এক সপ্তাহের বেশি সময় ধরে মানবাজারের বাগডেগা গ্রামে ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এ অবধি ৩৫ জন এই রোগে আক্রান্ত। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে। আক্রান্তদের সাত জন মানবাজার গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয়য়েগাপালনগর পঞ্চায়েতের প্রধান, বাগডেগা গ্রামেরই বাসিন্দা কৃত্তিবাস মাহাতো বলেন, “ডায়েরিয়ার প্রকোপ দেখা মাত্র আমি এলাকার স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে হাসপাতালে জানিয়েছিলাম।” মানবাজারের ব্লক স্বাস্থ্য আধিকারিক সুরজিৎ সিংহ হাঁসদা বলেন, “রবিবার স্বাস্থ্যকর্মীদের বিশেষ একটি দল গ্রামে গিয়ে ওষুধ ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে এসেছে। গ্রামের একটি পাতকুয়োর জল খেয়ে এই বিপত্তি বলে প্রাথমিক ভাবে আমাদের মনে হয়েছে।”
|
দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমা থানার উদ্যোগে এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনায় ২৬ অগস্ট পাথরপ্রতিমা থানার মাঠে বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে অনুষ্ঠিত হল চক্ষু পরীক্ষা শিবির। এই শিবিরে মোট ২৫৭ জনের চক্ষু পরীক্ষা করা হয়।
|
দিশা ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগী দলদলি প্রাথমিক বিদ্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে ৫২ জন রক্ত দিয়েছেন। তাঁদের মধ্যে ৭ জন মহিলা। আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। স্থানীয় কচিকাঁচারা নৃত্যে যোগদান করেছিল।
|
মহিলা ও পুরুষ কর্মীর সাম্মানিকের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে সহকারি স্বাস্থ্যকর্মীরা। প্রত্যন্ত গ্রামে পরিষেবা পৌঁছে দিতে ২০০৯ এবং ২০১০ সালে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন প্রকল্পে চুক্তি ভিত্তিতে ওই কর্মীদের নিয়োগ করে স্বাস্থ্য দফতর। |