টুকরো খবর
পরিচারিকা অগ্নিদগ্ধ
নাবালিকা পরিচারিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল গৃহকর্তার বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুরের নতুনহাট এলাকায় সোমবার সন্ধ্যার ‘ঘটনা’। বছর পনেরোর মেয়েটি অগ্নিদগ্ধ অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি। মেয়েটির পরিবার রাতে শান্তিপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযুক্তের নাম দিলীপ কর। মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। তার গায়ে কেউ আগুন লাগিয়েছে, নাকি সে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছে, পুলিশ তা খতিয়ে দেখছে। বছর পাঁচেক আগে সে দিলীপবাবুর বাড়িতে আসে। ধর্ষণের অভিযোগ অস্বীকার করে দিলীপবাবুর দাবি, “ও আমার মেয়ের মতো। অনেক দিন বাড়ি যায়নি। দিদিমার নিতে আসার কথা ছিল। দিদিমা না আসায় রাগে-দুঃখে ও গায়ে আগুন লাগিয়েছে বলে আমাদের জানিয়েছে। আমরাই ওকে হাসপাতালে নিয়ে যাই।” এলাকায় সিপিএম সমর্থক হিসাবে পরিচিত দিলীপবাবুর বক্তব্য, তিনি স্ত্রীর সঙ্গে টিভি দেখছিলেন। দোতলার ঘরে ঘোঁয়া দেখে পড়শিরা চেঁচানোয় উপরে উঠে দেখেন ওই কাণ্ড। সিপিএমের শান্তিপুর জোনাল সম্পাদক শান্তনু চক্রবর্তী বলেন, “দিলীপবাবু আমাদের সমর্থক কি না, খোঁজ নিয়ে দেখতে হবে। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক।”

গ্রেফতার দুই
বেশ কিছু তাজা বোমা ও বিস্ফোরক-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম ইবু মহালদার ও মুর্শেদ মহালদার। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে সুতি থানার পুলিশ মহালদার পাড়ায় ইবু মহালদারের বাড়িতে হানা দেয়। পুলিশ তার বাড়ি থেকে ৪৫টি তাজা বোমা ও ৩ কেজি বিস্ফোরক উদ্ধার করে। ইবু জানায় বোমা তৈরির সঙ্গে মুর্শেদও যুক্ত। এরপর পুলিশ মুর্শেদকে ধরে। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “মহালদাররা কয়েকটি গোষ্ঠীতে বিভক্ত। নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই থাকে। এই বোমাগুলি গোষ্ঠী সংঘর্ষে ব্যবহার করার জন্য মজুত করা হয়েছিল।”

প্রতিবাদ সভা
দলীয় কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে সভা করল তৃণমূল কংগ্রেস। রবিবার সন্ধ্যায় চাকদহের গোটরায় ওই সভায় উপস্থিত জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ও স্থানীয় বিধায়ক নরেশচন্দ্র চাকী, বলেন, “গত ১৩ জুলাই কংগ্রেসের একাংশের উস্কানিতে দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছিল কয়েকজন মানুষ।” কিন্তু,কংগ্রেস সভাপতি বিধুভূষণ চক্রবর্তী অভিযোগ খারিজ করে বলেন, “আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”

স্কুল নির্বাচন
রবিবার সিদ্ধেশ্বরীতলা ইন্সটিটিউশন ও তারকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হয়েছে সিপিএম। চেচানিয়া কৃষি-শিল্প বিদ্যালয়ে জয়ী হয়েছে কংগ্রেস। করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয়ে জয়ী হয়েছে কংগ্রেস ও তৃণমূল জোট। মুড়াগাছা সুবদনী বালিকা বিদ্যালয় ও কৃষ্ণনগর মৃণালিনী বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল। নবদ্বীপ জাতীয় বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনেও সবকটি আসনেই জয়লাভ করেছে তৃণমূল।

অস্বাভাবিক মৃত্যু
এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নাম অর্ধেন্দু গড়াই (৪৭)। বাড়ি বর্ধমান জেলার মঙ্গলকোট থানার শিমুলিয়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি মুর্শিদাবাদের সালার থানার সোনারুন্ডি গ্রামের একটি চালকলে নৈশপ্রহরীর কাজ করতেন। সোমবার সকালে চালকলের ভিতর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। দেহে অবশ্য আঘাতের কোনও চিহ্ন ছিল না। ময়নাতদন্তের জন্য পুলিশ দেহটিকে কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

বোমা উদ্ধার
এলাকার একটি পোড়ো বাড়ি থেকে বিপুল পরিমান বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কান্দি থানার পুলিশ সোমবার সকালে পরিত্যক্ত ওই বাড়িতে হানা দিয়ে ৫০টি তাজা বোমা ও ২০০টি বোমা তৈরির স্টিলের টিফিন বক্স উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। দুষ্কৃতীদের সন্ধানে তদন্ত চলছে।

বন্দুক উদ্ধার
আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হল এক যুবক। নাম রকি সরকার। বাড়ি জলঙ্গি থানার নওদাপাড়া গ্রামে। পুলিশ জানিয়েছে, রবিবার গভীর রাতে ধৃত যুবক মদ্যপ অবস্থায় ঘোরাঘুরি করছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.