বেহাল রাস্তা মেরামত ও পথবাতির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন শামুকতলা ক্ষুদ্র হাট ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। সোমবার শামুকতলা বাজারে সকাল ১১ থেকে প্রায় দুই ঘণ্টা ওই অবরোধ আন্দোলন হয়। যানজটে পড়ে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, শামুকতলা থেকে চেপানির ৩১ সি জাতীয় সড়ক পর্যন্ত ৬ কিমি পাকা রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল হয়ে পড়ে আছে। কয়েকবার রাস্তা মেরামতের আবেদন করে লাভ হয়নি। তাই বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে। ব্যবসায়ী ছাড়াও এ দিনের আন্দোলনে যোগ দেন শামুকতলা নাগরিক মঞ্চ, কামাখ্যাগুড়ি নাগরিক মঞ্চ, আলিপুরদুয়ার কনজুমারর্স ফোরামের সদস্যরা। তাঁরা জানান, তিন বছর আগে ওই রাস্তা জলপাইগুড়ি জেলা পরিষদ নির্মাণ করে। নিম্ন মানের কাজের জন্য বছর না ঘুরতে ভেঙে চুরমার হয়ে যায়। রাস্তা জুড়ে এখন গর্ত। শামুকতলা ক্ষুদ্র হাট ব্যবসায়ী সমিতি পক্ষে দিলীপ দেবনাথ বলেন, “প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। রাস্তা মেরামতের দাবি জানিয়ে লাভ হচ্ছে না। তাই নিরুপায় হয়ে আন্দোলনে নামতে হয়েছে।” কামাখ্যাগুড়ি নাগরিক মঞ্চের সম্পাদক পলাশ দে জানান, ওই রাস্তার উপরে নির্ভরশীল কামাখ্যাগুড়ি, মহাকালগুড়ি, শামুকতলা, রায়ডাক, তুরতুরিখন্ড গ্রাম পঞ্চায়েতের ২ লক্ষেরও বেশি মানুষ। কামাখ্যাগুড়ি, কুমারগ্রাম বারবিশা ও অসমের সঙ্গে যোগাযোগের এটাই সহজ রাস্তা। বাসিন্দাদের অভিযোগ, প্রতি শুক্রবার শামুকতলায় হাট বসে। বিভিন্ন গ্রামের কয়েক হাজার কৃষক ভাঙাচোরা রাস্তা দিয়ে হাটে যায়। রয়েছে ১১টি চা বাগান। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বীরেন রায় সমস্যা স্বীকার করে বলেন, “টাকার অভাবে কাজ শুরু হচ্ছে না। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”
|
বন্ধুদের কাছ থেকে বাজি জেতার জন্য কালজানি নদী পার হতে গিয়ে জলে তলিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে এক ছাত্র। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার শহর সংলগ্ন কালজানি নদীতে। ওই ছাত্রের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ছাত্রের নাম কল্যাণ রায়। সে আলিপুরদুয়ার হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। আলিপুরদুয়ার থানার আইসি স্বপন কুমার ঘোষ বলেন, “প্রাইভেট টিউশনি পড়তে এসে কালজানি নদীতে স্নান করতে নেমে ছাত্রটি নিখোঁজ হয়েছে। ছাত্রটি খোঁজ চলছে।” পুলিশ তদন্তের পর জানিয়েছে, কল্যাণের মা দীপ্তি রায় আলিপুরদুয়ারের চাপরেরপাড় দুইনম্বর এলাকার সিপিএমের জেলাপরিষদ সদস্য। কল্যাণ-সহ চার ছাত্র দুপুরে নদীতে স্নান করতে নামে। বাকিরা অল্প জলে স্নান করলেও বন্ধুদের কাছ থেকে বাজি জেতার জন্য বেশি জলে যায়। তার পরে সে তলিয়ে যায় বলে কল্যাণের বন্ধুরা পুলিশকে জানিয়েছেন।
|
স্বামীর লাঠির আঘাতে স্ত্রী মৃত্যু হয়েছে। রবিবার রাতে ঘটনাটি ঘটে কালচিনির মেচপাড়া চা বাগানে ঘটনাটি ঘটে। নিহতের নাম অজিতা ওঁরাও (৩২)। ঘটনার পর তাঁর স্বামী জয়পাল ওঁরাও পালিয়ে গিয়েছে। অভিযোগ, পারিবারিক কারণে স্বামী-স্ত্রীর মধ্যে গোলমাল হচ্ছিল। সেই সময় জয়পাল স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ।
|
গোয়েন্দা অফিসার পরিচয় দিয়ে টাকা আদায়ের চেষ্টার অভিযোগে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার বিকালে শিলিগুড়ি থানার পানিট্যাঙ্কি মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। ধৃতের নাম সুব্রত সরকার। তার বাড়ি পূর্ব বিবেকানন্দপল্লি এলাকায়। |