টুকরো খবর |
দিল্লিতে সারের দাম নিয়ে ধর্নায় তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
কয়লা কেলেঙ্কারি নিয়ে চলতি অধিবেশন এমনিতেই বেশ চাপে কংগ্রেস নেতৃত্ব। প্রধানমন্ত্রীর ইস্তফা চেয়ে সংসদ অচল করে রাখছেন বিজেপি তথা এনডিএ নেতৃত্ব। তারই মধ্যে আজ সারের উপর থেকে ভর্তুকি তুলে দেওয়ার প্রশ্নে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন সরকারের শরিক তৃণমূল কংগ্রেসের নেতারা। সারে ভর্তুকি বাড়ানো এবং কৃষকদের কম দামে সার দেওয়ার দাবিতে আজ সকালে সংসদে গাঁধী মূর্তির সামনে ধর্নায় বসেন তৃণমূল সাংসদরা। সারের পাশাপাশি রাজ্যের বেহাল জাতীয় সড়কগুলি দ্রুত মেরামতের জন্যও ওই ধর্নাস্থল থেকে কেন্দ্রের কাছে দাবি জানান তাঁরা। চলতি পরিস্থিতিতে সরকারের দ্বিতীয় বৃহত্তম শরিক দলের এই বিক্ষোভে কিছুটা হলেও অস্বস্তিতে কংগ্রেস।
গত সপ্তাহেই প্রধানমন্ত্রীর বাড়িতে ইউপিএ-র সমন্বয় কমিটির বৈঠকে যোগ দিতে এসে আজকের বিক্ষোভের প্রেক্ষাপট তৈরি করে গিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে মমতার তরফে কেন্দ্রীয় নেতৃত্বকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কয়লা কাণ্ডে তাঁরা সরকারের সঙ্গেই রয়েছেন। দল চায় বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হোক। কিন্তু যে ভাবে গোটা দেশে কৃষকদের বেশি দামে সার কিনতে হচ্ছে, তা জনস্বার্থ বিরোধী। কেন্দ্রের উচিত অবিলম্বে ভর্তুকি বাড়ানো। মমতা কংগ্রেসকে জানিয়ে দেন, বিষয়টি নিয়ে চলতি অধিবেশনে সংসদে সরব হবে তাঁর দল। দিল্লিতে সংসদীয় দলের বৈঠকেও মমতা তৃণমূল সাংসদদের সারের দাম নিয়ে সংসদে সরব হতে নির্দেশ দেন।
কিন্তু কয়লা কেলেঙ্কারির জেরে গত এক সপ্তাহ ধরে সংসদ অচল। তাই আজ সকালে সংসদ চত্বরে গাঁধী মূর্তির সামনে ধর্নায় বসেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়-সহ অন্য তৃণমূল সাংসদেরা। সুদীপবাবু বলেন, “রাজনৈতিক তরজার কারণে সাধারণ মানুষের দাবিগুলি সংসদে তোলা সম্ভব হচ্ছে না। তাই এই ভাবে ধর্নার পথ বেছে নেওয়া হয়েছে।” সারের পাশাপাশি আজ রাজ্যের ৩৪, ৬ এবং ১১ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়েও সরব হন সাংসদেরা।
|
পিতৃত্বের ‘ডিএনএ’ পরীক্ষায় রাজি কৃষিমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
নারায়ণদত্ত তিওয়ারির পথে না হেঁটে, ঝাড়খণ্ডের কৃষিমন্ত্রী তথা বিজেপি নেতা সত্যানন্দ ঝা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা প্রমাণে ‘ডিএনএ’ পরীক্ষার মুখোমুখি হতে চাইলেন। সত্যানন্দের বিরুদ্ধে সোনু দেবী নামে এক মহিলা অভিযোগ তুলেছেন, সত্যানন্দ তাঁকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছেন। তাঁদের চার বছরের একটি ছেলেও রয়েছে।
এই অভিযোগে রাজ্য বিজেপি বিড়ম্বনায়। বিরক্ত মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা। দলের তরফে বলা হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে সত্যানন্দকে সরকার ও দল থেকে সরিয়ে দেওয়া হবে। দলীয়স্তরে তদন্তের কথাও ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে দলকে অস্বস্তির হাত থেকে বাঁচাতে সত্যানন্দ ঝা নিজেই ডিএনএ তদন্তের মুখোমুখি হতে চেয়েছেন।
