টুকরো খবর
এগিয়েও হারল রিয়াল, মেসির জোড়া গোলে জয় বার্সার
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অফ-ফর্ম অব্যাহত। সেই সঙ্গে নতুন মরসুমে রিয়াল মাদ্রিদ এখনও জয়ের সন্ধানে। এর মধ্যেই টটেনহ্যাম থেকে ক্রোয়েশিয়ার লুকা মড্রিচকে তুলে নিল রিয়াল। তার আগে রবিবার রাতে খেতাফের বিরুদ্ধে রোনাল্ডো-ওজিলরা এগিয়ে গিয়েও হেরে গেলেন ১-২। তাতেই মেজাজ হারিয়ে স্বভাববিরুদ্ধ ভাবে ফুটবলারদের একহাত নিলেন কোচ হোসে মোরিনহো। অন্য দিকে লিওনেল মেসি ফের জোড়া গোল করে জেতালেন
গোল-উৎসব। জালে বল
ঢুকিয়ে মেসি। ছবি: রয়টার্স
বার্সেলোনাকে। ঘরের মাঠে কতৃত্ব নিয়ে খেলে বিরতিতে ১-০ এগিয়ে ছিল ওসাসুনাই। লা লিগার প্রথম ম্যাচ রিয়াল ড্র করেছিল ভালেন্সিয়ার সঙ্গে। সুপার কাপ ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার কাছে হারে রোনাল্ডোরা। তার পর খেতাফের কাছে হার। মরসুমের প্রথম তিন ম্যাচে জয়ের মুখ না দেখা, ২০০১ থেকে মোরিনহো-র কোচিং কেরিয়ারে এই প্রথম। রবিবার হারার পর বলেন, “রিয়াল অতি বাজে খেলেছে। এই পারফরম্যান্স গ্রহণযোগ্য নয়। আমাদের জন্য হারটাই ঠিক।” খেতাফের মাঠে দর্শক ছিলেন মাত্র হাজার আটেক। কারণ, টিকিটের দাম পঞ্চাশ ইউরো! খেতাফে মাদ্রিদের ক্লাব হওয়া সত্ত্বেও রিয়াল-ভক্তরা খুব বেশি সংখ্যায় আসেননি। প্রথমার্ধে ইগুয়াইনের গোলে রিয়াল যখন ১-০ এগিয়ে তখন মনেও হয়নি এই ম্যাচ রিয়াল হারতে পারে। রোনাল্ডো একাধিক ভুল পাস করলেও মেসুট ওজিল ছিলেন অসাধারণ ফর্মে। বিরতির পর খেতাফের হয়ে গোল দু’টি করেন ভালেরা ও বারাদা। মাঠে না নেমেও লাল কার্ড দেখলেন রিয়ালের ফাবিও কোয়েন্ত্রাও। ইনজুরি টাইমে বেঞ্চ থেকে রেফারিকে গালাগাল করেছিলেন এই পর্তুগিজ সাইডব্যাক।

পদ্মভূষণের জন্য পাঠানো হল দ্রাবিড়ের নাম
দেশের অন্যতম নাগরিক সম্মান, পদ্মভূষণের জন্য রাহুল দ্রাবিড়ের নাম পাঠাল ভারতীয় বোর্ড। সদ্য অবসর নেওয়া প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে গৌতম গম্ভীরের নাম পাঠানো হয়েছে পদ্মশ্রী সম্মানের জন্য। এর আগে দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান, রাজীব খেলরত্ন পুরস্কারের জন্য দ্রাবিড়ের নাম পাঠানো হয়েছিল। কিন্তু ওই পুরস্কারের প্যানেলের একমাত্র ক্রিকেট প্রতিনিধি রবি শাস্ত্রী বৈঠকে হাজির না থাকায় দ্রাবিড়ের নাম এ বার বিবেচিত হয়নি। তবে খেলরত্ন না হলেও দ্রাবিড় যাতে পদ্মভূষণ পান, তার জন্য তৎপর হয়েছে বোর্ড। কেন্দ্রীয় সরকারের কাছে পদ্মভূষণের জন্য নাম পাঠানোর শেষ দিন ছিল গত ১৫ অগস্ট। নির্দিষ্ট সময়ের মধ্যেই বোর্ড প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন এবং সচিব সঞ্জয় জাগদালে এই দু’জনের নাম কেন্দ্রীয় সরকারের কাছে পাঠান বলে বোর্ডের তরফে আজ জানানো হয়েছে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ নাগরিক সম্মানের অধিকারী সচিন তেন্ডুলকর। তিনি পদ্মবিভূষণ পেয়েছেন। পদ্মভূষণে সম্মানিত হয়েছেন সুনীল গাওস্কর, কপিল দেব, বিনু মাঁকড়, লালা অমরনাথের মতো দিকপালরা-সহ মোট ন’জন। দ্রাবিড় পেলে তিনি হবেন দশম ব্যক্তি।

সিএবি-র কমিটিতে এ বার দুই মন্ত্রী
প্রত্যাশা মতোই সিএবি-তে সহ-সচিব পদে এলেন প্রবীর চক্রবর্তী ও জিৎ বন্দ্যোপাধ্যায়। বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে কার্যকরী সমিতিতে এলেন নরেশ ওঝা। কেন্দ্র ও রাজ্য সরকারের দুই মন্ত্রী মুকুল রায় ও অরূপ বিশ্বাস এ বার এলেন ক্রিকেট প্রশাসনে। অরূপ বিশ্বাস ক্রিকেট কমিটির সদস্য হয়েছেন আর কেন্দ্রীয় রেলমন্ত্রী মুকুল রায় রয়েছেন ফাইনান্স কমিটিতে। ফাইনান্স কমিটির চেয়ারম্যান চিন্ময় দে, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান রবার্ট রোজারিও এবং ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান সৌরভ গঙ্গোপাধ্যায়।

মহমেডানের বড় জয়
কলকাতা লিগে বড় জয় পেল মহমেডান স্পোর্টিং। সোমবার যুবভারতীতে তারা কালীঘাট ক্লাবকে ৪-১ হারাল। আট মিনিটে ইমানুয়েলের গোলে এগিয়ে গিয়েছিল কালীঘাট। ১৩ মিনিটে ১-১ করেন মহম্মদ মুখতার। যদিও এই গোল নিয়ে বিতর্ক হয়, অফসাইডের পতাকা তুলেও সহকারী রেফারি তা নামিয়ে নেওয়ার কারণে। বিরতির আগেই অবশ্য সানডের জোড়া গোলে ৩-১ এগিয়ে যায় মহমেডান। দ্বিতীয়ার্ধে অসাধারণ ফ্রি-কিকে ব্যবধান বাড়ান এশীয় কোটার বিদেশি শিন জুন।

মঙ্গলবারে কলকাতা লিগ

প্রয়াগ ইউনাইটেড: ইস্টার্ন রেল (যুবভারতী, ২-৩০)

অন্য খেলায়
সিএলটি টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ ১-৪ সেপ্টেম্বর ঢাকুরিয়ার অবন মহলে। যোগদানের শেষ দিন ২৮ অগস্ট।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.