বৈধ কাগজপত্র না থাকায় বাংলাদেশি এক যুবতীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে মেদিনীপুর শহরের কেরানিতলা- নান্নুরচকের মাঝের এক এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম সুলতানা বিবি। বয়স ১৮ বছর। পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়ি বাংলাদেশের বরিশালের তেঁতুলিয়ায়। তাঁর সঙ্গে এক যুবককেও গ্রেফতার করা হয়েছে। তাঁর বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুরের মাধবগঞ্জে। সোমবার এঁদের মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হয়েছিল। ধৃত যুবকের জামিনের আবেদন মঞ্জুর হলেও বাংলাদেশি যুবতীর জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। ফের ১০ সেপ্টেম্বর তাঁকে আদালতে হাজির করা হবে। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে এক গোপন সূত্রে খবর আসে কেরানিতলা-নান্নুরচকের মাঝের এলাকার এক লজে ওই বাংলাদেশি যুবতী রয়েছে। সঙ্গে এক যুবক। এই সূত্রের খবরের ভিত্তিতেই ওই লজে তল্লাশি চালায় পুলিশ। তখনই সুলতানা ও ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, যুবতীর কাছে এ দেশে থাকার কোনও বৈধ কাগজপত্র নেই। কী ভাবে তিনি এখানে এলেন, কবে থেকেই বা মেদিনীপুরে রয়েছেন, তদন্তে সে সবই খতিয়ে দেখছে পুলিশ।
|
শনিবার খড়্গপুর শহরের পুরাতনবাজারে আয়োজিত হল শিক্ষাসামগ্রী প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সারা বাংলা শ্রমজীবী মহিলা ও পরিচারিকা সমিতির খড়্গপুর শাখার পরিচালনায় এই অনুষ্ঠানে শ্রমজীবা মহিলা ও পরিচারিকা পরিবারের পড়ুয়াদের স্কুল সামগ্রী দেওয়া হয়। অঞ্জলি পণ্ডিত ও শেফালি পণ্ডিত সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদিকা লিলি পাল, জেলা সভানেত্রী সুনীতা গুপ্ত, খড়্গপুর শাখার সভানেত্রী জয়শ্রী দাস।
|
শনিবার খড়্গপুর শহরের ইন্দা বিদ্যাসাগরপুরে আয়োজিত হল ‘আনন্দমেলা’। মহিলা ক্লাব ‘কলি’ আয়োজিত এই মেলা স্থানীয় মহিলারা খাবার ও হস্তশিল্পের পসরা নিয়ে আয়োজন করেন। মেলা প্রাঙ্গণে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যোগদান করেন স্থানীয় শিল্পীরা। |