‘ছাত্র-সংগ্রামে’র দায়িত্বে সৌগত |
সিপিএমের ছাত্র সংগঠনের মুখপত্র ‘ছাত্র সংগ্রাম’-এর দায়িত্ব পেলেন মেদিনীপুরের সৌগত পণ্ডা। তিনিই এই পত্রিকার সম্পাদক হয়েছেন। রবিবার আলিপুরদুয়ারে শেষ হয়েছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের রাজ্য সম্মেলন। সেই সম্মেলনের মধ্য দিয়েই সৌগতকে এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, এ বার সংগঠনের রাজ্য কমিটিতে পশ্চিম মেদিনীপুর থেকে ৬ জন জায়গা পেয়েছেন। কমিটিতে রয়েছেন সংগঠনের জেলা সম্পাদক সৌগত পণ্ডা, জেলা সভাপতি সোমনাথ চন্দ্র, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কৌশিক মাণ্ডি, অসিত লৌহ, মধুমিতা মুখোপাধ্যায় ও প্রসেনজিৎ মুদি। সাধারণত, ‘ছাত্র সংগ্রামে’র দায়িত্বে জেলায় যাঁকে রাখা হয়, তিনি রাজ্য কমিটির সদস্যও হন। এ বার মেঘনাদ পালকে এই দায়িত্বে রাখা হয়েছে। তবে তাঁকে রাজ্য কমিটির সদস্য করা হয়নি। মেঘনাদকে জেলায় মুখপত্রের দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। তাই তাঁকে রাজ্য কমিটিতে রাখা হয়নি বলে সংগঠন সূত্রের খবর। কয়েকদিন আগেই ডেবরায় সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওই সম্মেলন ঘিরেও সংগঠনের ‘মতবিরোধ’ প্রকাশ্যে আসে। ক্ষোভ আছড়ে পড়ে ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।
|
মাটির ব্যবসা ঘিরে ভাঙড়ে আজিজুল বৈদ্যের হত্যাকাণ্ডে অভিযুক্ত মিয়াজান হালদারকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্ত মোমিন খান ফেরার। |