এর মধ্যে আগামী পাঁচ/ছ’বছরে ১২,২৫০ থেকে ১৩,৮৫০ কোটি টাকা ভর্তুকি দেবে কেন্দ্র। উল্লেখ্য, এ মাসেই কেন্দ্র এই ভর্তুকি নীতির কথা ঘোষণা করবে বলে আনন্দবাজারেই প্রথম খবর প্রকাশিত হয়। মন্ত্রকের যুগ্ম সচিব অম্বুজ শর্মা জানান, ভর্তুকি নীতির খুঁটিনাটি পর্যায়ক্রমে তৈরি হবে। বিকল্প জ্বালানির ব্যবহার ও দূষণ কমানোর উদ্দেশ্যে দেশে বৈদ্যুতিক গাড়ির বাজার তৈরির জন্য ২০১১ সালের মার্চে গাড়ি শিল্পের সংগঠন সিয়াম-কে সঙ্গে নিয়ে ‘ন্যাশনাল হাইব্রিড/ইলেকট্রিক মোবিলিটি মিশন২০২০’ তৈরি করেছিল কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রক। মন্ত্রকের হিসেবে, ২০২০ সালের মধ্যে দেশে ৬০-৭০ লক্ষ বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি বিক্রির সম্ভাবনা রয়েছে। সে জন্যই ভর্তুকি নীতি তৈরির পথে হাঁটছে কেন্দ্র। বাকি প্রয়োজনীয় অর্থ জোগাবে গাড়ি শিল্পমহল।

মার্কিন বিনিয়োগ
দেখা হল ভারতে মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি জে পাওয়েল ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের। বৈঠকে ওই রাজ্যে মার্কিন বিনিয়োগের প্রস্তাব রাখেন রাষ্ট্রদূত।

সংস্থার নাম বদল
পূর্ব সিদ্ধান্ত মেনেই নাম বদল করল টাটা বিপি সোলার ইন্ডিয়া। নতুন নাম টাটা পাওয়ার সোলার সিস্টেমস। সংস্থা ঢেলে সাজতেই এই উদ্যোগ বলে জানিয়েছে তারা। চিফ এগ্জিকিউটিভ অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে অজয় গোয়েলকে। এখন থেকে এটি সম্পূর্ণ ভাবে টাটা পাওয়ারের শাখা সংস্থা হিসেবে গণ্য হবে।

ত্রৈমাসিক ফলাফল
চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের মুনাফা বেড়েছে ১০%। হয়েছে ৩৯১ কোটি টাকা। মোট আয় ১৯.৭% বেড়ে হয়েছে ৪৬৯৫.৫ কোটি। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নিট মুনাফা ১৩% বেড়ে হয়েছে ১২৪৬ কোটি টাকা। আর সুদ থেকে আয় বেড়েছে ২৬.৮%। দাঁড়িয়েছে ১০,৫৪৫ কোটিতে।

নতুন মোবাইল
আশা ব্র্যান্ডের আওতায় নয়া টাচ-স্ক্রিন মোবাইল বাজারে আনল নোকিয়া। সংস্থার দাবি, ‘আশা ৩০৫’ ও ‘আশা ৩১১’ নামে ফোন দু’টিতে ৩ গুণ বেশি গতিতে ইন্টারনেট ব্যবহার করা যাবে। ৪০টি গেম মিলবে বিনামূল্যে।

বাজারদর
কোলে মার্কেট: পাল্লা (৫কেজি), কাঁচালঙ্কা (বুলেট)১৫০, পেঁয়াজ (রাজস্থান) ৫৫, পেঁয়াজ (নাসিক) ৪০, ঝিঙে ৪০-৫০, পটল ৪৫-৫০, বেগুন (বড়) ১০০-১১০, উচ্ছে ৭০-৭৫, ঢেঁড়স ৩০-৩৫, করলা ৪০-৪৫, টম্যাটো ১১০-১২০,আলু (৫০ কেজি বস্তা) ৫৬০ সব দাম টাকায়



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.