ব্যাঙ্কের তালা ভেঙে, গ্যাস কাটার দিয়ে ভল্ট কেটে বেশ কয়েক লক্ষ টাকা চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মাধবডিহি থানার লোহাই এলাকায় পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের একটি শাখায়। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। তবে দুষ্কৃতীদের কোনও খোঁজ মেলেনি। হদিস মেলেনি খোয়া যাওয়া টাকারও।
বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “ওই ব্যাঙ্কের নিরাপত্তা ব্যবস্থা ছিল দুর্বল। যে তালাগুলি লাগানো হয়েছিল, সেগুলি ছিল পুরনো। ব্যাঙ্কে সিসিটিভি, হুটার বা অ্যালার্মের কোনও ব্যবস্থা ছিল না।”
|
পুলিশ সুপারের দাবি, “ব্যাঙ্কটির ওই শাখার কর্তৃপক্ষকে কিছুদিন আগে একটি বৈঠকে অনুরোধ করা হয়, তাঁরা যেন বেশি টাকা না রাখেন। দরকার হলে তালাবন্ধ বাক্সে টাকা থানায় রেখেও যেতে বলা হয়েছিল। সিসিটিভি, হুটার বা অ্যালার্মের ব্যবস্থাও রাখার পরামর্শও দেওয়া হয়েছিল। কিন্তু তা শোননেনি ওঁরা। ফলে চুরির কিনারা নিয়ে পুলিশ সমস্যায় পড়েছে। অবশ্য আমরা সিআইডির সাহায্য নিয়ে তদন্ত শুরু করেছি। সব মিলিয়ে খোয়া গিয়েছে ৮ লক্ষ ৭৯ হাজার ৪২৪ টাকা।”
পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের মাধবডিহি শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অর্ণব সামন্তের দাবি, “এই শাখায় কোনও নাইটগার্ড নেই। নেই সিসিটিভি ও অ্যালার্ম। তবে তালাগুলি পুরনো ছিল না। দুষ্কৃতীরা গ্যাসকাটারের সাহায্যেই তালা ও ভল্ট কেটেছে।” তাঁর আরও দাবি, “পুলিশের পরামর্শ মতো সিসিটিভি লাগানোর প্রস্তাব রাজ্য সরকারের কাছে আমরা পাঠাই। তার এখনও কোনও উত্তর আসেনি।”
সিআইডি-র ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞেরা বৃহস্পতিবার বিকেলে তদন্তের জন্য ব্যাঙ্কে যান। তবে দুষ্কৃতীদের সম্পর্কে এখনও কোনও সূত্র মেলেনি বলে জানিয়েছে পুলিশ। |