তিওয়ারির ঘটনায় কংগ্রেস যথেষ্ট অস্বস্তিতে পড়েছিল। ঝাড়খণ্ডে বিজেপি-কে সেই বিড়ম্বনায় পড়তে দেখে কংগ্রেসও বিষয়টি নিয়ে তৎপর হয়ে ওঠে। কৃষিমন্ত্রীর ইস্তফার দাবি তোলার পাশাপাশি কংগ্রেসের তরফে ডিএনএ পরীক্ষার দাবিও তোলা হয়। কার্যত সেই দাবি-প্রসঙ্গ টেনেই সত্যানন্দ আজ রাঁচিতে বলেন, “ডিএনএ পরীক্ষায় যদি দেখা যায় আমি দোষী, তবে মন্ত্রিত্ব তো বটেই, রাজনীতিও ছেড়ে দেব।” উল্লেখ্য, সোনু দেবী দুমকার একটি প্রাথমিক স্কুলের শিক্ষিকা। তিনি বিজেপি-রও সক্রিয় কর্মী। সত্যানন্দের বক্তব্য, রাজনীতিতে তাঁর বিরোধীরাই চক্রান্ত করে তাঁকে ফাঁসাতে চাইছে। এই চক্রান্তকারীরা তাঁর দলের, না বিরোধী দলের, সে ব্যাপারে সত্যানন্দ এখনও স্পষ্ট করে কিছু বলেননি।
|
কারখানা ঘুরে দেখলেন সুজুকি কর্তা
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ভারত সফরে এসে দ্বিতীয় দিনেই গুড়গাঁওয়ে মারুতি কারখানায় গিয়েছিলেন সুজুকি চেয়ারম্যান ওসামু সুজুকি। আগামী কাল, মারুতি-র বার্ষিক সভায় যোগ দেওয়ার প্রাক্কালে আজ, মানেসর কারখানা ঘুরে দেখলেন তিনি। মাসখানেক আগে সেখানে হিংসাত্মক ঘটনায় জখমদের সঙ্গেও দেখা করেন তিনি।সংস্থা সূত্রের খবর, এ দিন দুপুরে মানেসরের কারখানায় আসেন ওসামু। মারুতি-র এমডি এবং সিইও শিনজো নাকানিশি এবং সিওও (প্রোডাকশন) এম এম সিংহ তাঁর সঙ্গে ছিলেন। সেখানে দু’টি গাড়ি তৈরির ‘অ্যাসেম্বলি লাইন’ এবং ইঞ্জিনের কারখানায় যান ওসামু। যে সব কর্মী গত ১৮ জুলাই-এর হিংসাত্মক ঘটনায় জখম হয়েছিলেন, তাঁদের অনেকেই কাজে যোগ দিয়েছেন। ওসামু তাঁদের সঙ্গেও কথা বলেন। গত কালই তিনি দাবি করেছিলেন, মারুতি-র বার্ষিক সভায় যখনই তিনি ভারতে এসেছেন, প্রতিবারই গুড়গাঁও এবং মানেসর কারখানা ঘুরে দেখেছেন। এ বারের সফরও তাই অস্বাভাবিক কিছু নয়। গোলমালের জন্য কারখানার ১০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংস্থা। কিন্তু গাড়ি তৈরি বন্ধ থাকায় সব মিলিয়ে তাদের ১৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তারা।
|
ভাগলপুরে আশ্রমে দুই সন্ন্যাসিনীকে গণধর্ষণ
নিজস্ব সংবাদদাতা • পটনা |
ভাগলপুরের মহর্ষি মেহি আশ্রমে দুই সন্ন্যাসিনীকে গণধর্ষণ করা হয়েছে। অভিযোগের তির খোদ আশ্রম-কর্তা স্বামী আর্যানন্দের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রাতে আশ্রম চত্ত্বরের মধ্যে, একটি মাঠে নিয়ে গিয়ে এই দুই সন্ন্যাসিনীকে ধর্ষণ করে আর্যানন্দ ও তার সাঙ্গোপাঙ্গোরা। কাটিহারের দুই বোন, সন্ন্যাসিনী হিসেবে গত কিছু দিন ধরেই ওই আশ্রমে থাকত বলে পুলিশ জানিয়েছে। গত রাতে আর্যানন্দ, ঘনশ্যাম মণ্ডল, বিবেকানন্দ সিংহ, পঙ্কজ কুমার, প্রেম যাদব রত্ন পাশোয়ান দুই বোনের উপর অত্যাচার চালায়। পুলিশ জানিয়েছে, ওই দুই সন্ন্যাসিনী এই ক’জনকে চিহ্নিত করেছেন। তবে তারা সকলেই ফেরার। তাঁদের বক্তব্য, এ ছাড়াও দলে অচেনা আরও তিনজন ছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
|
জঙ্গি নেতা ধৃত
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
