দুই সিপিএম কর্মীকে মার, অভিযুক্ত তৃণমূল |
দুই সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। রবিবার রাতে খানাকুলের হায়াতপুর গ্রামের ঘটনা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। প্রহৃতদের মধ্যে তাপস মাজি নামে এক সিপিএম কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাপসবাবুকে প্রথমে হাওড়ার জয়পুর হাসপাতাল এবং পরে কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করানো হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাপসবাবু এবং সিপিএম কর্মী অনিল জানা এক প্রতিবেশীর বাড়ি গিয়েছিলেন। ফেরার পথে জনা কুড়ি তৃণমূল কর্মী-সমর্থক তাঁদের মারধর করে বলে অভিযোগ। অনিল কোনওমতে পালান। তাপসবাবুকে লাঠি দিয়ে মেরে ঝামা দিয়ে মুখ থেঁতলে দেওয়া হয় বলে তাপসবাবুর পরিবারের পক্ষ থেকে ১০ জন তৃণমূল কর্মী-সমর্থকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিপিএমের খানাকুল জোনাল কমিটির সম্পাদক মণীন্দ্র রানার অভিযোগ, “কোনও প্ররোচনা ছাড়াই আমাদের লোকেদের উপরে হামলা করেছে তৃণমূূল।” খানাকুলের তৃণমূল নেতা শৈলেন সিংহ বলেন, “মারধরের কোনও ঘটনাই ঘটেনি। নেশাগ্রস্ত অবস্থায় পড়ে গিয়ে আহত হয়েছেন ওই সিপিএম কর্মী। মিথ্যা অভিযোগ করেছে সিপিএম।”
|
তৃণমূলকে হারিয়ে হাওড়ার দু’টি স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জিতল বামেরা। জগৎবল্লভপুরের ভুরসুট বামুনপাড়া হাইস্কুলে রবিবার সমিতির ৬টি আসনে ভোট হয়। ৫টি আসনে জিতে যায় সিপিএম। একটি আসন পায় তৃণমূল। আগে ওই সমিতি তৃণমূলের দখলেই ছিল। জগৎবল্লভপুর তৃণমূূল নেতা বিমান চক্রবর্তী বলেন, “সিপিএম ৫টি আসনে অল্প ব্যবধানে জিতেছে। আমাদের ফল কেন খারাপ হল তা খতিয়ে দেখা হবে।” অন্য দিকে, ওই দিনই ভোট হয় পাঁচলার জয়নগর পল্লিশ্রী বিদ্যানিকেতনে। ৬টি আসনেই জিতে যায় বামফ্রন্ট। ৫১ বছরের স্কুলটিতে এই প্রথম নির্বাচন হল। বামফ্রন্ট, কংগ্রেস-তৃণমূল জোট এবং বিজেপির মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু প্রৌঢ়ার |
বিদ্যুৎবাহী তার ছিঁড়ে পড়ে ছিল পুকুরে। সেই পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক প্রৌঢ়া। সোমবার সকালে খানাকুলের সোনাটিকরি গ্রামের ঘটনা। মৃতের নাম কনক ঘাটা (৬৫)। এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা মৃতের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি তুলে বিক্ষোভ দেখান। পুলিশ আসে। খবর যায় বিদ্যুৎ বণ্টন সংস্থার খানাকুল শাখায়। ওই সংস্থার আরামবাগ ডিভিশন ম্যানেজার চন্দন মণ্ডল বলেন, “তদন্ত শুরু হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
|
বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী তৃণমূল |
হাওড়ার জগৎবল্লভপুর প্রাথমিক কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল। আগামী ১৬ সেপ্টেম্বর ওই সমিতির ৩৮টি আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। রবিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তৃণমূল ছাড়া কোনও দল মনোনয়নপত্র জমা দেয়নি। ফলে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় তৃণমূল।
|
কাল শুরু আরামবাগ সুপার লিগ ফুটবল |
আরামবাগ মহকুমা সুপার লিগ ফুটবল শুরু হচ্ছে আগামিকাল থেকে। দু’টি গ্রুপে মোট ৮টি দল খেলবে। খেলাগুলি হবে জুবিলি পার্ক মাঠ এবং গোঘাটের শ্রীপুর মাঠে। চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় লিগ এ বার ১১ বছরে পড়ল। |