টুকরো খবর
নিরাপত্তার দাবি, বিক্ষোভ
ভূগর্ভে নিরাপত্তা-সহ একগুচ্ছ দাবিতে কেকেএসসি-র নেতৃত্ব শোনপুর বাজারি প্রকল্পে ঘণ্টা দুয়েক বিক্ষোভ দেখালেন খনিকর্মীরা। তাঁদের নেতা গৌতম চক্রবর্তী জানান, ভূগর্ভে সুরক্ষাজনিত নানা সমস্যা আছে। অবসর নেওয়ার পরে বহু শ্রমিক সময় মতো পিএফ, গ্যাচুরিটি পান না। অনেক সময়েই পেনশেন চালু হতে দীর্ঘ সময় লাগছে। কর্মী আবাসনগুলি রক্ষণাবেক্ষণের অভাবে বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। পদোন্নতি সময় মতো হচ্ছে না। এই সমস্ত বিষয় প্রতিকারের দাবিতে এরিয়ার চিফ জেনারেল ম্যানেজারের হাতে দাবিপত্রও তুলে দেওয়া হয়। চিফ জেনারেল ম্যানেজার হরিসাধন মুখোপাধ্যায় জানান, দ্রুত সমস্যাগুলির সমাধান করা হবে।

ছাত্রীর সঙ্গে খারাপ আচরণ, ধৃত বাসকর্মী
এক স্কুলছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠেছে এক মিনিবাস কর্মীর বিরুদ্ধে। পুলিশ ওই বাসকর্মীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হিরাপুর থানায় বার্নপুর রোড এলাকায়। ছাত্রীর পরিবারের তরফে হিরাপুর থানায় একটি অভিযোগ করা হয়েছে। পুলিশ বাসটিকেও আটক করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ স্কুল থেকে মিনিবাসে করে বাড়ি ফিরছিল সপ্তম শ্রেণির ওই ছাত্রী। বাসেই কন্ডাক্টারের ডিউটিতে ছিলেন মহম্মদ আসগর নামে এক ব্যক্তি। বার্নপুর রোড স্টপেজে নামার সময়ে ওই ছাত্রীর সঙ্গে আসগর অশালীন আচরণ করেন বলে অভিযোগ। বাসের অন্য যাত্রীরা তার প্রতিবাদ করেন। বাস থামিয়ে দেন তাঁরা। ইতিমধ্যে ছাত্রীর পরিবারের লোকজনও ঘটনাস্থলে পৌঁছন। খবর পেয়ে যায় হিরাপুর থানার পুলিশ। আসগরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

কারখানায় বিক্ষোভ
বৃহস্পতিবার সকালে কাঁকসার পানাগড়ের সার কারখানার গেটে বিক্ষোভ দেখান একদল স্থানীয় বাসিন্দা। তাঁদের অভিযোগ, ২০০৯ সালে জমি নেওয়া হলেও এখনও জমির দাম দেওয়া হয়নি। উল্টে এ দিন কারখানা কর্তৃপক্ষ তাঁদের জমিতে পাঁচিল দিতে শুরু করে দেন। বাধা দিলে কারখানার নিরাপত্তারক্ষীরা টানাহ্যাঁচড়া করেন বলেও তাঁদের অভিযোগ। কারখানার ভিতরে নির্মাণকাজ স্বাভাবিক থাকলেও ঢোকা-বেরোনোয় অসুবিধা হয়। পরে পুলিশি মধ্যস্থতায় বিক্ষোভ থামে। সার কারখানা সূত্রে জানা গিয়েছে, শরিকি বিবাদের কারণে সামান্য কিছু জমির দাম মেটানোয় সমস্যা দেখা দিয়েছিল।

খেলা নিয়ে বিবাদ
ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার আসানসোল দক্ষিণ থানার বুধা এলাকায় দু’দল যুবকের মধ্যে সংঘর্ষ বাধে। বুধা সংলগ্ন এলাকায় কয়েকটি বাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে। এই ঘটনায় কয়েক জন আহতও হয়েছেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। ছিলেন আসানসোল-দুর্গাপুরের এডিসিপি (সেন্ট্রাল) সুরেশ কুমার। তিনি জানান, আপাতত পরিস্থিতি আয়ত্তে রয়েছে। সংঘর্ষে জড়িত কয়েক জন যুবকের নাম পাওয়া গিয়েছে। ঘটনার তদন্ত চলছে।

রানিগঞ্জে মিছিল আটকাল পুলিশ
অনুমতি না নেওয়া সিটুর মিছিল আটকে দিল পুলিশ। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জে। পুলিশ জানিয়েছে, অনুমতি ছাড়াই মিছিল বের করার জন্য নেতৃত্বে থাকা সিটু নেতা রুনু দত্ত, পুরপ্রধান অনুপ মিত্র-সহ কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ দিন রানিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে নেতাজি মোড় দিয়ে বড়বাজার পার হতেই ত্রিলোক রোডে গিয়ে আটকে যায়। রুনু দত্ত বলেন, “ত্রিলোক রোড পৌঁছতেই ওসি ফোন করে বিনা অনুমতিতে মিছিলের কারণ জানতে চান। আমি তাঁকে বলি, সংগঠনের তরফে অনুমতি না নেওয়াটা ভুল হয়েছে।”

মোটরবাইক চুরি
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে থেকে মোটরবাইক চুরির অভিযোগ উঠল রানিগঞ্জের জে কে নগর এলাকার। বৃহস্পতিবার নর্থব্রুক এলাকার বাসিন্দা বিজয় দেব জানান, ব্যঙ্কের বাইরে মোটরবাইক রেখে ভিতরে ঢোকেন তিনি। বেরিয়ে দেখেন বাইকটি উধাও। তিনি নিমচা থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।

তদন্তে সিআইডি
বার্নপুরে সিপিএম কর্মী অর্পণ মুখোপাধ্যায় খুনের ঘটনার তদন্তভার নিল সিআইডি। শুক্রবার কলকাতায় সিআইডি-র তরফে এ কথা জানানো হয়। গত ১০ মে বার্নপুরে দুষ্কৃতীদের গুলিতে খুন হন প্রাক্তন বিধায়ক বামাপদ মুখোপাধ্যায়ের ছেলে অর্পণবাবু।

প্রয়াণ দিবস
পুরসভার উদ্যোগে আসানসোলে নজরুলের প্রয়াণ দিবস পালিত হয় বুধবার। নজরুলের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.