কট্টর এক মাওবাদী জঙ্গি নেতাকে পুলিশ গ্রেফতার করল। ধৃতের নাম শ্যামলাল যাদব ওরফে ধর্মেন্দ্রজি। তার মাথার দাম ৩ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। ধৃত ব্যক্তি লাতেহার, পলামুর জোনাল কমান্ডার। রাঁচির রাতু রোড সংলগ্ন এলাকায় একটি নির্মীয়মান বাড়ির কাজ দেখতে এসেছিল শ্যামলাল। পুলিশ ফাঁদ পাতে।
|
মৃত নাগা জঙ্গি
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
গোষ্ঠীদ্বন্দ্বে মারা গেল এক নাগা জঙ্গি। জখম আরও একজন। কাল রাতে নাগাল্যান্ডের দয়াপুরে এনএসসিএন (খাপলাং)-এর দুই জঙ্গিকে খুলে-কিতোভি গোষ্ঠীর জঙ্গিরা গুলি করে। জখম জঙ্গি ডিমাপুর হাসপাতালে ভর্তি।
|
গুলিতে জখম বৃদ্ধ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
মেরি কমকে দেখতে এসে পুলিশের রাইফেল থেকে ছিটকে যাওয়া গুলিতে জখম হলেন এক বৃদ্ধ। তিনি হাসপাতালে। কনস্টেবলকে চাকরি থেকে বরখাস্ত করে গ্রেফতার করা হয়েছে।
|
ব্রহ্মেশ্বর খুনে চার্জশিট
নিজস্ব সংবাদদাতা • পটনা |
নির্ধারিত ৯০ দিনের মধ্যেই রণবীর সেনার প্রধান, ব্রহ্মেশ্বর মুখিয়া খুনের মামলায় ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দিল বিহার পুলিশ। ১ জুন ভোজপুরে খুন হন মুখিয়া। এর মধ্যে ৫ জনই হেফাজতে। একজন ফেরার।
|
টুজি নিলাম
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
টুজি লাইসেন্সের নিলামের জন্য সময়সীমা বাড়িয়ে ১১ জানুয়ারি করল সুপ্রিম কোর্ট। সময়সীমার মধ্যে নিলাম না হলে আদালত অবমাননার মামলা হবে।
|
চিনের বাধা
নিজস্ব সংবাদদাতা • জম্মু |
চিনের বাধায় থমকে গেল জম্মুর দেমচকে জলসেচ প্রকল্পের কাজ। ২০০৪-এ সিন্ধু নদের জল লাদাখে পাঠাতে এই প্রকল্প শুরু হলেও ৩ বার বাধা পেল তার কাজ।
|
ফিরবেন অভিনয়ে
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
নিজে যখন স্বস্তি বোধ করবেন তখনই আবার অভিনয়ে ফিরবেন বলে জানালেন শাইনি আহুজা। পরিচারিকাকে ধর্ষণের জেরে দীর্ঘদিন এই জগৎ থেকে দূরে তিনি।
|
বিশেষ কমিটি
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
সাম্প্রতিক বিস্ফোরণের কয়েকটি ঘটনার তদন্তে বিশেষ কমিটির কথা ভেবে দেখবে সুপ্রিম কোর্ট। ওই সব ঘটনায় মুসলিমদের হয়রান করা হচ্ছে বলে অভিযোগ।
|
আত্মসমর্পণ
সংবাদসংস্থা • বিশাখাপত্তনম |
শারীরিক অসুস্থতার কারণে অন্ধ্রের মাওবাদী নেতা পথুরু রাজারাও পুলিশের কাছে আত্মসমর্পণ করেন সোমবার।
|
নারী নির্যাতন
নিজস্ব সংবাদদাতা • বিজনোর |
উত্তরপ্রদেশের খাপ পঞ্চায়েত ‘অবৈধ’ প্রণয়ের অভিযোগে এক মহিলাকে বিবস্ত্র করে, মুখে কালি মাখিয়ে মারধর করে।
|
মৎস্যজীবী উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রামেশ্বরম |
২২ অগস্ট থেকে নিখোঁজ তিন মৎস্যজীবীকে সোমবার সকালে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপকূলরক্ষী বাহিনী।
|
শিল্পপতির খোঁজ
নিজস্ব সংবাদদাতা • কোয়ম্বত্তূর |
তিরুপুরের অপহৃত শিল্পপতিকে হাত-পা বাঁধা অবস্থায় শহরের কাছে এক জঙ্গলে খুঁজে পাওয়া যায়। শরীরে ছিল গভীর ক্ষত।
|
মেট্রোয় ঝাঁপ
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
প্রীত বিহার মেট্রো স্টেশনের উপরতলা থেকে নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এক শিক্ষিকা। |
|