নেই ডাম্পিং গ্রাউণ্ড। বন্ধ সাফাইয়ের কাজ। রাস্তা ভরেছে জঞ্জালে। ক্রমশ দূষণ বেড়ে চলায় আলিপুরদুয়ার শহরের বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সমস্যার কথা অস্বীকার করেননি মহকুমাশাসক অমলকান্তি রায়। তিনি বলেন, “ডাম্পিং গ্রাউণ্ডের জমি নিয়ে সমস্যা হচ্ছে। শহরের জঞ্জাল সাফাই সমস্যা সমাধানের জন্য ৩০ আগস্ট ফের বৈঠক ডাকা হয়েছে।” আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায় বলেন, “পরিস্থিতি উদ্বেগজনক। দ্রুত প্রশাসনের তরফে জমির ব্যবস্থা করা না হলে জটিল সমস্যার সৃষ্টি হবে।” পুরসভা সূত্রে জানা গিয়েছে, জুন মাসের শেষ নাগাদ আলিপুরদুয়ার-১ ব্লকের পোরোরপার এলাকায় জঞ্জাল ফেলতে গিয়ে বাধাপ্রাপ্ত হন সাফাই কর্মীরা। এর পরে সিদ্ধান্ত নেওয়া হয় ডাম্পিং গ্রাউন্ডের ব্যবস্থা না হওয়া পর্যন্ত শহরের জঞ্জাল সাফাইয়ের কাজ বন্ধ থাকবে। কিন্তু প্রায় দু’মাসেও ডাম্পিং গ্রাউণ্ডের জমি মেলেনি। এ দিকে শহরের সাফাই অভিযান বন্ধ হয়ে থাকায় দুর্ভোগ বেড়েছে ২০টি ওয়ার্ডের বাসিন্দাদের। পুরসভার চেয়ারম্যান জানান, আলিপুরদুয়ার-২ ব্লকে মাঝেরডাবরি পঞ্চায়েত এলাকায় পুরসভার নিজস্ব প্রায় ২৬ বিঘা জমি রয়েছে। কিন্তু সেখানে ডাম্পিং গ্রাউণ্ড তৈরি করতে গেলে এলাকার বাসিন্দারা আপত্তি জানায়। পরে কালচিনি ব্লকের নিমতি এলাকায় জঞ্জাল ফেলা শুরু হয়। কিন্তু সেখানেও বাসিন্দাদের বাধার মুখে পড়তে হয়। ওই পরিস্থিতিতে প্রায় দু’মাস ধরে শহরে সাফাইয়ের কাজ বন্ধ। বেড়েছে দূষণের সমস্যা।
|
সাপে ছোবলে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কালনা |
সাপের ছোবলে মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার কালনা ২ ব্লকের খাগরাকুর গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম প্রিয়লাল সর্দার (৬০)। স্থানীয় সূত্রে খবর, পেশায় খেতমজুর ওই ব্যক্তি নিজের বাড়িতে ঘুমোচ্ছিলেন। ভোর চারটে নাগাদ তাঁকে সাপে কাটে। বাড়ির লোকজন প্রথমে তাঁকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে গিয়েছিলেন। সকাল দশটা নাগাদ অবস্থার অবনতি হলে তাঁকে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে সেখানেই মৃত্যু হয় তাঁর। |
সাপের ছোবলে মৃত ২ ক্যানিংয়ে
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
বর্ষা প্রায় শেষের মুখে হলেও সাপের ছোবল এখনও কাড়ছে প্রাণ। সোমবার ক্যানিং থানার ডেভিসা বাঁধ এবং মধুখালি এলাকায় সাপের ছোবলে মারা গেলেন দুই ব্যক্তি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ডেভিসা বাঁধ এলাকায় নুরবখস সরকার(৮০) চাষের কাজ সেরে মাঠ থেকে বাড়ি ফেরবার সময় এবং মধুখালি এলাকায় সত্য হালদার(৩২) মাঠে চাষের কাজ করার সময় তাঁদের কেউটে সাপে ছোবল মারে। তাদের উভয়কেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকালে তাদের মৃত্যু হয়। পুলিশ দুটি দেহকেই ময়না তদন্তে পাঠিয়েছে। |
বৃক্ষরোপণ অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
তৃণমূল ও দেবাশিস ঘটক স্মৃতি পাঠাগারের যৌথ উদ্যোগে দুর্গাপুরের নিউটন রোড এলাকায় বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হল শনিবার। ছিলেন শহরের মেয়র তথা বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়, বিধায়ক নিখিল বন্দ্যোপাধ্যায়, মেয়র পারিষদ (পূর্ত) প্রভাত চট্টোপাধ্যায়, জেলা যুব তৃণমূল সভাপতি অভিজিৎ ঘটক প্রমুখ। নিউটন সেক্টর তৃণমূল নেতা চিরঞ্জীব মুখোপাধ্যায় জানান, ধারাবাহিক ভাবে এমন বৃক্ষরোপণের উদ্যোগ নেবেন তাঁরা। |