টুকরো খবর |
কাসভ-রায়কে ‘সম্মান’ জানাল পাকিস্তান
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
কাসভের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুললেন পাকিস্তানের অভ্যন্তরীণমন্ত্রী রেহমান মালিক। তিনি জানিয়েছেন, পাক সরকার ভারতের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তকে শ্রদ্ধা করে। গত কালই মুম্বই হামলার একমাত্র জীবিত জঙ্গি আজমল কাসভের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে রেহমান মালিকের প্রতিক্রিয়া জানতে চেয়েছিল সংবাদমাধ্যম। তিনি বলেছেন, “এটা আদালতের সিদ্ধান্ত। সুতরাং এ বিষয়ে বলার আমি কেউই নই। এই সিদ্ধান্তের পিছনে নিশ্চয়ই কোনও কারণ আছে। তা ছাড়া, সিদ্ধান্ত পাকিস্তানের আদালতেই হোক বা ভারতে, আমাদের উচিত আদালতের রায়কে সম্মান জানানো।”
|
পাকিস্তানে জঙ্গি হানায় হত ৫
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের কোয়েটায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে মারা গেলেন এক বিচারক-সহ ২ জন। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। আর একটি ঘটনায় রেললাইনে পোঁতা বোমা ফেটে তিন জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ পাকিস্তানের জ্যাকোবাবাদ শহরে। সিন্ধুগামী ট্রেন ওই লাইনে ঢুকতেই শক্তিশালী বিস্ফোরণ হয়। উল্টে যায় ট্রেনের তিনটি কামরা। ৩ যাত্রী নিহত হয়েছেন।
|
ট্রি হাউস বানাবেন রোওলিং
সংবাদসংস্থা • লন্ডন |
চল্লিশ ফুট উঁচু দোতোলা ‘ট্রি হাউস’ বানাবেন জে কে রোওলিং। এডিনবরায় তাঁদের নিজেদের বাড়িতে ছেলেমেয়েদের জন্য এই ট্রি হাউস বানাতে চেয়েছিলেন হ্যারি পটারের স্রষ্টা। ‘হগওয়ার্টস’ জাদু ইস্কুলে ঠিক যেমন রয়েছে। দু’টি বিলাসবহুল ‘ট্রি হাউস’ বানানোর জন্য অনেক দিন আগেই কর্তৃপক্ষের অনুমতি চেয়েছিলেন রোওলিং। কিন্তু প্রতিবেশীদের তীব্র আপত্তি ছিল এতে। এত দিনে অনুমতি মিলেছে। জানা দিয়েছে, ট্রি হাউস বানাতে খরচা হবে এক লক্ষ ৫০ হাজার পাউন্ড।
|
খনিতে বিস্ফোরণ
সংবাদসংস্থা • বেজিং |
বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশে এক কয়লা খনি বিস্ফোরণে অন্তত ১৯ জন শ্রমিক মারা গিয়েছেন। নিখোঁজ ২৮। উদ্ধার করা হয়েছে ১০৭ জনকে।
|
হামলার ‘ফাঁদ’
সংবাদসংস্থা • কাবুল |
রাস্তার পাশে রাখা বোমা ফেটেছিল। দেখতে যান কয়েক জন আফগান সেনা। আত্মঘাতী জঙ্গির হামলায় নিহত হন ৫ সেনা।
|
চিনের দাবি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দক্ষিণ অরুণাচল প্রদেশকে ফের দক্ষিণ তিব্বত বলে দাবি করছে চিন। বিদেশ প্রতিমন্ত্রী ই আহমেদ রাজ্যসভাকে একথা জানালেন বৃহষ্পতিবার।
|
‘ছোট্ট’ দেখা
সংবাদসংস্থা • লন্ডন |
বিশ্বের ক্ষুদ্রতম মহিলা, ভারতের জ্যোতি আমগে দেখা করলেন বিশ্বের ক্ষুদ্রতম পুরুষ নেপালের চন্দ্র ডাঙ্গির সঙ্গে। এমন অভিনব সাক্ষাৎ এই প্রথম।
|
বেপরোয়া শতায়ু
সংবাদসংস্থা • লস অ্যাঞ্জেলেস |
একশো বছরের এক বৃদ্ধ গাড়ি পিছনোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুলের সামনে ১১ জনকে চাপা দেন। ৯ জনই শিশু। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
|
আল্পসের চিঠি
সংবাদসংস্থা • প্যারিস |
আল্পসের ম ব্লাঁ-য় মিলল ৪৬ বছর পুরনো ভারতীয় কূটনৈতিক চিঠির ব্যাগ। এয়ার ইন্ডিয়ার বিমান ‘কাঞ্চনজঙ্ঘা’ ভেঙে পড়ে সেখানে। সম্ভবত তাতেই যাচ্ছিল চিঠি।
|
ক্যুরিয়ারে প্রেমিক
সংবাদসংস্থা • লন্ডন |
প্রেমিকাকে চমকে দিতে বাক্সবন্দি করে নিজেকেই ‘পৌঁছে’ দিয়েছিল ক্যুরিয়ারে। ৩০ মিনিটের জায়গায় লাগল ৩ ঘণ্টা। দম বন্ধ হয়ে মরতেই বসেছিল চিনা প্রেমিকটি। |
|